Skip to main content

Posts

Showing posts from March, 2023

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

Reforms to Germany's immigration policy will allow thousands of workers to leave

  জার্মানির অভিবাসন নীতিতে সংস্কার, যেতে পারবে হাজার হাজার কর্মী ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। কিন্তু গত কয়েক বছর ধরে দেশটিতে শ্রমিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। তাই ইউরোপীয় ইউনিয়নের বাইর থেকে কর্মী নিতে নতুন আইন করছে দেশটি এরই মধ্যে আইনের খসড়া প্রকাশ করা হয়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের। জার্মানির শ্রমমন্ত্রী হুবার্ট হেইল বলেছেন, দক্ষ শ্রমিকের ব্যবস্থা করা জার্মানির আগামী বছরগুলোর জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক কাজগুলোর মধ্যে একটি। নতুন খসড়া মন্ত্রিসভায় পাস হওয়ার পর অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার এক টুইট বার্তায় জানান, আমরা অভিবাসন নীতিতে একটি নতুন সূচনার ভিত্তি স্থাপন করছি। একজন দক্ষ কর্মী হিসাবে অর্থনৈতিক সাফল্যে অবদান রাখতে পারেন এমন লোককে স্বাগত জানাই। রয়টার্সের এক প্রতিবেদনের বলা হয়েছে, নতুন সংস্কারের ফলে ইউরোপের বাইর থেকে কর্মীর সংখ্যা বাড়বে। বছরে এই সংখ্যা হতে পারে ৬০ হাজার। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, যদি কেউ পেশাগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত সম্ভাবনা নিয়ে আসে, তাহলে আমরা তাদের জন্য শ্রমবাজারে পা রাখা সহজ করবো। নতুন সংস্কার অনুযায়ী বিদেশি কর্মীরা তিন

Protest-violence is not stopping, the French government is stubborn about the pension bill

  বিক্ষোভ-সহিংসতা থামছেই না, পেনশন বিল নিয়ে অনড় ফ্রান্সের সরকার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার অজনপ্রিয় পেনশন সংস্কার বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভকারীদের ময়লার বাক্সে আগুন ও প্রজেক্টাইল ছোড়ার পাল্টায় পুলিশও লাঠিচার্জ করেছে, ছুড়েছে কাঁদুনে গ্যাস।  মঙ্গলবার রেন, বোহদ্যু, টুলুসের মতো একাধিক শহরের সমাবেশ থেকেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, নঁতে শহরে একটি ব্যাংকের শাখায় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পেনশন বিল নিয়ে জনঅসন্তোষ ম্যাঁক্রোবিরোধী বিস্তৃত মনোভাব বিকশিত করলেও গত সপ্তাহের তুলনায় মঙ্গলবার ফ্রান্সজুড়ে তুলনামূলক কম সংঘর্ষ হয়েছে, বেশিরভাগ সমাবেশই মোটাদাগে শান্তিপূর্ণ ছিল। তবে বিএফএম টিভির লাইভ ফুটেজে প্যারিসে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের পর এক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের ফুটেজ ভাইরাল হয়ে গেছে।  ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পরে মন্তব্য চাইলেও পুলিশ তাতে সাড়া দেয়নি। এর আগে মঙ্গলবার ফ্রান্সের সরকার ফের পেনশন বিল স্থগিত ও পুনর্বিবেচনায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নগুলোর দাবি প্রত্যাখ্যান করে।  যে পেনশন

Egypt will issue a five-year travel visa

  পাঁচ বছরের ভ্রমণ ভিসা দেবে মিসর ঊর্ধ্বমুখী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে আরও বেশি পর্যটক ও দর্শনার্থীদের আকর্ষণ করছে মিসর। এজন্য নতুন ভিসা ঘোষণা করেছে দেশটি। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ৫ বছরের জন্য একাধিক ভ্রমণ ভিসা দেবে মিসর। এজন্য খরচ হবে মাত্র ৭০০ ডলার। পর্যটনে রাজস্ব বাড়াতে এ প্রথম একাধিক বছরের জন্য বৈধ ভিসা অফার করছে মিসর। গত সোমবার এক সংবাদ সম্মেলনে দেশটির পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রী আহমেদ ইসা এসব তথ্য জানান। এছাড়া ৩০ দিনের ভিসা অন-অ্যারাইভাল দেশের সংখ্যা বাড়িয়েছে মিসর। এখন থেকে ১৮০টি দেশের দর্শনার্থীরা তা পাবেন। স্বল্পমেয়াদি ভিসাটি পেতে ভ্রমণকারীকে ফি পরিশোধ করতে হবে মাত্র ২৫ ডলার। চীনা ও ভারতীয় নাগরিকরাও এ সুযোগ পাবেন। ইরান, তুরস্ক, সৌদি আরবের বাসিন্দারাও সুবিধাটি নিতে পারবেন।  বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে আছেন বিনিয়োগকারীরা। মিসরে তাদের বিনিয়োগে আকৃষ্ট করতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। তথ্যসূত্র: রাইজিংবিডি

General Secretary's offensive video leaked, Rajshahi Metropolitan Awami League and allied organizations came to the field

  সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস, মাঠে নামল রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সাধারণ সম্পাদকের আপত্তিকর ভিডিও ফাঁস ইস্যুতে এবার মাঠে নামল রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। প্রথমবারের মতো সমাবেশ করে সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বহিষ্কারের দাবি করেছেন। সোমবার (২৭ মার্চ) সকালে নগরীর লক্ষ্মীপুর মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ পালিত হয়।  এতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন।  পরিচালনা করেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক। কর্মসূচিতে বক্তারা বলেন, এই ঘটনার পর কেন্দ্র কী ব্যবস্থা নিচ্ছে, সেই অপেক্ষায় তারা এত দিন বসে ছিলেন। কিন্তু কেন্দ্র কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখে তারা মাঠে নামলেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি ডাবলু সরকারের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বিবস্ত্র অবস্থায় ভিডিও কলে অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় তাকে। ডাবলু সরকার দাবি করেন, ভিড

Poland's Krakow tops the list of air pollution with a score of 211.

বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর ঢাকার ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সকালে ১৭৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।  এ তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।  আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৯টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।  ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু। পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’  অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউ এয়ারের

The Elephant Whisperers won the Oscar for Best Documentary Short

  সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রর জন্য অস্কার জিতে নিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ভারতের হয়ে প্রথম অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল গুনীত মোঙ্গা প্রযোজিত এই ছবি।  ‘হাউ টু মেজ়ার আ ইয়ার’, ‘স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট’ এর মতো ছবিকে টেক্কা দিয়ে অস্কার জিতে নিল তামিল ভাষার এই তথ্যচিত্র। ভারত থেকে এ বছর ছিল তিন-তিনটি মনোনয়ন।  এস এস রাজামৌলীর ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটিও মনোনীত সেরা গানের বিভাগে। ফিচার তথ্যচিত্র বিভাগে ছিল বাঙালি পরিচালক শৌনক সেনের ছবি ‘অল দ্যাট ব্রিদ্স’।  যদিও জিততে পারেননি শৌনক। এই জয়ের পর ইনস্টাগ্রামে গুনীত লিখেছেন, ‘‘এই জয় সব নারীর জন্য।’’ এ বছর গুনীত মোঙ্গা প্রযোজিত এবং কার্তিকি গনসালভেস পরিচালিত ‘দ্য এলিফেন্ট হুইস্পারার্স’, প্রথম কোনও ভারতীয় ছবি যা অস্কার আনল ভারতে।  তবে এই প্রথম নয়, এর আগেও বেশ কিছু ভারতীয় তথ্যচিত্র মনোনীত হয়েছিল এই বিভাগে। তবে শেষমেশ অস্কার এল দুই নারীর হাত ধরে। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে এই গল্প।  এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয়

Rubber dam under construction in Chapainawabganj Expenditure is increasing by Tk 69 crore

চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন রাবার ড্যাম: ব্যয় বাড়ছে ৬৯ কোটি টাকা দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এই জেলার মহানন্দা নদীর ওপর নির্মাণাধীন এই রাবার ড্যাম প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় ৬৯ কোটি টাকা।  সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপিতে অতিরিক্ত এই টাকা যুক্ত করা হয়েছে।  সংশ্লিষ্টদের দাবি- এই প্রকল্পটির কাজের যে পরিধি ছিলো, সেটা বেড়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিলো মাত্র ১ হেক্টর। কিন্তু কাজের পরিধি বাড়ার জন্য এখন আরও কয়েক হেক্টর জমি অধিগ্রহণ করতে হচ্ছে।  এছাড়াও প্ল্যানিং ডিজাইনে পরিবর্তন আর নির্মাণ সামগ্রীর খচর বাড়ায় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে।  পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানা গেছে, মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন রেহাইচর এলাকায় নির্মিত হচ্ছে রাবার ড্যাম। ২০২১ সালের ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু হয়।  এই প্রকল্পের আওতায় ৩৯৩ মিটার দীর্ঘ রাবার ড্যাম নির্মাণ করা হবে। পাশাপাশি খনন করা হবে ৩৬ দশমিক ০৫ কিলোমিটার নদী। প্রকল্পের শুরুতে এক হেক্টর জমি অধিগ্রহণের কথা থাকলেও পরবর্তীতে তা বেড়ে দা

Tigers team to reach the target of victory without losing a wicket first

  প্রথম কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছাতে টাইগারদের দল গত ম্যাচেই সিরিজ জয়টা নিশ্চিত করতে পারতো বাংলাদেশ, সেই সম্ভাবনার প্রায় সিংহভাগ কাজই সেরে ফেলেছিলেন ব্যাটাররা। তবে বোলারদের সামনে বড় বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।  সেদিন রেকর্ড রান করেও ফলাফল ভাগাভগি করে সন্তুষ্ট থাকতে হয়েছিল টাইগারদের। সেই সঙ্গে সিরিজ জয়ের অপেক্ষাটাও খানিকটা বেড়েছিল। একটু দীর্ঘই হয়েছে বৈকি! বৃষ্টি একটা বাড়তি সুযোগ তৈরী করে দিলেও সেটা কাজে লাগাতে পারেনি আইরিশরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে ১০ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি একটা রেকর্ডও গড়েছে টাইগাররা।  নিজেদের ওয়ানডে ইতিহাসে এবারই প্রথম কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে তামিমের দল। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ২৮ দশমিক ১ ওভারে ১০১ রানে অলআউট হয়েছিল আয়ারল্যান্ড। যেখানে সর্বোচ্চ ৩৬ রান এসেছিল ক্যাম্পারের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩২ রানে ৫ উইকেট শিকার করে দিনের সেরা বোলার তরুণ পেসার হাসান মাহমুদ। এটি তার ক্যারিয়ারেরও সেরা বোলিং ফিগার। তাছাড়া ৩টি উইকেট পেয়েছেন তাসকিন। জবাবে

Happiest Finland, Pakistan followed by Bangladesh-India

  সবচেয়ে সুখী ফিনল্যান্ড, পাকিস্তানের পেছনে বাংলাদেশ-ভারত বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ফের শীর্ষস্থান দখলে নিল ফিনল্যান্ড। পরপর ছয় বছর এই স্থান দখলে রেখেছে দেশটি। বাংলাদেশের অবস্থান ১১৮তম।  ১৩৭টি দেশের মধ্যে একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তানের নাম। জাতিসংঘের প্রকাশিত তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।  প্রতি বছর ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবসের আগে সুখী দেশের তালিকা প্রকাশ করে জাতিসংঘ। জাতিসংঘের প্রকাশিত তালিকায় প্রথম দশে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, ইসরায়েল, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্র ১৫ ও যুক্তরাজ্য ১৯ নম্বরে রয়েছে।  ভারতের অবস্থান ১২৬, আর পাকিস্তানের ১০৮। ২০২২ সালটি করোনা মহামারি, ইউক্রেন যুদ্ধ, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, জলবায়ু সমস্যায় জর্জরিত ছিল।  যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সুখী দেশের তালিকায় ৯২তম, রাশিয়া ৭০তম। এই তালিকা করতে গিয়ে যেসব বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি, লোকজনের ব্যক্তিগত সুস্থতা, ব্যক্তিগত স্বাধীনতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা ইত্যাদি।  ২০১৩ সাল থেকে আ

The number of millionaire depositors has increased by 26 thousand in three years

  তিন বছরে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ২৬ হাজার দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা এখন এক লাখ ৯ হাজার ৯৪৬। তিন বছরের ব্যবধানে বেড়েছে ২৬ হাজার ১০৭টি হিসাব। দুই বছরে এমন হিসাবের সংখ্যা বেড়েছে ১৬ হাজার। আর গত এক বছরে বেড়েছে ৭ হাজার ৯৭০টি। সোমবার (২০ মার্চ) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের ২০২২ সালের ডিসেম্বরভিত্তিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট আমানতকারীর সংখ্যা ছিল ১০ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২১১টি।  এর মধ্যে কোটি টাকার বেশি হিসাবের সংখ্যা ছিল ৮৩ হাজার ৮৩৯টি। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, স্বাধীনতার পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিল ৫ জন, ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা ছিল ৯৮টি।-  বাংলা ট্রিবিউন অর্থনীতিবিদরা বলছেন, একদিকে মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষ সংসারের ব্যয় মেটাতে পারছে না, অন্যদিকে কিছু মানুষের অর্থবিত্ত বেড়েছে। অনেকেই সম্পদশালী হয়েছে।  এভাবে বৈষম্য বাড়ার বহিঃপ্রকাশ ঘটেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের আয় যখন কমছ

Lowering the tricolor and hoisting the Khalistani flag at the Indian Embassy in London

  লন্ডনের ভারতীয় দূতাবাসে তেরঙ্গা নামিয়ে খলিস্তানি পতাকা উত্তোলন ; লন্ডনে ভারতীয় হাই কমিশনে ভারতের জাতীয় পতাকা নামিয়ে দিয়ে নিজেদের পতাকা উত্তোলন করল খলিস্তানিরা। এই ঘটনায় ব্রিটেনের কড়া নিন্দা করেছে ভারত। সর্বোচ্চ রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতীয় বিদেশমন্ত্রক।  খলিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তারির চেষ্টার প্রতিবাদেই লন্ডনের ভারতীয় হাই কমিশনে হামলা হয়। রবিবার বিকেলে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান কয়েকজন খলিস্তানি।  হাতে হলুদ পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে তাঁরা নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ঢুকে পড়েন। তারপরেই ভারতের পতাকা টেনে নামিয়ে দেন এক ব্যক্তি। সেখানে হলুদ খলিস্তানি পতাকা উত্তোলন করা হয়।  একাধিক ভারত বিরোধী স্লোগান দেন সমবেত প্রতিবাদীরা। গোটা ঘটনার ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে ভারত।  সঙ্গে সঙ্গে ব্রিটিশ প্রশাসনের তীব্র নিন্দা করে বিবৃতি দেয় ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, “ভারতীয় হাই কমিশনে নিরাপত্তা দিতে একেবারে ব্যর্থ ব্রিটিশ প্রশাসন। খলিস্তানিরা কী করে হাই কমিশনের চত্বরে ঢুকে পড়ল, তা নিয়ে জবাবদিহি করতে হবে ব্রিটেনক

Bus lost control from expressway and fell into ditch, 17 killed

  এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৭ মাদারীপুরের শিবচর উপজেলার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন।  রোববার (১৯ মার্চ) সকালে কুতুবপুর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের বাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়।  এ সময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ১৭ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের সংখ্যা ১৭ জন। আহত হয়েছেন অনেক। উদ্ধার কাজ চলছে। তথ্যসূত্র: জাগোনিউজ

Actress Mahi arrested from airport

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহি গ্রেফতার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।  গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আবু তোরাব মো. শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মাহি স্বামীসহ ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন।  এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) রাতে বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া বাদী হয়ে এ মামলা করেন।  এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন মাহি।   সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিত্র নায়িকা মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করেছেন। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তা

Bangladesh blew away Argentina

  আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ কেউ কুস্তিগীর, কেউ শাটলার। কেউ আবার হর্স রাইডার। কেউ খেলেছেন ফুটবলও। এরকম বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় নিয়ে তৈরি করা দল নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে আর্জেন্টিনা। বিশ্ব কাবাডিতে তারা যে নতুন ও অপরিপক্ক সেটা ঢাকায় পা রেখেই জানিয়েছিলেন দলটির কোচ ও কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনা। একটি ম্যাচ জিততে পারলেই তারা খুশি হবেন জানিয়েছিলেন।  বঙ্গবন্ধু কাপ তৃতীয় কাবাডি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইরাকের কাছে হারের পর মঙ্গলবার তারা ধরাশায়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশের কাছে।  পরপর দুই ম্যাচেই ফুটবলের দেশটি বুঝিয়ে দিয়েছে কাবাডিতে সামনে তাদের অনেক পথ। দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছে উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে।  মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়ায় দর্শকদেরও ছিল বেশ আগ্রহ। মেসিদের দেশের কাবাডি দল বলে কথা! মেসিদের নিয়ে বাংলাদেশের আবেগ থাকলেও কাবাডিতে মেসির দেশকে কিন্তু একটুও সহানুভূতি দেখায়নি লাল-সবুজ জার্সিধারীরা।  দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শুরু থেকে প্রাধান্য নিয়ে খ

West Bengal wants to remove Teesta water?

  তিস্তার পানি সরাতে চাইছে পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার তিস্তার উজানে একাধিক নতুন ছোট ছোট জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে, যা ওই নদীর প্রবাহ থেকে আরও পানি সরিয়ে নেবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিস্তা থেকে পানির ন্যায্য হিসসা পাওয়া যাচ্ছে না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বাংলাদেশ।  পশ্চিমবঙ্গের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সেই অভিযোগের ক্ষোভ নিশ্চয়ই আরও বাড়বে। কলকাতার ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ সংক্রান্ত এক আভাস পাওয়া গেছে। খবর প্রকাশের তিনদিন পরও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও প্রতিবাদ আসেনি বা খবরটি তারা অস্বীকারও করেননি।  যার ভিত্তিতে ধরে নেওয়া যেতে পারে, এই দাবির সত্যতা আছে। তিস্তার উপনদী বড় রঙ্গিত, পশ্চিমবঙ্গের পরিকল্পিত প্রকল্পগুলো এই নদীর বুকেই বসানোর কথা ভাবা হচ্ছে।  এমন তথ্য উল্লেখ করে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হচ্ছে, তিস্তার উপনদী বড় রঙ্গিতের ওপর তিস্তা লো ড্যাম প্রোজেক্ট (টিএলডিপি) ১ ও ২ নামে দুটি জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা ভাবা হয়েছে, যে দুটোর মোট উৎপাদন ক্ষমতা হবে ৭১ মেগাওয়াট। এই প্রকল্পের ডিটেলড প্রোজেক্ট

Attempts to arrest Imran Khan amid the conflict, Pakistan in a new crisis

সংঘাতের মধ্যেই ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা, নতুন সঙ্কটে পাকিস্তান পাকিস্তানের প্রধান বিরোধীদলীয় নেতা ইমরান খান বলেছেন, তাকে গ্রেপ্তারের চেষ্টায় কর্তৃপক্ষ ‘আইনের বাইরে গিয়ে’ কাজ করছে।  “তাদের সবারই উচিত আইনের অধীনে থাকা,” বিবিসিকে এমনটাই বলেছেন তিনি।  সাবেক এ প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে মঙ্গলবার তার সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।  আদালতের আদেশে পুলিশ ইমরানকে গ্রেপ্তারে সেখানে গেলে এই সংঘর্ষ বাধে।  ডন জানিয়েছে, বুধবার খুব সকালের দিকেও পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা চালায়।  তার দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থকদের ইমরানের জামান পার্কের বাসভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে ফের কাঁদুনে গ্যাস ছুড়েছে বলেও অভিযোগ করেছে তারা।  এর আগে রাতে দেওয়া এক ভাষণে ৭০ বছর বয়সী ইমরান বলেন, তিনি শনিবার ইসলামাবাদ আদালতে হাজিরা দেবেন, এমন বন্ডে স্বাক্ষর করতেও তিনি প্রস্তুত। কিন্তু কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তারই করতে চাইছে।  আদালতে দুটি জঙ্গি হামলার কথা উল্লেখ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান