Skip to main content

Posts

Showing posts from April, 2022

Featured Post

The temperature may drop from Wednesday

  বুধবার থেকে কমতে পারে তাপমাত্রা বুধবার (১ মে) থেকে তাপমাত্রা কমে তাপপ্রবাহের আওতা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে মঙ্গলবার (৩০ এপ্রিল) সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। সোমবার ছিল চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে গরমতম দিন।  সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়, এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাতেও ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ।  গরমে বিপর্যস্ত জনজীবন।  আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।  এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বা

Europe is bowing to Putin! Russia's conditions for buying fuel are met by Germany and Austria

 পুতিনের কাছে মাথা নত করছে ইউরোপ! জ্বালানি কেনার জন্য রাশিয়ার শর্ত জার্মানি এবং অস্ট্রিয়া পূরণ করে৷ ইউক্রেন যুদ্ধে ইউরোপের বিরুদ্ধে ‘জ্বালানি তাস’ ব্যবহার করেছে রাশিয়া। পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করতেই নড়েচড়ে বসেছে ইউরোপে। এবার পুতিন প্রশাসনের শর্ত মেনেই গ্যাস ও তেল কেনার জন্য বেশ কিছু ইউরোপীয় জ্বালানি সংস্থা সক্রিয় হয়েছে বলে খবর। তার মধ্যে রয়েছে জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশের সংস্থাও।  বুধবার রুশ সরকারি তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা ‘গ্যাজপ্রম’ জানায়, পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাসের জোগান বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাসের দাম মেটাতে ডলার বা ইউরোর পরিবর্তে রুবল ব্যবহার করার দাবি জানিয়েছিল মস্কো। সে জন্য গ্যাজপ্রোমের ব্যাংকে পৃথক অ্যাকাউন্টও খুলতে হবে। তবে সেই দাবিতে কান দেয়নি পোল্যান্ড ও বুলগেরিয়া। ফলে পড়শি দুই দেশে গ্যাসের জোগান বন্ধ করে দিয়েছে রাশিয়া।  বলে রাখা ভাল, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। ফলে বিদেশে সঞ্চিত প্রায় ৩০০ বিলিয়ন ডলারের মুদ্রাভা-ারে হাত দিতে পারছে না মস্কো। একইসঙ্গে, রাশিয়ার ব্যাংকগুলিকে আন্তর্

Putin threatens "immediate" response to foreign intervention in Ukraine

  পুতিন ইউক্রেনে বিদেশী হস্তক্ষেপের "তাৎক্ষণিক" প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন কোনো দশে ইউক্রইেনরে যুদ্ধে হস্তপক্ষে করার চষ্টো করলে ‘বদ্যিুৎ গতরি’ প্রতক্রিয়িার মুখোমুখি হবে বলে হুঁশয়িার করছেনে রাশয়িার প্রসেডিন্টে ভ্লাদমিরি পুতনি।  বুধবার সইেন্ট পটিারর্বুগ শহরে রাশয়িার আইনপ্রণতোদরে সঙ্গে কথা বলার সময় পুতনি এ মন্তব্য করনে বলে ববিসিি জানয়িছে।  তনিি বলনে, “বাইররে কউে ইউক্রইেনে হস্তক্ষপেরে চষ্টো করলে এবং রাশয়িার জন্য কৌশলগত হুমকি সৃষ্টি করলে আমাদরে প্রতক্রিয়িা হবে বদ্যিুৎ গতরি। যে কারও র্গব থাময়িে দওেয়ার মতো সব সরঞ্জাম আমাদরে আছ। আর আমরা এগুলো নয়িে বড়াই করব না, প্রয়োজন হলে ব্যবহার করবো।”  প্রতক্রিয়িাগুলো কী হবে তার সব সদ্ধিান্ত ইতোমধ্যে নওেয়া হয়ে গছেে বলে জানয়িছেনে রাশয়িার প্রসেডিন্টে। কন্তিু এ বষিয়ে বস্তিারতি আর কছিু বলনেনি তিনি।  এসব মন্তব্যরে মাধ্যমে পুতনি ব্যালস্টিকি ক্ষপেণাস্ত্র ও পারমাণবকি অস্ত্র ব্যবহার করা হতে পার,ে এমন ইঙ্গতি দয়িছেনে বলে ধারণা পশ্চমিা বশ্লিষেকদরে।  ইউক্রইেনরে পশ্চমিা মত্রিরা দশেটতিে অস্ত্র সরবরাহরে পদক্ষপে জোরদার করছেে আর ইউক্রইেনে যনে রাশয়িাকে পরাজতি করতে

Issuance of checks among the terminally ill patients including cancer in Chapainawabganj

  চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সারসহ মারাত্মক অসুস্থ রোগীদের চেক প্রদান মোঃ হারুন অর রশীদ, সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় জেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে প্রধান অতিথি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি দুর্ঘটনাজনিত কারণে বিশ্রামে থাকায় মুঠোফোনে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে।  সমাজের অসহায় মানুষের পাশে সরকার রয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার রূপকল্প বাস্তবায়নে দৃঢ় সংকল্পবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার প্রতীক। তার বিশেষ ব্যবস্থাপনার কারণেই জেলার বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা এ অর্থ পাচ্ছেন।  এ অর্থের বিনিময়ে

Education is the driving force behind efficient human resources and building a prosperous nation - State Minister for Primary and Mass Education in Chapainawabganj

শিক্ষা হলো দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ জাতি গঠনের চালিকাশক্তি -চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ উপহার দিলেন। সেই জাতিকে উন্নত জাতিতে রুপান্তর করতে হলে জাতিকে শিক্ষিত গড়ে তুলতে হবে। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। সেই উপলব্ধি থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়ার পরও ১৯৭৩ সালে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষকদের জাতীয়করণ করেন। তার মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার ভীত রচিত হয়। শিক্ষা হলো দক্ষ মানবসম্পদ ও সমৃদ্ধ জাতি গঠনের চালিকাশক্তি। তাই মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় সরকার সম্ভব সব কিছু করছে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার মূলভিত্তি। দক্ষ মানবসম্পদ গড়ার কারিগর হলো সুশিক্ষিত শিক্ষক সমাজ। বর্তমান সরকার উচ্চ শিক্ষায় শিক্ষিত দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। এ ছাড়া তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য পদোন্নতিসহ উন্নত বেতন স্কেল দেয়া হয়েছে।  তিনি আরো বলেন, বর্তমান সরকার ঘোষিত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নেতৃত্ব দি

Innovation of new variety of succulent Dolanchampa banana in Chapainawabganj.

 চাঁপাইনবাবগঞ্জে নতুন জাতের রসালো দোলনচাঁপা কলার উদ্ভাবন মোঃ জালাল উদ্দীন, চঁপাইনবাবগঞ্জ:– চাঁপইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় নতুন জাতের সুমিষ্ট কলা দোলনচাঁপা উদ্বোধন করেছেন নতুন উদ্যোক্তা মোঃ অলিউল আরেফিন দোলন।  মোঃ অলিউল আরেফিন দোলন শিক্ষিত যুবক সোনার হরিণ চাকরির পিছনে না ছুটে নিজে কাজ করে স্বাবলম্বী হওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কৃষি কাজ বেছে নেন। তার ইচ্ছে একজন সফল উদ্যোক্তা হওয়া তার চেষ্টার উদ্ভাবিত  ফসল দোলনচাঁপা কলা।  জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মোঃ রেজাউল করিম মাস্টারের ছেলে অলিউল আরেফিন দোলন ২০১৭ সালে সমাজ বিজ্ঞান মাস্টার্স পড়া শেষ করে ৮বিঘা জমিতে খাটো জাতের দেশি কলার আবাদ করেন।  তিনি বিভিন্ন জায়গা থেকে ২ হাজার ৪’শ দেশি খাটো জাতের কলার চারা এনে  জমিতে রোপণ করেন । তিনি লক্ষ্য করেন তার রোপণকৃত কলা গাছ গুলোর মধ্যে বেশ কিছু গাছ অন্যান্য গাছ থেকে আলাদা মনে হয় কলাপাকা সময় রং চমৎকার দেখা যায় খেতেও দেশীয় অন্যান্য সব কলার চেয়ে মিষ্টি মনে হয়। তখন থেকে কলার চারা তৈরি করে, কলার আবাদ বাড়িয়ে বর্তমানে ১৮ বিঘা জমিতে একই জাতের কলা চাষ করছেন । তিন

'The whole of Europe is relatively less secure'

  'পুরো ইউরোপ তুলনামূলকভাবে কম নিরাপদ' পুরো ইউরোপ অপেক্ষাকৃত কম নিরাপদ বলে মন্তব্য করেছেন মলদোভার পররাষ্ট্রমন্ত্রী নিকু পোপেস্কু। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøনকেনের সঙ্গে বৈঠকের আগে তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  মলদোভার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের প্রত্যেকে মাত্র দুই মাস আগের তুলনায় অপেক্ষাকৃত কম নিরাপদ বোধ করছে।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মলদোভার গণতান্ত্রিক সংস্কার এবং ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে উদ্ভূত শরণার্থী সংকটের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করেন নিকু পোপেস্কু।  অ্যান্টনি বিøনকেন বলেন, শরণার্থীদের প্রতি মলদোভার মানবিক প্রতিক্রিয়া ছিল অসাধারণ। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির চার লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে দেশটি। এই শরণার্থীরা এখন মলদোভার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশের প্রতিনিধিত্ব করে।  দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ইউক্রেন সংকটের অর্থনৈতিক প্রভাব মোকাবিলা এবং গণতান্ত্রিক সংস্কারের অগ্রগতিতে মলদোভার প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রত

Gunmen attack three times a week on Easter, raising questions about America's security

 ইস্টারে সপ্তাহে তিনবার বন্দুকধারীরা হামলা চালায়, যা আমেরিকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আবারও বন্দুকবাজদের হানা আমেরিকায়। গত সপ্তাহে এই নিয়ে তিনবার সন্ত্রাসবাদীরা হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্রে। রবিবার পিটসবার্গে একটি পার্টিতে হামলা চালানো হয়েছে। দু’জন নাবালক প্রাণ হারিয়েছে এই হামলায়। এছাড়াও সাউথ ক্যারোলাইনার একটি নাইট ক্লাবেও গুলি চালানোর ঘটনা ঘটে, যদিও সেখানে কারওর মৃত্যু হয়নি। সপ্তাহের শুরুতে এই দুই ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩১ জন।  পিটসবার্গে একাধিক ব্যক্তি মিলে গুলি চালিয়েছে বলে অনুমান করছে স্থানীয় পুলিশ। দু’ জন নাবালকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন প্রায় ২৩ জন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ওই পার্টিতে উপস্থিত ছিলেন প্রায় ১০০ জন। তার মধ্যে অধিকাংশই নাবালক-নাবালিকা।  এই পার্টি হচ্ছিল একটি বাড়ি ভাড়া করে, জানিয়েছেন পিটসবার্গের পুলিশ প্রধান স্কট শুবার্ট।  তিনি বলেছেন, “আমরা অনুমান করছি বাড়িটি ঘিরে রেখে প্রায় আটটি জায়গা থেকে গুলি চালানো হয়েছে।” অন্যদিকে সাউথ ক্যারোলাইনা প্রশাসনের তরফে জানা গিয়েছে, রবিবার ভোররাতে নাইট ক্লাবে গুলি চালনার ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কারওর মৃত্যু না হলেও স

Mariupol is "completely" occupied by Russia

 মারিউপোল "সম্পূর্ণভাবে" রাশিয়ার দখলে পুরো মারিউপোল এখন রাশিয়ার হাতে। রুশ সেনারা সেখানের সবগুলো অঞ্চল পুরোপুরি পরিস্কার করে ফেলেছে তবে অবরুদ্ধ দক্ষিণ বন্দরের একটি ইস্পাত কারখানার ভেতরে ইউক্রেনের যোদ্ধাদের একটি ছোট দল রয়ে গেছে। রোববার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদসংস্থা আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ বলেন, মারিউপোলের সবগুলো এলাকা পরিস্কার করা হয়েছে। অবশিষ্ট থাকা ইউক্রেনীয় সেনারা আজভস্টালে ইস্পাত কারখানায় অবরুদ্ধ রয়েছে। তিনি আরও বলেন, তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া ও আত্মসমর্পণ করা। কোনাসেনকোভ জানান, মারিউপোলকে শত্রু মুক্ত করার প্রক্রিয়ায় এ পর্যন্ত ১ হাজার ৪৬৪ জন ইউক্রেনের সেনা আত্মসমর্পণ করেছে। এদিকে রাশিয়ার নিউজ এজেন্সি তাস জানিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে মারিউপোলে যুদ্ধরত ইউক্রেনীয় বাহিনী যদি মস্কোর স্থানীয় সময় সকাল ৬টার মধ্যে তাদের অস্ত্র ফেলে দেয় শুধুমাত্র তাহলেই তাদের জীবন রক্ষা পেতে পারে। এর আগে, ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। স্থানীয় সময়

Only 28 readers of 34 thousand books

 ৩৪ হাজার বইয়ের পাঠক মাত্র ২৮ জন বই রাখার সারি সারি তাক। সবগুলোতে থরে থরে বই সাজানো। আছে সোফাসহ কাঠের চেয়ার-টেবিল। আছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বৈদ্যুতিক পাখা। পরিবেশও পাঠের উপযোগী। কিন্তু একটি সমৃদ্ধ পাঠাগারে যাদের জন্য এই আয়োজন, নেই শুধু সেই পাঠক।  চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার ঘুরে এ চিত্র দেখা গেছে। পাঠাগারটিতে ৩৪ হাজারেরও বেশি বই থাকলেও পাঠকসংখ্যা দৈনিক সর্বোচ্চ ২৮ জন। এদের অধিকাংশই আসেন পত্রিকা পড়তে। খোঁজ নিয়ে জানা যায়, গত এক যুগে পাঠাগারটির সদস্য বাড়েনি আশানুরুপ। চলতি বছর মার্চ পর্যন্ত সদস্যসংখ্যা মাত্র ১৩১ জন। পাঠক বলছেন, পাঠাগারে চাকরি প্রত্যাশীদের বইয়ের সংকট রয়েছে। ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকলেও এক-দুজনের বেশি ব্যবহার করতে পারেন না। তবে দায়িত্বশীলরা জানান, জনবল সংকটের কারণে পাঠাগারটি ভালোভাবে চালানো যাচ্ছে না। ফলে এর সুফল পুরোপুরি পাচ্ছেন না পাঠক। ২০১১ সালে চালু হয় জেলার এই গণগ্রন্থাগার। ৩৪ হাজারেরও বেশি বই আছে এখানে। একসঙ্গে বসতে পারেন প্রায় ৭০ জন পাঠক। রাখা হয় ১২টি সংবাদপত্র। তবে এতো বড় একটি পাঠাগারে জনবল ৮ জনের বিপরীতে রয়েছে মাত্র দুজন। গ্রন্থাগারিকের মতো প্রধ

Bangladesh is a member of the United Nations Commission on Social Development

 জাতিসংঘের সামাজিক উন্নয়ন কমিশনের সদস্য হলো বাংলাদেশ মোঃ হারুন অর রশীদঃ বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২৩-২০২৭ মেয়াদে জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশনের (সিসকডি) সদস্য নির্বাচিত হয়েছে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) ম্যানেজমেন্ট মিটিংয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।  সামাজিক উন্নয়ন কমিশন (সিসকডি) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর একটি সহযোগী প্রতিষ্ঠান। সিসকডিতে বাংলাদেশ ছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে আরও নির্বাচিত হয়েছে ভারত ও সৌদিআরব।  বৃহস্পতিবার (১৪ এপ্রিল) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।  সিসকডির এই নির্বাচনের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই নির্বাচন বাংলাদেশের অদম্য উন্নয়ন অগ্রযাত্রার আন্তর্জাতিক স্বীকৃতির বহিঃপ্রকাশ।  বাংলাদেশ সবসময়ই কমিশনের কাজকে অত্যন্ত গুরুত্ব দেয় মর্মে উল্লেখ করে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, কমিশনের সদস্য হিসেবে আমরা আমাদের উত্তম অনুশীলনগুলো ভাগ করে নিয়ে আর্

The cost of living is skyrocketing in the UK

 যুক্তরাজ্যে লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয়  মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলছে। গত মাসে দেশটির মূল্যস্ফীতি তিন দশকের মধ্যে সর্বোচ্চ হয়েছে। এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ও অর্থমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ বাড়ছে। বুধবার (১৩ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  জানা গেছে, মার্চে যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার বেড়ে সাত শতাংশে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারিতে এই হার ছিল ছয় দশমিক দুই শতাংশ। মার্চের এই হার ১৯৯২ সালের পর সর্বোচ্চ। তাছাড়া রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা যে পূর্বাভাস দিয়েছিলেন তার চেয়ে বেশি।  অন্যদিকে মাসভিত্তিতে এই বৃদ্ধির হার ১৯৮৮ সালের পর সর্বোচ্চ। জ্বালানি, খাদ্য ও আসবাবপত্রের দাম বাড়ায় এমন চিত্র ফুটে ওঠেছে।  দেশটির বাজেট বিশ্লেষকরা জানিয়েছেন, এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় রেকর্ড পরিমাণ বেড়েছে। চলমান মূল্যস্ফীতি সরকারের জন্য খারাপ খবর বলেও জানানো হয়েছে।  গত বছর থেকেই যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নজিরবিহীনভাবে বাড়ছে। অব্যাহত জ্বালানির দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটে পরিস্থিতির অবনতি হচ্ছে দেশটিতে।  এদিকে ইউক্রেনে রাশিয়া হামলা চালায়

Sudden train strike: Passengers protest at Rahanpur station for not reaching their destination after buying tickets

  হঠাৎ ট্রেন ধর্মঘট : টিকিট কেটে গন্তব্য না পৌঁছায় রহনপুর স্টেশনে যাত্রীদের বিক্ষোভ মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে রানিং স্টাফদের কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট আহবান করায় চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছে রেলযাত্রীরা ।বুধবার (১৩ এপ্রিল) সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের ( মেইল ১৬ ডাউন ট্রেন) যাত্রীরা টিকিট কেটে গন্তব্য না পৌঁছায় এ দুর্ভোগের পড়তে হয়। এদিকে ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোনো প্রকার ঘোষনা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।  এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে যাত্রীরা উত্তোজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার হয়।  ওই ট্রেনের যাত্রী শরিফউদ্দিন জানান, পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসা করতে রাজশাহী যাব। টিকিট কেটে ট্রেনে বসেছিলাম।ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয় চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

Pakistan's new Prime Minister Shahbaz Sharif

 পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ। সোমবার বিকেলে তিনি ১৬৪ ভোট পেয়ে সংসদের নিম্নকক্ষে নির্বাচিত হন।  তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান খানের দল পিটিআই-এর সহ-সভাপতি শাহ মাহমুদ কুরেশি এবং সম্প্রতি বিদায় নেওয়া পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু তার নেতৃত্বে পিটিআই আইনপ্রণেতারা ভোটের সময় অধিবেশন বয়কট করেন। ফলে প্রতিদ্বন্দ্বী ছিল না।  সংখ্যাগরিষ্ঠতার জন্য ১৭২ সদস্যের সমর্থন প্রয়োজন, শাহবাজ ১৭৪ ভোট পেয়েছিলেন।ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সাংসদরা শাহবাজ ও নওয়াজ শরিফের পক্ষে স্লোগান দিতে থাকেন। শাহবাজ শরিফ নওয়াজ শরিফের ছোট ভাই। প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে শাহবাজ "পাকিস্তানকে বাঁচানোর" জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানান। তিনি বলেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়েছে।এটা মন্দের উপর ভালোর জয়।  তথ্যসূত্রঃ বাংলানিউজ । 

In Chapainawabganj, 47 people got jobs in the police with merit and qualifications.

 চাঁপাইনবাবগঞ্জে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেয়েছেন ৪৭ জন। চাঁপাইনবাবগঞ্জে পুলিশে (ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে) ৪৬ জন চাকরি পেয়েছে। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর অনেক উত্তীর্ণ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।এসব চূড়ান্ত প্রার্থীর অভিভাবকরা কখনো বিশ্বাসই করতে পারেননি তাদের সন্তানদের টাকা ছাড়া পুলিশে চাকরি হবে। নতুন নিয়মে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে এদের মধ্যে ১ হাজার ৫’শ জন প্রার্থী প্রথম পর্যায়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। এদের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৭০ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হন। তারা লিখিত পরীক্ষা দেন, এর মধ্যে ১৫০ জন উত্তীর্ণ হন।তাদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ৪৬ জনকে (৩৯ জন পুরুষ ও ৭ জন নারী ) নিয়োগের জন্য নির্বাচন করা হয়। অপেক্ষমাণ রয়েছে অতিরিক্ত ১৬ জন প্রার্থী। ফলাফল ঘোষণা শেষে রোববার (১০ এপ্রিল) দুপুর দেড়টায় জেলা শহরের উপকন্ঠ নয়াগোলাস্থ পুলিশ লাইনসে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৪৬ জনকে পুলিশ কনস্ট

This time, the UK imposed sanctions on Putin's daughters

 এবার পুতিনের মেয়েদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার নিষেধাজ্ঞার তালিকায় তাদের যুক্ত করে যুক্তরাজ্য বলেছে এর উদ্দেশ্য রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মহলের লাইফস্টাইলকে লক্ষ্যবস্তু বানানো।  ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাজ্য এবং তাদের পশ্চিমা মিত্ররা মস্কোর অভিজাতদের ওপর বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া রাশিয়ার মূল শিল্প এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  যুক্তরাজ্যের নতুন আরোপিত নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন পুতিনের দুই প্রাপ্তবয়স্ক মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভা। এছাড়া রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মেয়ে সের্গেইভনা ভিনোকুরোভা রয়েছেন নিষেধাজ্ঞার তালিকায়। এই তিনজনের বিরুদ্ধে আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতে বলেন, আমাদের নজিরবিহীন নিষেধাজ্ঞা প্যাকেজ আঘাত করছে অভিজাত এবং তাদের পরিবারকে। এতে রুশ অর্থনীতির যেভাবে অবনতি হচ্ছে তা সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশি

Fugitive Vice Chairman and BNP leader Shahnaz in Bholahat contractor case

ভোলাহাটে ঠিকাদার মামলায় পলাতক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহনাজ   চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মহানন্দা নদীর ডানতীর প্রকল্পের কাজ কে কেন্দ্র করে চাঁদাবাজির মামলায় ভোলাহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ পলাতক রয়েছেন। এ ঘটনায় পুলিশ তাকে ধরতে তৎপরতা বাড়িয়েছে। তবে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক রয়েছেন।  ঠিকাদার আকবর খান সোহেল চাঁপাইনবাবগঞ্জের আদালতে এ মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে প্রকাশ, প্রকল্পের কাজ শুরু থেকেই মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন ঠিকাদারকে বিভিন্ন অনিয়ম দুর্নীতি অভিযোগ এনে হয়রানি ও টাকার দাবি করতে থাকেন। এক পর্যায়ে ১টি মোটর সাইকেল দাবি করলে ঠিকাদারি প্রতিষ্ঠান তা দিতে অস্বীকৃতি জানান।  এ ঘটনায় তিনি পেটোয়া বাহিনী দিয়ে প্রকল্পে কর্মরত শ্রমিকদের ভয়ভীতি, হুমকি ধামকি অব্যাহত রাখেন। বিষয়টি উর্ধ্বতন মহল অবগত হলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এমনকি এ বিষয়ে দুই পক্ষকে মুখোমুখি করা হলে কোনো দুর্নীতি পায়নি বলে পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী আব্দুর রহমান জানান।  এদিকে ভাইস চেয়ারম্যানের পেটোয়া বাহিনী ঠিকাদার আকবর কে মারত

One person was killed and three others were injured when a brick-laden trolley lost control and overturned at Gomstapur.

গোমস্তাপুরে ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্চাঁজ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সাকোর নীচে পড়ে গোলাম রাব্বানী(১৭) নামে একজন নিহত ও ৩ আরোহী আহত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের খাড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বানী ওই ইউনিয়নের কলকলিয়া গ্রামের কবির আলী ছেলে। আহতরা হলেন একই এলাকার মজিবুর রহমানের ছেলে বাশার (১২), মতিউর রহমানের ছেলে মামলত (২৬) ও হামিদুর (২০)।  গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, শনিবার সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের খাড়িপাড়া এলাকায় ইট বোঝাই টলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ইটের নিচে চাপা পড়ে রাব্বানী নিহত হয়। স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Human chain in protest of planned arrest of Subas in Shibganj

 শিবগঞ্জে সুবাসকে পরিকল্পিত গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন আমার স্বামী পরিচ্ছন্ন কর্মীর কাজ করে সংসার চালায়। সে নির্দোষ। সে কোনদিনই অস্ত্রের ব্যবসার জড়িত ছিল না, এখনো নেই। অস্ত্র ব্যবসা কি তা সে জানেই না। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্র দিয়ে র‌্যাবের হাতে আটক করানো হয়েছে।  আমার সংসারে তিনজন ছেলে মেয়ে। অতি কষ্টের সংসার আমাদের। তারপর আবার মরার উপর খাঁড়ার ঘা এর মত আমার স্বামীকে র‌্যাব আট করে জেল হাজতে পাঠানো হয়েছে। যার পরিনতিতে আমার সন্তান নিয়ে আমিএকেবারে অসহায় হয়ে পড়েছি।  শনিবার (২ এপিল) বিকালে শিবগঞ্জ থানা মোড়ে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার ব্যানারে বানবন্ধনে কান্না জড়িত কন্ঠে কথা বললো র‌্যাবের হাতে গত ২৭ মার্চ আটককৃত শ্রী সুবাস ভগতের স্ত্রী ববি ভগত।  এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ উপজেলা শাখার সম্পাদিকা শ্রাবণী ভকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা শাখার সভাপতি শ্র্র্র্রী ফাষ্টো ভকত, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি শ্র্রা মতিন ভগত, জেলা হরিজন যুব কমিটির সভাপতি শ্র্রী মিতু ভগত, উপজেলা শাখার সভাপতি শ্রী মানিক ভগত, সহ-সভাপতি শ্রী সাগর ভগত উপজেলা ডোম স

Spinach First, Many Russians Now Rally Behind Putin's Invasion

  পালং শাক প্রথমে, অনেক রাশিয়ান এখন পুতিনের আক্রমণের পিছনে সমাবেশ করেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একজন আইনপ্রণেতার কাছে যুদ্ধবিরোধী চিঠির স্রোত শুকিয়ে গেছে। কিছু রাশিয়ান যারা ক্রেমলিনের সমালোচনা করেছিল তারা যুদ্ধের জন্য চিয়ারলিডারে পরিণত হয়েছে। যারা প্রকাশ্যে এটির বিরোধিতা করেন তারা তাদের অ্যাপার্টমেন্টের দরজায় "বিশ্বাসঘাতক" শব্দটি স্ক্রোল করা খুঁজে পেয়েছেন। ইউক্রেনে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আক্রমণের পাঁচ সপ্তাহের মধ্যে, এমন লক্ষণ রয়েছে যে রাশিয়ান জনসাধারণের প্রাথমিক ধাক্কা তাদের সৈন্যদের সমর্থন এবং পশ্চিমের প্রতি ক্রোধের মিশ্রণের পথ দিয়েছে। টেলিভিশনে, বিনোদনমূলক অনুষ্ঠানগুলি প্রচারের অতিরিক্ত সাহায্যের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যার ফলে ইউক্রেন এবং আমেরিকান-অর্থায়নে ইউক্রেনীয় জৈব অস্ত্র পরীক্ষাগারগুলি পরিচালনাকারী "নাৎসি" সম্পর্কে মিথ্যাচারের একটি চব্বিশ ঘন্টা বাধা সৃষ্টি হয়েছে। পোল এবং সাক্ষাত্কারগুলি দেখায় যে অনেক রাশিয়ান এখন পুতিনের এই যুক্তিকে স্বীকার করে যে তাদের দেশ পশ্চিমের কাছ থেকে অবরুদ্ধ এবং আক্রমণ করা ছাড়া তাদের কোন উপায় ছিল না।

The beginning of politics and the politics of Jamaat has been banned twice in this subcontinent country! Jamaat did not want any separate country for Muslims! Know briefly!

রাজনীতির সূচনা এবং এই উপমহা দেশে দু"বার জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়!জামায়াত মুসলমানদের জন্য আলাদা কোন দেশ চায়নি! সংক্ষিপ্ত জানুন!      ব্যাখ্যাঃ ইতিহাস বলছে, জামায়াত এই উপমহা দেশে ইতিমধ্যে দু'বার নিষিদ্ধ হয়েছে একবার পাকিস্তানে, আরেক বার বাংলাদেশে৷ জামায়াতের রাজনীতির সূচনা হয়েছিল ১৯৪১ সালে অবিভক্ত ভারতে সে বছরই জামায়াতে ইসলামী হিন্দ নামে একটি দল প্রতিষ্ঠা করেন সাইয়েদ আবুল আলা মওদুদী৷ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারত থেকে পাকি স্তান নামের রাষ্ট্রটির উদ্ভব প্রক্রিয়া শুরু হয়, তখন সেই পক্রিয়ার বিরোধিতাই করেছে জামায়াতে ইসলামী হিন্দ।অর্থাৎ জামায়াত তখন মুসল মানদের জন্য আলাদা কোনো দেশ চায়নি৷ কিন্তু দেশভাগের পর পাকিস্তানেই চলে যান জামায়াতের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদী৷ পাকিস্তান প্রতিষ্ঠার এক বছরের মধ্যে, অর্থাৎ ১৯৪৮ সালে তিনি ইসলামী সংবিধান ও ইসলামী সরকার প্রতিষ্ঠার জন্য প্রচারণা শুরু করেন৷ অল্প দিনের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হয়৷ কিন্তু ১৯৪৮ সালের ২২ সেপ্টেম্বর মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যু বরণ করায় হঠাৎ করেই উল্টো পথ ধরে পাকিস্তানের রাজনীতি৷ যে দেশ মওদুদীকে গ্রেপ্