Skip to main content

Posts

Showing posts from January, 2024

Featured Post

The temperature may drop from Wednesday

  বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা বুধবার (১ মে) থেকে তাপমাত্রা কমে তাপপ্রবাহের আওতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (৩০ এপ্রিল) সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার ছিল চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে গরমতম দিন।  সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়, এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাতেও ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ।  গরমে বিপর্যস্ত জনজীবন।  আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।  এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বা

Nazehal Germany in the labor crisis! Now the ministers are traveling from country to country to 'find people'

  কর্মিসঙ্কটে নাজেহাল জার্মানি! হাল ‘লোক খুঁজতে’ দেশে দেশে ঘুরছেন মন্ত্রীরা বছর পাঁচেক আগেও জার্মানির ছবিটা এমন ছিল না। কর্মক্ষেত্রে লোকের অভাব ছিল না। প্রায় সব ক্ষেত্রেই কাজের লোক ছিল। শুধু জার্মানরা নন, ভিন্দেশ থেকেও চাকরি করতে জার্মানিতে ভিড় করতেন বহু মানুষ। কিন্তু ২০২০ সালের পরে সে ছবি আচমকা পাল্টে যেতে থাকে। জার্মানি ছাড়ার হিড়িক পড়ে যায়। জার্মানির আর্থিক অবস্থাও ভাল নয়। লোকের অভাবে থমকে গিয়েছে দেশের শিল্প, কমেছে উৎপাদন। জার্মানির এই কর্মিসঙ্কট নিয়ে বিভিন্ন গবেষণাও হয়েছে। কর্মিসঙ্কটে জেরবার জার্মানি সমাধান সূত্র খুঁজতে মরিয়া। নিয়োগ প্রক্রিয়াতেও অনেক বদল আনা হয়েছে। বিদেশি কর্মীদের নিয়োগ করতে উদ্যোগি হচ্ছে সরকার।  জার্মানি প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার ও শ্রমমন্ত্রী হুবার্টাস হেইল বর্তমানে ভিয়েতনাম সফরে রয়েছেন। সে দেশের সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন, চুক্তি সই হচ্ছে। উদ্দেশ্য একটাই, জার্মানিতে কাজ করতে আসার জন্য সে দেশের তরুণ প্রজন্মকে উৎসাহিত করা।  সংবাদমাধ্যম ডিডব্লিউ-র প্রতিবেদন অনুযায়ী, ভিয়েতনামি-জার্মান বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় সেখানকার পড়ুয়াদের থে

Clashes in the parliament of the Maldives, MPs riot

  হাতাহাতি মালদ্বীপের সংসদে তাণ্ডব এমপিদের মালদ্বীপের সংসদ না যুদ্ধক্ষেত্র! একে অপরের চুল ধরে টানা, সপাটে ঘুসি কষিয়ে দেয়া, মাটিতে ফেলে দিয়ে পা ধরে টেনে নিয়ে যাওয়া- কিছুই বাদ গেল না। এমনকি স্পিকারের কানের কাছে লাগাতার ভেঁপুও বাজালেন এক এমপি! সবমিলিয়ে কার্যত সার্কাসে পরিণত হল মালদ্বীপের জাতীয় সংসদ।  ভবনের মধ্যে এমপিদের তাণ্ডবের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কয়েকদিন ধরেই মালদ্বীপের সংসদে তুমুল মতবিরোধ চলে আসছে। চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমলে যেভাবে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে, তা নিয়ে সরব বিরোধীরা।  ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতি মালদ্বীপের বিরোধীদের একাংশ। এমন পরিস্থিতিতে রোববার (২৮ জানুয়ারি) গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা ছিল মালদ্বীপের সংসদে।  জানা গেছে, মুইজ্জু সরকারের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে এদিন ভোটের আয়োজন করা হয়। কিন্তু ভোট শুরু হতেই রণক্ষেত্র হয়ে ওঠে মালদ্বীপের সংসদ। একে অপরকে ধাক্কা দেয়া থেকে শুরু করে মারধর- কোনো কিছু করতেই বাকি রাখেননি এমপিরা।  একটি ভিডিওতে দেখা গেছে, এক এমপি মাটিতে পড়ে আছেন আর তাঁর পা ধরে টে

Now the dog caught the cocaine

  এবার কুকুর ধরলো কোকেন দেশে প্রথমবারের মত কুকুরের সহায়তায় ধরা পড়েছে কোকেনের বড় চালান। অলি নামের কুকরটি উত্তরার একটি আবাসিক হোটেলে এক বিদেশির কাছে মাদক শনাক্ত করে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় যৌথভাবে ‘এফোর্ড ইন’ হোটেলে এ অভিযান চালায়। তাতে ২শো গ্রাম কোকেনসহ ধরা পড়ে মোহাম্মেদি আলি নামের তানজানিয়ার এক নাগরিক।  এয়ারপোর্ট এপিবিএনের ডগ স্কোয়াড এ অভিযানে অংশ নেয় জানিয়ে এএসপি মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম কোনো প্রশিক্ষিত কুকুর কোকেন শনাক্ত করলো। কুকুরটির নাম অলি। এটা অন্য কোনো বাহিনিতে হয়নি। অর্থাৎ, অন্য মাদক শনাক্ত করলেও কোকেন শনাক্ত করতে পারেনি অন্য কোনো ডগ স্কোয়াড।  অভিযানের বর্ণনা দিতে গিয়ে জিয়াউল হক বলেন, হোটেলের দোতলায় ১০২ নম্বর রুমে উঠেছিলেন মোহাম্মেদি। আভিযানিক দল প্রথমেই তাকে আটক করে। মাদকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি অস্বীকার করেন।  এ সময় সাথে থাকা এপিবিএন ডগ স্কোয়াডের সহায়তায় কক্ষে তল্লাশি চালানো হয়। তখন ডগ অলি মোহাম্মেদির সাথে থাকা কালো একটি ব্যাগে মাদক থাকার সংকেত দেয়।  এরপর ব্যাগটি তল
  চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থান সুশাসন উন্নয়নে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাঙ নির্মূলে তিন এমপি ঘোষণা, বাস্তবায়নে আহ্বান বিশিষ্টজনদের দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেই কর্মসংস্থান, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা চাঁপাইনবাবগঞ্জের সংসদ সংসদরা।  সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষনার কথাও রয়েছে অগ্রাধিকার তালিকায়। গণমানুষের চাহিদাকে অতীতের তুলনায় অধিকতর গুরুত্ব দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনসহ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের কথা জানিয়েছেন তিন সংসদ সংসদ পৃথক আলাপচারিতায়।   প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এ নিয়ে দ্বিতীয় বারের মত দেশের আইন সভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট ) আসনের সাংসদ মু জিয়াউর রহমানের এটি তৃতীয় মেয়াদ।  আর চতুর্থ বারের মত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জনগণের হয়ে সরকারে প্রতিনিধিত্ব করছেন আব্দুল ওদুদ।  সদ্য সমাপ্ত নির্বাচনে জেলার তিনটি আসনের প্রত্যেকটিতেই আওয়ামীলীগ মনোনীত

Expatriates' remittances are the main driving force of the economy: Sheikh Hasina

  প্রবাসীদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি : শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা-সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। প্রতিটি আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে।  সেটা ছাড়াও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রবাসীরা আমাদের স্বাধীনতা-সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয়, আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান।  আপনারা আন্দোলন-সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি। শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারি নির্বাচন হয়ে গেছে।  আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই, কারণ জনগণই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছে। কারণ বিএনপি যখন নির্বাচনে আসবে না, কেউ যাতে নির্বাচনে না আসে, কেউ যেন ভোট না দেয় এর জন্য লিফলেট বিতরণ শুরু করল।  এই লিফলেট বিতরণের পরে ঘটনা উল্টো হয়ে গেল, মানুষজন

Those who were 'called' to the cabinet

  মন্ত্রিসভায় ‘ডাক পেলেন’ যারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় অর্জন করেছে আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) দলটির নির্বাচিত ২২২ জন নতুন সংসদ সদস্য এরই মধ্যে শপথও নিয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গঠন হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। এরই মধ্যে বিদায়ী সরকারের মন্ত্রিসভা থেকে বেশ কয়েকজন মন্ত্রী নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন।  এছাড়াও নতুন কয়েকজনও ডাক পেয়েছেন বলে জানিয়েছেন। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ২৫ জন। বর্তমান মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যারা ডাক পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন, আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান কামাল, ডা. দীপু মনি, তাজুল ইসলাম, আনিসুল হক, ড. হাছান মাহমুদ, সাধন চন্দ্র মজুমদার, মহিবুল হাসান চৌধুরী, ফরহাদ হোসেন ও ফরিদুল হক খান। এছাড়াও নতুন করে যারা মন্ত্রিসভায় যুক্ত হতে ডাক পেয়েছেন কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, মো. আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, মো. জিল্লুল হাক

The car broke through the gates of the White House

  হোয়াইট হাউসের গেট ভেঙে ঢুকল গাড়ি মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের নিবাসে বিপদঘণ্টা! সোমবার (৮ জানুয়ারি) হোয়াইট হাউসের বাইরের একটি গাড়ি গেটে ধাক্কা মেরে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে।  কিন্তু বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। অভিযুক্ত চালককে হেফাজতে নেয়া হয়েছে।  এ ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে বাইডেনের বাসভবনের নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, স্থানীয় সময় মোতাবেক ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টার দিকে।  হঠাৎই হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে কিছুদূর এগিয়ে যায় সেটি। এ বিষয়ে সিক্রেট সার্ভিসের মুখ্য জনসংযোগ কর্মকর্তা অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি।  কী কারণে গেটে এই সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।’ জানা গেছে, ওই সময় বাসভবনে ছিলেন না বাইডেন।  হোয়াইট হাউসের এই ঘটনার জেরে ১৫ স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে যানজটের সৃষ্টি হয়। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন