Skip to main content

Posts

Showing posts from February, 2022

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

1 drug dealer arrested with 865 grams of heroin

৮৬৫ গ্রাম হেরোইন নিয়ে আটক ১ মাদক ব্যবসায়ী  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রনী ভুমিকা পালন করে আসছে।  র‌্যাব  হেরোইন ও অস্ত্র বিরুদ্ধে অুভযান চালিয়ে সিপিসি-১ চাঁপািইনবাবগঞ্জ ক্যাম্প , র‌্যাব-৫ রাজশাহীর ১টি অপরেশন দল অদ্য ২৬ ফেব্রুয়ারী ২০২২ ইং তারিখ ০১.৪০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১৫নং নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে র কমলাকান্তপুর বিশ্বাস পাড়া গ্রামের জনৈক মোঃ একামুল হকের আধাপাকা একচালা বসত ঘরের ভিতর ধৃত আসামীর শয়ন কক্ষে বিছানার নীচ থেকে কোম্পানী অধীনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে (ক) হেরোইন ৮৬৫ গ্রাম সহ আসামী ১। মোঃ শান্ত আলী (২৪), পিতা- মোঃ একরামুল হক, গ্রামঃ কমলাকান্তপুর, পোঃ রাণীহাটি, উপজেলাঃ শিবগঞ্জ, জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করে। উক্ত ঘটনায়  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় ১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।   বিশেষঃ দ্রষ্টব্যঃ স্মারক নং- ৭২৬/মিডিয়া/অপস্, তারিখঃ ২৬ফ্রে-২০২২ খ্রিঃ

Matikata continues at the tip of the nose of the administration of Ghorapakhia of Chapainawabganj

শিবগঞ্জ উপজেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়  চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাখিয়া এর প্রশাসনের নাকের ডগায় মাটিকাটা অব্যাহত   মোঃ হারুন-অর-রশীদ, শিবগঞ্জ উপজেলা সংবাদদাতাঃ   চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মার দুর্গম চর থেকে প্রশাসনের নাকের ডগায় মাটিকাটা অব্যাহত থাকলেও প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়। এলাকাবাসীর অভিযোগ কয়েক বছর আগে আগ্রাসী পদ্মা নদীর ভাঙ্গন রোধে বামতীর সংরক্ষণ প্রকল্প গড়ে ওঠা ৫ নাম্বার স্পার বাঁধের উপর দিয়ে বিকট শব্দে চলাচল করছে মাটি ভর্তি ট্রাক্টর। এক ঘণ্টায় অন্তত ৩০ টি মাটি ভর্তি ট্রাক্টর আসতে দেখা গেছে। অনুসন্ধানে দেখা গেছে, শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মার দুর্গম চর থেকে মাটি কাটছে দুটি এক্সকাভেটর। মাটি নিয়ে আসছে ট্রাক্টরের করে। সেখানে ৩০ থেকে ৩২টি ট্রাক্টর মাঠে আনানেয়া করছে। প্রতিটি ট্রাক্টর ৫ নাম্বার বাঁধের স্পারের উপর দিয়ে যাচ্ছে পাশের ইটভাটায়। পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা পদ্মা-১, পদ্মা-২ সুন্দরপুর ইউনিয়ন গড়ে ওঠা নোভা, হিরো, য়োজ সহ বিভিন্ন ইটভাটায় এসব মাটি বিক্রি হচ্ছে। মাটিগুলো স্টক করে রাখা হচ্ছে ইটভাটায। স্থানীয় সূত্র

Amnura train land

অকাঠামোগত সুবিধা বিপুল পরিমাণ জমি ও নির্মাণ কম খরচ  চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় হচ্ছে রেলবন্দর মোহাঃ হারুন  অর-রশীদ শিবগঞ্জঃ সকল জল্পনা কল্পনা শেষে তিনটি সংস্থার সমীক্ষায় অবকাঠামোগত সুবিধা বিপুল পরিমাণ রেলের জমি ও খরচ বিবেচনায় এনে রেল রেল বন্দরটি  হতে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আমনুরায়। রেলবন্দরের পক্ষে রেল কাস্টম, ইমিগ্রেশন বিভাগ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওদুদের ঐকান্তিক প্রচেষ্টার এর শুভ সংবাদ। জানা গেছে ব্রিটিস্  আমলে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে গোদাগাড়ী ঘাট, আমনুরা, রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ, মালদা মিটারগেজ  চালু কর ব্রাঞ্চ কাটিহার ব্রাঞ্চ রেলওয় এর অধীনে ছিল। শিয়ালদহ থেকে লালগোলা ঘাট ব্রডগেজ ট্রেন এসে রেলফেরি ঘাট পার হয়ে পদ্মার উত্তর পাড়ে গোদাগাড়ী ঘাটে অপেক্ষামান মিটারগেজ ট্রেনে চড়ে মালদা, কাটিহার, শিলিগুড়ি ও উত্তরবঙ্গ যেত এ পথের যাত্রীরা।  ১৯৪৭ সালে দেশ বিভাগের পর রাজশাহী গোদাগাড়ী ঘাট, আমনুরা, রহনপুর মিটারগেজ সেকশন ছোট মিটারগেজ এ পরিণত হয়। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ ২৩.৩৩ কিলোমিটার মিটারগেজ তুলে ফেলেন। ১৯৮০ সালে  রেলওয়ে রহনপুর স্টেশন থেকে সিঙ্গাবাদ এর

Sub- Rezister shibganj

  PuvcvBbeveM‡Äi wkeMÄ mve-‡iwRóªv‡ii m‡½ I `wjj †jLK‡`i Ø›` 33 w`b a‡i Kjg weiwZ Rb `y‡fv©M Pi‡g PuvcvBbeveMÄ cÖwZwbwa t PuvcvBbeveMÄ wkeMÄ Dc‡Rjvq mve-‡iwRóªvi I `wjj †jLK‡`i ؇›`i ‡Ri a‡i MZ 33 w`b hver Rwg †iwRwóªi KvR e›` I Kjg weiwZ Ae¨vnZ i‡q‡Q| G‡Z Rwg †iwRwóª Ki‡Z Avmv RbM‡bi `y‡fv©M Pi‡g †cŠ‡P‡Q, G‡Z KZ©„c‡ÿi †Kvb gv_v e¨_v †bB| G NUbvB 2 cÿ GKvwaKevi em‡jI †Kvb myivnv nqwb, cvkvcvwk 2 cÿB GK Aci‡K `vqx Ki‡Qb| Awf‡hv‡M cÖKvk wkeMÄ Dc‡Rjv mve-‡iwRóªvi †gvt BDmyd Avjx, Awdm mnKvix †gvt Avj-gvgyb I †gvnivi †gvt †mwjg †iRvmn 3 R‡bi Acmvi‡bi `vex K‡i‡Qb wkeMÄ `wjj †jLK †bZ…e„›` Ges MZ 6 †deªæqvix †_‡K Kjg weiwZ AenZ †i‡L‡Q| Rwg †iwRwóª Ki‡Z Avmv †gvt mwdKzj Bmjvg Rvbvb, mve-‡iwRóªvi I `wjj †jLK‡`i ؇›`i Kvi‡b AvR‡KI Rwg †iwRwóª Ki‡Z cvijvg bv| Avgv‡`i `y‡f©vM †`Lvi †KD bvB| wkeMÄ `wjj †jLK mwgwZi mfvcwZ †gvt †ZvRv‡¤§j nK Rvbvb, wkeMÄ Dc‡Rjv mve-‡iwRóªvi,Awdm mnKvix I †gvnivi †gvt †mwjg †iRv Rwg †iwRwóª Ki‡Z Avmv `wjj †jLK‡`i mv‡_ Amv`vPib, ewn¯‹v‡ii ûgwK Ges Rwg †iwRwóª Ki‡Z Avmv