Skip to main content

Posts

Showing posts from November, 2022

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

Expats can also send money through mobile banking

 প্রবাসীরাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ফোনের মাধ্যমে যোগাযোগ মোবাইল ফাইনান্সিংয়ের মাধ্যমে দেনদেন। দেশের এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে মিনিটেই টাকা পাঠানোর এ সুযোগ এতদিন দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল।  এখন থেকে বিদেশে বসেও মোবাইল ফাইনান্সিংয়ের মাধ্যমে দেশে পরিজনের কাছে দ্রুত টাকা পাঠাতে পাববেন প্রবাসীরা।  মঙ্গলবার (২৯ নভেম্বর) মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় পাঠানোর সুযোগ দিয়ে সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।  প্রবাসীরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত মোবাইল ফাইনান্সিং প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। সৌদি আরর, যুক্তরাষ্ট্র বা যেকোনো দেশ থেকে কোনো প্রবাসী তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন। এতোদিন বিদেশি কোনো ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এনে ওই অর্থ গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে পৌঁছে দিত। এখন এমএফএস প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রবাসী আয় পাঠাতে পারবে।  বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে লাইসেন্স প্রাপ্ত মোবাইল সার্ভিস প্রোভাইডারেরা প্রবাসী আয় আনতে বিদেশস্থ অনলাইন

6 arrested including the owner of a fake NGO on the charge of embezzling 6 crores from customers

 গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এনজিও’র মালিকসহ গ্রেফতার ৬ প্রতারণা করে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে শিবগঞ্জে ভুয়া এনজিও’র মালিকসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।  গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের এনজিও’র মূলহোতা মো. আব্দুস সামাদ (৪৫), রশিকনগর গ্রামের মো. জামাল উদ্দিন (ম্যানেজার) (২৩), নয়ালাভাঙ্গার মো. মাহফুজুর রহমান (হিসাব রক্ষক) (২২), হরিনগরের মো. জুয়েল আলী (মাঠকর্মী) (২৪), নয়ালাভাঙ্গা শিরোটোলার মো. গোলাম রাসেল (মাঠকর্মী) (২৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগরের মো. আলমগীর হোসেন (মাঠকর্মী) (৩৫) ।  গত বুধবার বিকাল ৩ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুরে তাদের অফিসে অভিযান চালিয়ে আটক করা হয়। বুধবার (২৩ নভেম্বর) রাত ১১ টার দিকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে প্রগ্রেসিভ স্টার সোসাইটি সংস্থায় নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে এবং এনজিওতে বিভিন্ন গ্রাহককে অধিক মুনাফার

Please stop war, dialogue to stop conflict: Sheikh Hasina

 প্লিজ যুদ্ধ থামান, সংঘাত থামাতে সংলাপ করুন: শেখ হাসিনা যেকোনো যুদ্ধ-সংঘাত রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন।  সোমবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ‘আন্তর্জাতিক ওমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার ২০২২’ এ তিনি এ আহ্বান জানান।  শেখ হাসিনা বলেন, আমরা যুদ্ধ এবং সংঘাতের ক্ষতিটা বুঝি। সে জন্য আমি বিশ্ব নেতাদের আহ্বান জানাই, দয়া করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান। যেকোনো দেশের যেকোনো সংঘাত সংলাপ, রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। আমরা কোনো যুদ্ধ চাই না। আমরা চাই না কোনো মানুষ উদ্বাস্তু হোক। কারণ আমার সব অভিজ্ঞতা আছে।  এ সময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের ক্ষয়ক্ষতির অভিজ্ঞতার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।  নারীদের শান্তি ও নিরাপত্তা বিষয়ক এ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, যেকোনো সংঘাত ও দুর্যোগে তাদের দুর্দশা বহুগুণ বেড়ে যায়।  তিনি বলেন, এটা প্রশ্নাতীত, নারীরা সমাজের সবচেয়ে দুর্বল অংশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে।  তারা বিভিন্ন ধরনের সহিংসতা, অপুষ্টি, অশিক্ষা এবং অন্যান্

Viral land officer temporarily suspended for bribery

 ঘুষ নিয়ে ভাইরাল ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত জমির নামজারিতে (খারিজ) প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার নামে করা হয়েছে বিভাগীয় মামলা। শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মুহাম্মদ শরিফুল হক সোনার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।  এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। তাই দুর্নীতি ও ঘুষের ব্যাপারে কোনো ধরনের আপোষ করা হবে না। ওই কর্মকর্তার ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি আমরা জানতে পারি। এরপর সকালে ওই ভিডিও দেখে এবং অভিযোগ তদন্ত করা হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক মহোদয় সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করেছেন। পাশপাপাশি তার নামে বিভাগীয় মামলা করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে ওই কর্মকর্তার স্থলে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।  উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কর্মকর

Afghan children are given 'sleeping' medicine to curb hunger pangs

 ক্ষুধার জ্বালা মেটাতে আফগান শিশুদের দেওয়া হয় ‘ঘুমের’ ওষুধ আফগানদের অনেকে তাদের ক্ষুধার্ত সন্তানদের শান্ত রাখতে ওষুধ ব্যবহার করছে। জীবনধারণের জন্য আবার কিছু লোক তাদের মেয়ে সন্তানকে বিক্রি করে দিয়েছে।  অনেকে তাদের অঙ্গপ্রত্যঙ্গও বিক্রি করে দেন। দেশটিতে তালেবানের ক্ষমতা দখল ও বিদেশি অনুদান বন্ধের পর দ্বিতীয় শীতেই লাখ লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে। আবদুল ওয়াহাব নামে এক আফগান বিবিসিকে বলেন, আমাদের সন্তানরা কাঁদতেই থাকে, তারা ঘুমায় না। আমাদের কোনো খাবার নেই। তাই আমরা ফার্মেসিতে গিয়ে ট্যাবলেট নিয়ে আসি ও তাদের দিই, যাতে তারা তন্দ্রাচ্ছন্ন বোধ করে।  আব্দুল ওয়াহাব দেশটির তৃতীয় বৃহত্তর শহর হেরাতে বাস করেন। শহরটিতে রয়েছে কাদামাটির হাজারো ছোট ছোট ঘর। গত এক দশকে এই সংখ্যা বেড়েছে। যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাস্তুচ্যুত ও ক্ষত বয়ে বেড়ানো লোকজনে শহরটি পূর্ণ।  আবদুলের কাছে বিবিসি জানতে চায়, কত সংখ্যক মানুষ ক্ষুধার্ত সন্তানদের ওষুধ দিয়ে শান্ত রাখছে। জবাবে তিনি বলেন, আমাদের অনেকেই, আমরা সবাই।  গুলাম হজরত নামে এক ব্যক্তি তার

A tube of Bangabandhu Tunnel is ready, Prime Minister will inaugurate it virtually on Saturday

  বঙ্গবন্ধু টানেলের একটি টিউব প্রস্তুত, শনিবার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বহুল প্রতিক্ষীত চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে’র একটি টিউব প্রস্তুত হয়েছে। ৩.২ কিলোমিটার দীর্ঘ এ টানেলই নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টানেল। সেটির দক্ষিণ টিউবের পূর্ত কাজ শেষ এবং উত্তর টিউবের ৯৯ শতাংশ কাজও শেষ হয়েছে।  আর শনিবার (২৬ নভেম্বর) টানেলের ‘দক্ষিণ টিউবের পূর্ত কাজ সমাপ্তির উদযাপন’ অনুষ্ঠান করবে টানেল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থেকে এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ নিউজনাউকে বলেন, ‘কর্ণফুলী টানেলের দক্ষিণ টিউবের কাজ শেষ হয়েছে। প্রথম টিউবের কাজের সমাপ্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে টিউব উদ্বোধন করবেন। পাশাপাশি টানেলস্থলেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে চট্টগ্রামের মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিকসহ বিশিষ্ট ব্

An additional 20,000 people died in the intense heat in Europe

  ইউরোপে তীব্র গরমে অতিরিক্ত ২০ হাজার মানুষের মৃত্যু ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি, স্পেন ও ব্রিটেনে এবারের গ্রীষ্মকালে তীব্র গরমে অতিরিক্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ২৪ নভেম্বর) এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।  ২০২২ সালে প্যারিস থেকে লন্ডন পর্যন্ত তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছিল। ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন গ্রুপের জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ছাড়া এ ধরনের উচ্চ তাপমাত্রা ‘কার্যত অসম্ভব’।  জানা যাচ্ছে, উচ্চ তাপমাত্রা মৃত্যুর একটি বড় কারণ। অতিরিক্ত গরমে মানুষের হিটস্ট্রোক হতে পারে, ফলে মস্তিষ্ক, কিডনি ও শরীরের অন্যান্য অঙ্গের ক্ষতি হতে পারে। অতিরিক্ত তাপপ্রবাহ শ্বাসযন্ত্রের সমস্যা বা হৃদরোগের মতো অবস্থাকে আরও জটিল করে তোলে।  ইউরোপে ২০০৩ সালের তাপপ্রবাহ, মহাদেশজুড়ে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যুতে প্রভাব ফেলে। বিশেষ করে ফ্রান্সে এই সংখ্যা ছিল বেশি। ফলে অনেক দেশ প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা ও শীতাতপ নিয়ন্ত্রিত স্কুল খোলার মতো ব্যবস্থা বাস্তবায়ন করে।  অস্ট্রিয়ার গ্রাজ ইউনিভার্সিটির হিটওয়েভ গবেষক

Sheikh Hasina took the promise of millions of people to vote for the boat brand

 নৌকা মার্কায় লাখো জনতার ভোটের ওয়াদা নিলেন শেখ হাসিনা আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে নৌকা মার্কায় লাখো জনতার ভোটের ওয়াদা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোর জেলা স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান।  সেখানেই উপস্থিত জনতার ওয়াদা নেন তিনি। এ সময় বিরোধী রাজনৈতিক দল বিএনপির ব্যাপারে নানা সমালোচনা করেন তিনি।  শেখ হাসিনা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে লুটপাট করে খেয়েছে। তাদের কোনো গুজবে কান দেবেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা গঠন করে, তখন বিএনপি রিজার্ভ রেখে গিয়েছিল ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। পরে আবারও বিএনপি ক্ষমতায় এসেছে, তত্ত্বাবধায়ক সরকার থেকেছে। পরবর্তীতে ২০০৯ সালে যখন সরকার গঠন করেছি তখন পেয়েছি ৫ বিলিয়ন মার্কিন ডলার। অথচ, সেটা করোনাকালেও ৪৮ বিলিয়ন ডলারে উন্নত করতে পেরেছি।  করোনাভাইরাস মহামারি পরবর্তী বৈশ্বিক মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ক্রয়, সারে ভর্তুকি, চাল-গম-ভুট্টা ক্রয়, সরকারি উন্নয়ন প্রকল্পে জনগণের জন্যে দুই হাতে খরচ করেছি, এটা অন্য কোথাও যায়নি। এখনও অনেক কাজ করছি, প্রণোদনা-ভর্তুকি দিচ্ছি।  তিনি বলেন,

King Charles's 'mistake' of British imperialism in front of 'Kala Adami'

 ‘কালা আদমি’র সামনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ‘ভুল স্বীকার’ রাজা চার্লসের কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন অ-শ্বেতাঙ্গ ঋষি সুনাক। এবার খোদ রাজা তৃতীয় চার্লস সাম্রাজ্যবাদের ‘ভুল স্বীকার’ করলেন। তাও আবার ‘কালা আদমি’ সিরিল রামাফোসার কাছে। এই ঘটনাই প্রমাণ করছে, সাম্রাজ্যবাদী মানসিকতা দূর করে অতীতের ভুল শুধরে নিতে চাইছে দেশটি।  এবছর মসনদে বসার পর মঙ্গলবার প্রথম রাজকীয় ভোজসভার আয়োজন করেন চার্লস। সেখানে ‘গেস্ট অফ অনার’ ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বাকিংহাম প্যালেসে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজা ও রানি ক্যামিলার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামস ও তাঁর স্ত্রী কেট মিডলটন-সহ অনেকেই। অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামাফোসা থাকলেও অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি তশেপো মতসেপে উপস্থিত থাকতে পারেননি।  এদিনের ভোজসভার আগে অতিথিদের উদ্দেশে নিজের ভাষণে দক্ষিণ আফ্রিকায় ব্রিটেনের সাম্রাজ্যবাদী আধিপত্যের ‘দারুণ যন্ত্রণা’র জন্য অনুতাপ প্রকাশ করেন রাজা চার্লস। তাঁর কথায় মাথা নাড়তে দেখা যায় প্রেসিডেন্ট রামাফোসাকে। দুই দেশের মধ্যে ‘নতুন যুগে’র সূচনা করে এদিন প্রয়াত

The value of steamed pithas increased in winter

শীতে কদর বেড়েছে ভাপা পিঠার   শীত আসা মানেই পিঠা-পুলির দিন আসা। এমন কিছু ভাবনাই তো বাঙালির মানসপটে জায়গা করে নেয়। শীতল আমেজ নিয়ে আসা বিকেল কিংবা সন্ধ্যায় পিঠা বিক্রির ধুম পড়ে যায়। বিভিন্ন স্থানে ছোট ছোট পিঠার দোকান সাজিয়ে বসেছে বিক্রেতারা। অনেকে আবার পেশা পরিবর্তন করেও বসছে পিঠা বিক্রির দোকান নিয়ে। বিক্রেতাদের সঙ্গেও আলাপ করে জানা গেছে, বেচা-বিক্রি বেশ ভালোই। তাই অনেকেই এই শীতের মৌসুমে পিঠা বিক্রিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। শীতের সন্ধ্যার পর পরেই ভাপা পিঠা বিক্রির দোকানগুলোতে পিঠার স্বাদ নিতে ভিড় করেন বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষ। জেলার শহরের বিভিন্ন মোড়ে এবং মহল্লায় ভ্রাম্যমাণ দোকানে মাটির চুলায় তৈরি হচ্ছে নানান ধরনের পিঠা।  এরমধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা বানিয়ে বিক্রি করেন বিক্রেতারা। পিঠা তৈরি করে সংসার চালাতে হয় অনেকেরই। একেক ধরনের পিঠার দাম হয় একেক রকম। সাধারণত চিতই পিঠা ১০ টাকা ও ভাপা পিঠা ১০/১৫ টাকায় বিক্রি হচ্ছে। চালের গুঁড়া, নারকেল, খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানানো হয়। গোল আকারের এ পিঠা পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে ঢাকনা দেয়া হাঁড়ির ফুটন্ত পানির ভাপ দিয়ে তৈ

Kidnapped militants are under surveillance, arrested anytime

 ছিনতাই হওয়া জঙ্গিরা নজরদারিতে, যেকোনও সময় গ্রেফতার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘আদালত পাড়া থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিসহ তাদের সহযোগীদের নজরদারিতে রাখা হয়েছে। যেকোনও সময় গ্রেফতার করা হবে।’ এছাড়া জঙ্গিদের আনা-নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলেও জানান তিনি।  সোমবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।  হারুন অর রশীদ বলেন, ‘আদালতের এজলাস থেকে হাজতখানা নেওয়ার সময় প্রথম চার জনের দুই জনকে জঙ্গিরা পুলিশের চোখে-মুখে পিপার স্প্রে ছিটিয়ে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় দায়িত্ব পালন অবহেলার জন্য পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’  তিনি বলেন, ‘ঘটনার পরপরই মহানগর পুলিশের ডিবি, সিটিটিসি ও থানা পুলিশসহ বিভিন্ন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সকল পয়েন্টে চেকপোস্ট বসায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেছি।’  এই ঘটনায় রাজধানীর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। জঙ্গি ছিনতাইয়ের মামলায় ২০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া ১২

Museum in historic palace of Puthia

  পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়িতে জাদুঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগে রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়িতে চালু হয়েছে জাদুঘর। দর্শনার্থীদের পদচারণায় জনপ্রিয় হয়ে উঠছে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এ জায়গাটি। দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। আর সর্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রশাসন। পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘরের বিশেষ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।  জানা গেছে, রাজশাহী অঞ্চলের প্রত্নতত্ত্ব নির্দশনের ঐতিহ্যাবাহী স্থান পুঠিয়া রাজবাড়ি। ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের প্রাচীন এ স্থাপত্য। দীর্ঘ প্রস্তুতির পরও করোনা পরিস্থতিতে জাদুঘর চালু করতে দেরি হলেও সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ঐতিহাসিক এ স্থাপত্যটি। সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এ জায়গাটি। পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে গ্রীষ্মকালীন সকাল ১০ থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকছে।  শীতকালীন সময়ে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। তবে সাপ্তাহিক ছুটি রোববার সারাদিন এবং সোমবার অর্ধ দিবস এটি বন্ধ থাকছে। আর এখা

Football World Cup starts today

 ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২ টি দেশ। সবারই লক্ষ্য গোল্ড কাপের দিকে। তবে চার বছরের জন্য মুকুট মাথায় করে রাখার তালিকায় মেসি-রোনালদো-নেইমার-বেনজেমাদের দেশ অন্যদের চেয়ে এগিয়ে। তাই মরুর দেশ কাতারে রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে শিরোপা লড়াই। আর এই লড়াই প্রথম মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।  শুরুর আগে থেকেই কাতার বিশ্বকাপ কতভাবেই না ব্যতিক্রম হয়ে গিয়েছে- মধ্যপ্রাচ্যে এবারই প্রথম বিশ্বকাপ, উত্তর গোলার্ধের শীতে প্রথম বিশ্বকাপ, যার জন্যে শত কোটি টাকা ভর্তুকি দিয়ে ইউরোপীয় লীগগুলোকে বন্ধ রাখতে হয়েছে পিক সিজনে। আয়োজন স্বত্ব ঘোষণার পর থেকেই বিতর্ক এই বিশ্বকাপের আরেকটা অনন্য উপাদান। বিডিং নিয়ে কত সমালোচনা চলেছে; ঘুষ কেলেংকারি, ভোটচুরির বিস্তর অভিযোগ উঠেছে। স্বত্ত্বাধিকার এসেছে পশ্চিমাদের ভোটে হারিয়ে, দুর্নীতির অভিযোগের দামামা স্বাভাবিকের চাইতে মিডিয়ায় হয়তো একটু বেশিই বেজেছে। ভোটে যেভাবেই জিতুক, কাতার তো শক্তভাবে সবকিছুরই জবাব দিতে পারতো একটা সফল বিশ্বকাপ আয়োজন করেই। নির্মাণযজ্ঞে বিতর্কের অবকাশ না রাখা যেতো, মানবাধিকারের ইস্যুগুলো যাতে না আসে তা নিশ

Actress Mahi is the convenor of the Rajshahi division of the Bangabandhu Cultural Alliance

  নায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহবায়ক হচ্ছেন রাজশাহীর মেয়ে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন। মাহিকে ইতোমধ্যেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।এ খবর জানিয়েছেন মাহি নিজেই।  বুধবার (২৬ অক্টোবর) রাতে এই নায়িকা ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাড।  সেখানে একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যটিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।  সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহি। তার ভাষ্য ‘আলহামদুলিল্লাহ। ’ এদিকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন ছিল। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদই নয়, স্বামী রকিব সরকারের পক্ষ থেকে বিশাল সারপ্রাইজও পেয়ে

Who is this Bangladeshi offering to invest about a billion dollars in Venice?

 ভেনিসে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়া কে এই বাংলাদেশি? সম্প্রতি ইতালির ভেনিসে এক বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন একজন বাংলাদেশি। ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কার্যালয়ের মাধ্যমে ভেনিসের মেয়র অফিসে অনুমতি চেয়েছেন তিনি।  যদিও এখনো তিনি অনুমতি পাননি। তবে তার পরিকল্পিত বিনিয়োগের অঙ্কটি বড় হওয়ায় ইতিমধ্যেই তাকে নিয়ে ইতালির গণমাধ্যমে আগ্রহ সৃষ্টি হয়েছে। কে এই বিনিয়োগকারী? এই বিনিয়োগকারীর নাম মোঃ ডাবলু চৌধুরী। মি. চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ১৯৮৭ সাল থেকে তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডে।  বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যেরও নাগরিকত্ব রয়েছে মি. চৌধুরীর। ইউরোপের বিভিন্ন দেশে তার গাড়ির ব্যবসা রয়েছে। বিবিসিকে মি. চৌধুরী বলেছেন, তার কয়েকজন ব্যবসায়িক অংশীদারের সাথে মিলে এ বছর অর্থাৎ ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এপসিলন মোটরস ইনকর্পোরেশন নামে একটি বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান স্থাপন করেছেন।  এখন এই প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বা বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণের কারখানা তৈরির জন্য তারা ভেনিসে বিনিয়োগ

Director of Madhumati NGO arrested with weapons in Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ মধুমতি এনজিও’র পরিচালক আটক চাঁপাইনবাবগঞ্জে মধুমতি এনজিও’র পরিচালক মাসুদ রানাকে একটি অবৈধ অস্ত্রসহ আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌডালা ব্রিজের টোলঘর এলাকা  থেকে তাকে আটক করেন গোমস্তাপুর থানার এসআই শাহরিয়ার। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত মাসুদ রানা তার অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।  এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোবাইল ফোনে জানান, মাসুদ রানাকে ১টি অবৈধ পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ ঘটনায় দুপুরে মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাসুদ অস্ত্র ব্যবসায়ী কি না তা জানতে রিমান্ডেরও আবেদন করা হবে বলে ওসি জানান।  এদিকে, এনজিওটি’র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ফেরত না  দেয়া। অভিযোগে জানা গেছে, শিবগঞ্জে এমআরএ’র কোনও অনুমতি ছাড়াই গ্রাহকের কাছ থেকে টাকা আমানত নিয়ে তা ফেরত দিতে টালবাহানা শুরু করেছে ওই এনজিওটি। ইতোমধ্যে ওই এনজিও’র কর্মীরা গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও

Muslim cleric sentenced to 8,500 years in prison for continuous sexual harassment

লাগাতার যৌন হেনস্তা, মুসলিম ধর্ম গুরুকে সাড়ে ৮ হাজার বছরের কারাবাসের সাজা তিনি যেন ইস্তানবুলের ‘রাম রহিম’। ডেরা সচ্চা সৌদা প্রধানের যৌন কেলেঙ্কারির ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। এবার সুদূর ইস্তানবুলের এক স্বঘোষিত মুসলিম ধর্মগুরুর সাজাপ্রাপ্তির ঘটনা যেন রাম রহিমকে মনে করিয়ে দিল। আদনান ওক্তার নামের ওই ধর্মগুরুকে ৮ হাজার ৬৫৮ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত।  ২০২১ সালেই তাঁকে ১ হাজার ৭৫ বছরের কারাবাসের দণ্ড  দেওয়া হয়েছিল। এবার পুনর্বিচারে সাজা বেড়ে গেল ৮ গুণ! ওক্তারের পাশাপাশি আরও ১০ জনকে একই সাজা শোনানো হয়েছে।  জানা গিয়েছে, একটি টিভি শো করতেন ওক্তার। সেখানে সারাক্ষণই তাঁর চারপাশে দেখা দেখা যেত স্বল্পবসনা সুন্দরীদের। যাঁদের তিনি ‘কিটেন’ অর্থাৎ বিড়ালছানা বলতেন। তাঁর শোয়ে রক্ষণশীল মূল্যবোধের শিক্ষা দিতে দেখা যেত ওই ধর্মগুরুকে। সেই সময় সারাক্ষণই তাঁর চারপাশে ঘুরে বেড়াতেন চড়া মেকআপ করা যুবতীরা।  ওক্তারের বিরুদ্ধে যৌন হেনস্তা, নাবালিকাদের নির্যাতন, প্রতারণার মতো অভিযোগ রয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির মতো অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। গত বছর ওক্তারকে সাজা দেওয়া হলেও তা

The population is not increasing, Putin is giving the title of 'Mother Heroine' after giving birth to ten children

  বাড়ছে না জনসংখ্যা, দশ সন্তানের জন্ম দিলেই ‘মাদার হিরোইন’ খেতাব দিচ্ছেন পুতিন রাশিয়ায় ফিরল ‘স্তালিন জমানা’! দশ বা তার বেশি সন্তানের জন্মদাত্রী নারীদের ‘মাদার হিরোইন’ খেতাবে সম্মানিত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অতীতে স্তালিনের নির্দেশে সোভিয়েত ইউনিয়নে এহেন সম্মানের বন্দোবস্ত হয়েছিল। সোভিয়েতের পতনের তিন দশক পরে ফের রাশিয়ায় প্রত্যাবর্তন ‘মাদার হিরোইন’-এর।  কোভিড অতিমারীর পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। মূলত এই দুটি কারণেই সেদেশের জনসংখ্যা ব্যাপক ভাবে কমে গিয়েছে। দেশকে জনবহুল করে তুলতেই নয়া দাওয়াই পুতিনের। গত আগস্টেই এই সংক্রান্ত ঘোষণা করে রুশ সরকার। জানিয়ে দেয়, খেতাব দেওয়ার পাশাপাশি নগদ পুরস্কারও পাবেন দশ বা দশের বেশি সন্তানের জননীরা।  জানিয়ে দেওয়া হয়েছে, এই খেতাব তাঁদেরই দেওয়া হবে, যাঁরা রাশিয়ার নাগরিক। এবং অন্তত দশটি সন্তানের জন্ম দিয়েছেন। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরেই এককালীন টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। তবে আর্থিক সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেকটি সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। সমস্ত বিষয় খতিয়ে দেখে এক মিলিয়ন রুবল দেওয়া হবে রুশ সরকা

Chapainawabganj Zilla Parishad election who were elected

 চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা শিবগঞ্জ প্রতিনিধি- মোঃ হারুন অর রশীদঃ চঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সোমবার ১৪ নভেম্বর ২0২ ২ । সকাল ৯ টায় শুরু হয় ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে জেলার ৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ফলাফল বেসরকারী ভাবে ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার মোতাওয়াক্কিল বলেন, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোসাঃ তাসলিমা খাতুন। তিনি ১৫৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাঃ কাজলেমা পেয়েছেন ৩৫ ভোট। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে ২২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সাবিহা শবনম কেয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামিমা জাহান সারা পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ১ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুল জলিল ১২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল হাকিম পেয়েছেন ৭২ ভোট। নাচোল উপজেলা ২ নম্বর ওয়ার্ডে তারিকুজ জামান সুমন ৪৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে স

Nasima, the daughter of a sex worker, is an adviser to the Human Rights Commission in India

 ভারতে মানবাধিকার কমিশনের উপদেষ্টা যৌনকর্মীর মেয়ে নাসিমা যৌনকর্মীর মেয়ে। তাই নাসিমা যখন এক মনে পড়াশোনা করত, যৌনপল্লির প্রতিবেশীরা বলতেন, “পড়াশোনা শিখে কী করবি? সেই তো দেহ বেচেই খেতে হবে।” তরুণী নাসিমার এখনও মনে পড়ে রাত বাড়লে বাড়িতে পুলিশ আসত। আর ঠাকুমা তখন তাঁর হাতে বই তুলে দিয়ে ভিতরের ঘরে গিয়ে পড়াশোনা করতে বলতেন। সেই নাসিমাই এখন জাতীয় মানবাধিকার কমিশনের ১৩ জন উপদেষ্টার অন্যতম। যৌনপল্লির নাবালিকা-সহ প্রান্তিক স্তরের মেয়েদের সমাজের মূলস্রোতে ফেরানোর কাজে তাঁর উপরেই আস্থা রেখেছে মানবাধিকার কমিশন।  বিহারের মুজফ্ফরপুরের চতুর্ভুজ স্থান এলাকার একটি যৌনপল্লিতে জন্ম নাসিমার। জীবনে বহু ঝড়ঝাপটার মোকাবিলা করা নাসিমা উচ্চশিক্ষা শেষ করার পর তৈরি করেন ‘পারচম’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সংস্থার মাধ্যমেই যৌনকর্মীদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করা এবং যৌনকর্মীর সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করার কাজ করতেন তিনি। নাসিমার সেই কাজকে স্বীকৃতি দিল মানবাধিকার কমিশন।  মানবাধিকার কমিশনের উপদেষ্টা হওয়ার পর সংবাদ মাধ্যমের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সম্মানিত। ছোট পরিসরে আমি যে কাজ করতাম, তা এ

More than 50 countries in the world at risk of bankruptcy: UN

 দেউলিয়ার ঝুঁকিতে বিশ্বের ৫০টিরও বেশি দেশ: জাতিসংঘ বিশ্বের ৫০টিরও বেশি উন্নয়নশীল দেশ ঋণখেলাপির ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান আচিম স্টেইনার।  বৃহস্পতিবার (১০ নভেম্বর) মিসরে কপ-২৭ জলবায়ু সম্মেলনে এ তথ্য দিয়েছেন তিনি।  আচিম স্টেইনার বলেন, যদি উন্নত দেশগুলো সহায়তা না করে, তা হলে ঝুঁকিতে থাকা এসব দেশ দেউলিয়া হয়ে যেতে পারে।  তিনি বলেন, মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট এবং ক্রমবর্ধমান সুদের হার এমন পরিস্থিতির সৃষ্টি করছে, যেখানে বেশ কয়েকটি দেশ ঋণখেলাপির ঝুঁকিতে পড়েছে। যার মারাত্মক প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে।  জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রধান বলেন, আমাদের তালিকায় এখন ৫৪ দেশ রয়েছে, যেগুলো ঋণখেলাপির ঝুঁকিতে পড়তে পারে। যদি আমরা আরও ধাক্কা খাই, সুদের হার বাড়ে, ঋণগ্রহণ আরও ব্যয়বহুল হয়ে যায়, জ্বালানির মূল্য, খাদ্যের মূল্য বাড়ে তা হলে আমরা দেখব এ দেশগুলো আর ঋণ পরিশোধ করতে পারছে না।  তিনি আরও বলেন, এটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে। শ্রীলঙ্কার দিকে তাকান। যেটি এখন নিজের সঙ্গে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা নিয়ে চলছে।  কপ-২৭ জলবায়ু সম্মেলনে জাতিস

Photo