Skip to main content

Posts

Showing posts from October, 2023

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

EU will give 100 million Euros to Bangladesh

  বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তা দেবে ইইউ বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার জন্য উভয় পক্ষ সম্মত হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশকে প্রায় ১০০ কোটি ইউরো (প্রায় ১০ হাজার কোটি টাকা) সহযোগিতা দেবে ইইউ। নতুন সহযোগিতার বড় ক্ষেত্র হবে জলবায়ু পরিবর্তন এবং কানেক্টিভিটি—যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেগুলো সমাধানের জন্য ইইউ থেকে প্রযুক্তি সহায়তা চায় বাংলাদেশ। এছাড়া দুদেশের সম্পর্ককে কৌশলগত স্তরে নিতেও উভয় পক্ষ কাজ করবে। বুধবার (২৫ অক্টোবর) ব্রাসেলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ভন ডার উরসুলার মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দুই নেতা যৌথ বিবৃতি প্রদান করেন। এর আগে প্রথম গ্লোবাল গেটওয়ে ফোরামের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রাসেলস পৌছান শেখ হাসিনা। ‘আমরা এমন অংশীদারিত্বের কথা চিন্তা করছি, যেখানে কৌশলগত উপাদান থাকবে বৈঠকে একথা বলেন শেখ হাসিনা।’ ভন ডার উরসুলার বলেন, ‘আমাদের সম্পর্কের নতুন চ্যাপ্টার খুব ভালোভাবে শুরু হয়েছে।’ যেসব বিষয়ে আলোচনা দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতার মধ্য

Farewell tune of Goddess Durga in Rajshahi city, Idol abandonment begins

  রাজশাহী নগরীতে দেবী দুর্গার বিদায়ের সুর, শুরু প্রতিমা বিসর্জন রাজশাহী মহানগরীর পদ্মা নদীর বড়কুঠি, মুন্নুজান ঘাট ও মুক্তমঞ্চ ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। এই বিজর্সজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।  সনাতন ধর্মে লোকেরা ভারাক্রান্ত মন, চোখে শ্রদ্ধার জলরাশি নিয়ে মা আনন্দময়ীকে বিদায় জানাচ্ছেন। প্রতীমা বিসর্জনে ঘাটগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।  দশমীর বিহিত পূজা ও সিঁদুর খেলা শেষে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর থেকে মাকে বিদায় জানানো হচ্ছে। এ বছর রাজশাহীতে ৪৬৮টি মণ্ডপে পূজার আয়োজন করা। প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় অর্ধশত ঘাট।

Trump fined five thousand dollars, sent to prison

 ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা, কারাগারে পাঠানোর হুঁশিয়ারি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির মামলার বিচারকাজ চলমান থাকায় আদালতের নির্দেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেন। গ্যাগ অর্ডার অনুযায়ী, আদালতের কোনো কর্মীকে নিয়ে কথা বলতে পারবেন না তিনি।  আদালত অবমাননায় শুক্রবার (২০ অক্টোবর) ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা করেন নিউ ইয়র্কের বিচারক আর্থার এনগোরোন। এ আদালতেই বিচারকাজ চলছে ট্রাম্পের বিরুদ্ধে।  নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অ্যালিস গ্রিনফিল্ড নামে বিচার বিভাগীয় এক কর্মীকে হেনস্তা করে গত ৩ অক্টোবর আপত্তিকর পোস্টার প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গ্রিনফিল্ডের সঙ্গে চাক শু’র ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।   আপত্তিকর ওই পোস্টটি প্রকাশের পর বিচারক এনগোরোন ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। একইসাথে ওই পোস্টটি দ্রুত সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন তিনি। এরপর ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়।  কিন্তু তার প্রচারণামূলক সাইটে পোস্টটি রয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি সরিয়ে নেন। শুক্রবার (২০ অক্টোবর) কোর্টরুমে বিচারক বলেছেন, সাবেক প্রেসেডেন্ট ট্রাম্প আদালতের এক কর্

British Bangladeshi Mansoor Ahmed won the House of Lords Community Award in the UK

  যুক্তরাজ্যে হাউস অফ লর্ডস কমিউনিটি অ্যাওয়ার্ড অর্জন করলেন ব্রিটিশ বাংলাদেশি মনসুর আহমদ ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণে অসামান্য অবদানের জন্য হাউস অফ লর্ডস ব্রিটিশ কমিউনিটি অনার্স অ্যাওয়ার্ড অর্জন করলেন ব্রিটেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও অসংখ্য মর্যাদাপূর্ণ স্বীকৃতির ধারক ব্রিটিশ বাংলাদেশি মনসুর আহমদ।  যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা-দক্ষিণ এশিয়া ও জাতিসংঘ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ শুক্রবার (২০ শে অক্টোবর) ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ লর্ডস এ অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উদ্ভোধনী বক্তব্য রাখেন এবং যুক্তরাজ্যের কমিউনিটি পর্যায়ে একজন সক্রিয়, নিবেদিত ও অনুপ্রেণামূলক স্বেচ্ছাসেবী হিসেবে মনসুর আহমদ প্রায় ১৭ বছর যাবৎ মানবসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে প্রশংসনীয় অবদান রেখে আসছেন ও ব্রিটিশ সমাজে কমিউনিটির সংহতি ও একত্রীকরণের উদ্দেশ্যে যোগাযোগ রক্ষা, ফুড ব্যাঙ্ক ও হাব এ খাদ্য-সামগ্রী সংগ্রহ, বিতরণ, সমন্বয় ও সংযোগ স্থাপন, কমিউনিটির স্কুল সমূহের শিক্ষা ক্ষেত্রে ভূমিকা, স্থানীয় প্রশাসনে সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নসহ সমাজের বিভিন্ন গঠ

Rocket attack on US military base in Iraq

  ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের সেনারা থাকেন।  ঘাঁটির ভেতরে ২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, ইরাকের সামরিক বাহিনি ঘাঁটির চারপাশের এলাকা বন্ধ করে দেয়ার পাশাপাশি তল্লাশি অভিযান শুরু করেছে। তবে ওই হামলায় হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।  বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইরাকি পুলিশ জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরো একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। সেখানেও মার্কিন সেনারা রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ৪ বার ইরাকের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এর সবগুলোতেই মার্কিন সেনা রয়েছে। তথ্যসূত্র: জাগোনিউজ

Bangladesh in the group stage of World Cup qualifiers

  বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স মন ভরাতে পারছে না। তবে বিশ্বকাপ বাছাইয়ের প্রাক বাছাই পর্বে ঠিকই মান রেখেছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপকে ফিরতি লেগে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে খেলার সুযোগ। প্লে অফ পর্বের হোম ম্যাচে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। প্রথমার্ধে মালদ্বীপের বিপক্ষে আগে গোল পেলেও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। শুরুতে রাকিব হোসেন গোল করেছিলেন।  তার পর বিরতির আগে সমতায় ফেরে মালদ্বীপ। বিরতির পর ফাহিমের গোলেই পূরণ হয় মূল বাছাই পর্বে খেলার স্বপ্ন। তাতে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের পর আবারও ঘরে মাঠে মালদ্বীপকে বধ করলো বাংলাদেশ। ঢাকার ম্যাচ জিতে বাংলাদেশ দল এখন আগামী এক বছর নির্ভার।  বিশ্বকাপ বাছাইয়ে পরের পর্বে গ্রুপ আই-তে এখন ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাদের গ্রুপে আছে ফিলিস্তিন, লেবানন ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটি হতে যাচ্ছে ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ হাভিয়ের কাবরেরা সাদের ওপর ভরসা রেখে একাদশ ঘোষণা করেছিলেন। সাদ একাদশে ঢুকলে কপাল পুড়ে ডিফেন্

Biden is going to visit Israel on Wednesday

  ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন।  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানান। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বলেছেন, এ সফরের মধ্য দিয়ে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রকাশ পাবে।  এছাড়া চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যও এ সফরে যাচ্ছেন বাইডেন। বাইডেন ইসরায়েল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন।  সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, চলমান সংঘাতের মধ্যে বাইডেনের সফর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠেছে।  এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সিদ্ধান্ত হালকাভাবে নেয়া হয়নি, যদিও এটি খুব সংক্ষিপ্ত সফর।  জর্ডানের আম্মানে যাওয়ার আগে বাইডেন তেল আবিব সফর করবেন। ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র হ

Biden's phone conversation with Abbas and Netanyahu

আব্বাস ও নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনালাপ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েরেলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, বাইডেন ইসরায়েলের জন্য অব্যাহত মার্কিন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। সে সঙ্গে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার ওপর জোর দিয়েছেন।  বাইডেন জানান, বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার বিষয়ে জাতিসংঘ এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র সমন্বয় করছে। হোয়াইট হাউসের তথ্যমতে, বাইডেন বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সব প্রচেষ্টায় তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। এক সপ্তা আগে ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার পর শনিবারই প্রথম ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসকে ফোন করেন বাইডেন।  তিনি গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের জরুরি মানবিক সহায়তা পাঠানোর জন্য সহযোগিতা করার আশ্বাস দেন । হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন সংঘাত ছড়িয়ে পড়া রোধে অংশিদারদের সাথে সমন্বয় করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিশদ বিবরণ ফোনালাপে দিয়েছেন।  দুই নেতা পশ্চিম তীরসহ পুরো

UNICEF calls for an immediate ceasefire in Gaza

  ইউনিসেফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় টানা ছয় দিন ধরে বোমাবর্ষণ এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন থাকায় মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।  শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ইউনিসেফ-এর প্রধান নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ‘এ মুহূর্তে গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই। অনেক বেসামরিক মানুষ হাসপাতাল ও স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন। অনেক স্কুল বোমার আঘাতে ধ্বংসও হয়ে গেছে।’  তিনি বলেন, গাজায় এখন প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি বিপন্ন অবস্থায় আছে শিশুরা। নিরবিচ্ছিন্ন হামলা থেকে এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।  দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি শেষে ৭ অক্টোবর শনিবার সকালে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ক্রসিঙে বেড়া গুঁড়িয়ে দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা। তার আগে ভোররাত থেকে ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তিন হাজারেরও বেশি গ্রেনেড ছুড়েছিল হামাস।  এই হামলার শুরুতে খানিকটা অপ্রস্তুত থাকলেও অল্প সময়ের মধ্য তা ক

Food, water and fuel are cut off in Gaza until the prisoners are released

  বন্দিদের ছেড়ে না দেওয়া পর্যন্ত গাজায় খাবার-পানি-জ্বালানি বন্ধ ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের কাছে থাকা বন্দিদের মুক্তি না হওয়া পর্যন্ত গাজা উপত্যকার সব সুবিধা বন্ধ থাকবে বলে হুমকি দেয় ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাটজ।তিনি বলেছেন, হামাস সমস্ত বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও জ্বালানি বা মানবিক সহায়তাসহ কোনো মৌলিক সংস্থানের অনুমতি দেওয়া হবে না।খবর আল জাজিরার। হুমকির এ বাণী ইসরায়েল কাটজ দিয়েছেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে। পোস্টে তিনি লেখেন- গাজায় মানবিক সাহায্য? অপহৃত ইসরায়েলিকরা বাড়ি ফিরে না আসা পর্যন্ত পানির কোনো কল খোলা হবে না, কোনো বৈদ্যুতিক সুইচ চালু করা হবে না এবং কোনো জ্বালানি ট্রাক প্রবেশ করবে না।ইসরায়েল সরবরাহ বন্ধ করে দেওয়ায় ভয়াবহ পানি সংকটের মুখোমুখি হয়েছে গাজার অন্তত সাড়ে ৬ লাখ মানুষ।  এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবিক কার্যালয় বলছে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের কারণে গত শনিবার থেকে ১ হাজার ঘর-বাড়ি ভেঙে পড়েছে। এ অঞ্চলে অনেকেই পানি, জ্বালানি ও চিকিৎসা সেবা সরবরাহে মারাত্মক সংকটের সম্মুখীন।  জাতিসংঘের মানবিক কার্যালয় আরও বলছে, হামলার ঘটন

More than 137,000 people are in UN shelters in Gaza

  গাজায় 137,000 এরও বেশি মানুষ জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে রয়েছে ইসরায়েলের আক্রমণ থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে গাজা উপত্যকায় জাতিসংঘের জরুরি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।  ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি’ (ইউএনআরডব্লিউএ) সোমবার জানিয়েছে, ৮৩টি স্কুলকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। স্কুলের চেয়ার-টেবিল সরিয়ে বিছানা পাতা হয়েছে। আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতার ৯০ শতাংশই ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।  সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের আশ্রয় নেয়া জাতিসংঘের একটি স্কুল সরাসরি ইসরায়েলি হামলায় শিকার হয়েছে। এর বেশি কিছু জানাতে পারেনি ইউএনআরডব্লিউএ।  ওই আক্রমণের সময় স্কুলটিতে কতজন ছিলেন, সেটিও জানা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউএনআরডব্লিউএ লিখেছে অব্যাহত আক্রমণের মুখে বাধ্য হয়ে ১৪টি খাদ্যসামগ্রী বিতরণ কেন্দ্র বন্ধ করা হয়েছে। এরফলে ৫ লাখ মানুষের খাদ্য সহায়তা পাওয়ার পথ বন্ধ হয়েছে।  শনিবার (৭ অক্টোবর) ভোরে ফিলিস্তিনি সশস্ত্র হামাসের আকস্মিক হামলায় স্তম্ভিত হয়ে যায় ইসরায়েল। এরপর পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনি। পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের

Prime Minister Sheikh Hasina reiterated her promise to hold free and fair elections

  অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী ডায়না জান্স সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।  বৈঠক শেষে শেখ হাসিনাকে উদ্ধৃত করে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ।  সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, সুইডিশ প্রতিমন্ত্রী এ কথা উল্লেখ করেছেন বলে করিম জানিয়েছেন।- বাসস

Earthquakes in Afghanistan are increasing the casualties

 আফগানিস্তানে ভূমিকম্পে হতাহত বেড়েই চলেছে আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে হতাহতের সংখ্যা বাড়ছে। রোববার (৮ অক্টোবর) দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মৃতের সংখ্যা ২০৫৩ বলে জানিয়েছে। এর আগে রেড ক্রিসেন্টের মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই রাতে মৃতের সংখ্যা ৫০০ বলে জানিয়েছিল বার্তা সংস্থাটি।  শনিবারের ওই ভূমিকম্পে ৯২৪০ জন আহত এবং ১৩২৯টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে আফগান দুর্যোগ মন্ত্রণালয়। হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।  কয়েকবার কম্পনের ফলে গোটা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। শুরুতে সংবাদমাধ্যমে ১৫ জন নিহতের খবর আসলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।  যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পটির উৎপত্তি হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পরাঘাত হয়েছে। এসব পরাঘাত প্রায় ঘণ্টাখানেক ধরে চলে।  আফগানিস্তানে

Iran fired missiles from the drone and destroyed the drone

  ইরান ড্রোন থেকে মিসাইল ছুড়ে ড্রোন ধ্বংস করল ইরান প্রথমবারের মতো ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে ড্রোন ধ্বংস করেছে। দু’দিন ধরে অনুষ্ঠিত মহড়ায় আকাশপথে যুদ্ধের নানা কৌশল প্রদর্শনের সময় সেখানেই ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আরেকটি ড্রোনকে ধ্বংস করে দেয়া হয়।  এর মধ্য দিয়ে এবারই প্রথম ইরানে ড্রোন থেকে হামলা চালিয়ে অন্য একটি ড্রোন ধ্বংস করা সম্ভব হলো। বুধবার (৪ অক্টোবর) ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফোর্সের কমান্ডার জানিয়েছেন, নিজের দেশে তৈরি একটি ড্রোন সফলভাবে প্রথমবারের মতো আকাশ যুদ্ধের মিশন পরিচালনা করেছে।  এতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্য একটি ড্রোনকে হামলা বা ধ্বংস করা হয়।  ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা সাবাহি-ফার্ড বুধবার বলেছেন, ‘আকাশযুদ্ধের মহড়াকালে একটি ড্রোন ক্ষেপণাস্ত্র দিয়ে অন্য একটি ড্রোনকে লক্ষ্যবস্তু করে।  এটি দেশে প্রথমবারের মতো করা হয়েছে এবং আমরা লক্ষ্যবস্তুকৃত ড্রোনটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছি।’  এই ব্রিগেডিয়ার জেনারেলের দাবি, বিশ্বে আর মাত্র দুটি দেশ এই অত্যাধুনিক এবং অত্যন্ত জটিল অভিযান পরিচাল

Customers will get electricity from Rooppur in 2025

2025 সালে রূপপুর থেকে গ্রাহকরা বিদ্যুৎ পাবেন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে শুরু হচ্ছে। তবে এই ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শুরুতে। গ্রাহকরা ২০২৫ সালে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে শুরু করবে বলে আশাবাদী। বুধবার (৪ অক্টোবর) প্রকল্প পরিদর্শনে এসে ব্রিফিংয়ে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এসব তথ্য জানিয়ে বলেন, আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। এর প্রায় ১০ মাস পর বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। প্রকল্পের অগ্রগতির বিষয়ে শৌকত আকবর জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সামগ্রিক কাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।  দ্বিতীয় ইউনিটের কাজের অগ্রগতি হয়েছে ৭০ শতাংশ। তবে প্রকল্পের কাজ যেভাবে এগিয়েছে, সেভাবে এগোয়নি সঞ্চালন লাইনের কাজ। গ্রিড লাইন নির্মাণে সব মন্ত্রণালয় কাজ করছে, বিষয়টি কো-অর্ডিনেট করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি আরও জানান, নিউক্লিয়ার জ্বালানি আসার পরই রূপপুর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এখন নিউক্লিয়ার ক্ল

Three scientists won the Nobel Prize in Physics for the study of electron dynamics

ইলেকট্রন গতিবিদ্যা গবেষণায় পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী পদার্থবিজ্ঞানে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন, পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেঙ্ক ক্রাউস, অ্যান ল’হুইলিয়ার। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস পুরস্কারের জন্য তাদের তিনজনের নাম ঘোষণা করে। মঙ্গলবার সুইডেনের রাজধানী স্টকহোমে পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  আগের দিন সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেলবিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ বছর চিকিৎসায় দুই বিজ্ঞানী নোবেল পেয়েছেন। তারা হলেন, কাটালিন কারিকো ও ড্রু ওয়েইসম্যান। টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি নিয়ে গবেষণা করে তারা নোবেল পেলেন।  পদার্থের ইলেকট্রন গতিবিদ্যা গবেষণার জন্য আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন তৈরি করে, এমন পরীক্ষামূলক পদ্ধতির জন্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করে। খবর আল জাজিরা। বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার স্টকহোমে যথাক্রমে রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর ৯ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।  ১৮৯৫ সালে সুইডিশ উদ্ভাবক এবং সমাজসেবী আলফ্রেড নোবেলের উইলের মাধ

10 illegal immigrants killed in truck overturn in Mexico

  মেক্সিকোতে ট্রাক উল্টে ১০ অবৈধ অভিবাসী নিহত মেক্সিকোতে কার্গো ট্রাক উল্টে দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অবৈধ অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।  গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। নিহতদের সবাই কিউবান নারী বলেও নিশ্চিত করেছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা। দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।  প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর এই রাস্তাটি অবৈধ অভিবাসীরা প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টায় ব্যবহার করে থাকে।  কিছুদিন আগে একই প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে দুই অভিবাসী নিহত হয়।  এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে দুর্ঘটনা কবলিত হয়ে ৫৬ জন মারা গেছে।  তথ্যসূত্র: বাংলানিউজ