Skip to main content

Posts

Showing posts from 2022

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

Democracy march in the city on Victory Day

  বিজয় দিবসে নগরীতে গণতন্ত্রের আনন্দ মিছিল গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ৪টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরোপয়েন্টে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এঁর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার। বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান। সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-দপ্তর সম্পাদক পংকজ দে। আরো বক্তব্য রাখেন, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।  সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শ

Actress Mahia Mahi has bought awami league's nomination for the by-election to chapainawabganj-2 constituency.

 চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসন জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। জাতীয় সংসদে চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।   এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার ও বাবা আবু বকর। মাহির স্বামীও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।  এদিকে, কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি।  আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।  কয়েকদিন আগেই মনোনয়ন কিনবেন বলে জানান মাহি। ওই সময় তিনি বলেছিলেন, শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক।  চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসন জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে

PM reaches Agargaon from Uttara by metro rail

   প্রধানমন্ত্রী মেট্রোরেল যোগে উত্তরা থেকে আগারগাঁও পৌঁছালেন দেশের প্রথম মেট্রোরেলের প্রথম যাত্রা সম্পন্ন হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও এসে পৌঁছালো মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেল যাত্রা শুরু করে। ২টা ১১মিনিটের দিকে প্রধানমন্ত্রী আগারগাঁও স্টেশনে ট্রেন থেকে নেমে আসেন।  এর আগে টিকিট কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন ও জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। উত্তরা উত্তর স্টেশনে দুটি ট্রেন ছিল। এর মধ্যে প্রথম ট্রেনটি বেলা ১টা ৩৯ মিনিটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরেরটায় যাত্রী হন তিনি।  এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫মিনিটে বহুল প্রতীক্ষিত ও দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি বøকের খেলার মাঠে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখে

Army's engagement with people has increased than before: Army chief

  আগের চেয়ে  জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে: সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে আগের চেয়ে এখন বেড়েছে। সেনাবাহিনী সব সময় জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে।  মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগির হাট ও ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।  জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে।  ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়া গবাদিপশুর চিকিৎসাসহ দেশের বিভিন্নস্থানে কৃষিসামগ্রী বিতরণ করা হচ্ছে।’  তিনি আরও বলেন, ‘প্রতিবছরের ন্যায় বাংলাদেশ সেনাবাহিন

Rajshahi is wrapped in a thick blanket of fog

 রাজশাহী ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে কুয়াশার চাদরে মুড়ি দিয়েছে পদ্মাপাড়ের শহর রাজশাহী। তাই ভোরে সূর্যোদয় হলেও আড়মোড়া ভেঙে এখনও সজীব হয়ে উঠতে পারছে না সবুজ-শ্যামল প্রকৃতি। পৌষের স্নিগ্ধ সকালে দাপুটে হয়ে উঠেছে শীতের প্রকোপ। সোমবার (২৬ ডিসেম্বর) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪৭ মিনিটে। তবে ঘড়ির কাঁটায় যখন দুপুরেও সূর্যের মুখ দেখা যায়নি।  আর ভোরের দিকে ঘন কুয়াশার আস্তরণ যেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছিল। সেই সঙ্গে উত্তরের হিমেল হাওয়া কাঁটা দিচ্ছিল শীতার্ত শরীরে। সপ্তাহ ঘুরে যতই দিন যাচ্ছে- তাপমাত্রার পারদ ততই নিচে নামছে। এই ঘন কুয়াশা কেটে গেলে বৃষ্টি ঝরবে। কামড় বসাবে শীত। বাড়বে জনদুর্ভোগ। আপাতত এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। এদিকে ঘন কুয়াশার চাদরে প্রকৃতি ঢাকা পড়লেও জীবিকার তাগিদে আজও কাক ডাকা ভোরে বের হয়েছেন শ্রমজীবী মানুষ। তবে ঘন কুয়াশায় সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। তাই মহাসড়কের দূরপাল্লার যানবাহন চলছে ধীরগতিতে।  কুয়াশার কারণে বর্তমান সড়কপথে দৃষ্টিসীমা ১০০ মিটারের নিচে নেমে এসেছে। এর কারণে সড়কের যানবাহন গুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।  ঘন কুয়াশার জন্য দুর্ঘটন

Sheikh Hasina greets leaders and activists at Ganabhaban

 ভালোবাসায় সিক্ত শেখ হাসিনা গণভবনে নেতাকর্মীদের শুভেচ্ছা- টানা দশমবারের নির্বাচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যারয়ের নেতাকর্মীরা।  রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে আওয়ামী লীগসহ এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারি দলটির সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।  শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।  নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে টানা ১০ বারের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার।  এই এত বার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। তারপরেও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়… বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি, কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। কিন্তু সংগঠনটা যেন ঠিক থাকে চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। ’ গণভবনে নেতাকর্মীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘যাইহোক আপনারা এসেছেন কষ্ট করে। আপনারা কষ্ট করে এসেছেন গণভবনে, এই ভবন আপনাদেরই ভবন। এটা নাম আব্বা দিয়েছেন গণভবন কারণ এটা জনগণেরই ভবন।   গ

A record drop in temperature in the United States! Snowstorm forecast on Christmas day, frostbite to suffer

 তাপমাত্রার রেকর্ড পতন আমেরিকায়! বড়দিনে তুষারঝড়ের পূর্বাভাস, ভোগাবে ফ্রস্টবাইট তাপমাত্রা ক্রমেই কমছে আমেরিকায়। সপ্তাহান্তে তা আরও কমবে। বরফঝড়ের পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। তাই ক্রিসমাস খুব একটা স্বস্তিতে কাটবে না অর্ধেকেরও বেশি আমেরিকারবাসীর। তাঁদের বেড়ানোর পরিকল্পনায় জল পড়েছে। দেশের কিছু অংশে তাপমাত্রা নামবে -৪৫ ডিগ্রি সেলসিয়াস। আমেরিকা-মেক্সিকো সীমান্ত, ফ্লোরিডায় পর্যন্ত তাপমাত্রার পারদ রেকর্ড পরিমাণ নামবে। বরফঝড়ের কারণে বাতিল কয়েক হাজার বিমান।  আবহাওয়াবিদদের মতে, সপ্তাহান্তে আমেরিকাবাসীকে সব থেকে বিপাকে ফেলবে ফ্রস্টবাইট। ডেস মোয়ানস, আইওয়া শহরে বাড়ি থেকে বার হওয়াই দুষ্কর হয়ে উঠবে। তাপমাত্রা অত্যন্ত কমে গেলে রক্ত চলাচল কমে যায়। বিশেষত নাক, গাল, পা এবং হাতের আঙুলে।  উষ্ণ রক্তের অভাবে দেহের ওই অংশের কলা ঠান্ডা হয়ে জমে যায়। ফলে নাক, গাল, হাত, পায়ের আঙুলে ক্ষত তৈরি হয়। কখনও দেহের কোনও অংশ বাদ পর্যন্ত দিতে হয়।  আবহাওয়াবিদরা জানিয়েছেন, শুক্রবার আমেরিকায় শৈত্যঝড় ‘বম্ব সাইক্লোন’-এ পরিণত হতে পারে। এফ ফলে তীব্র বেগে বইবে ঠান্ডা হাওয়া। বায়ুর চাপ থাকবে অনেক কম। মিনিয়াপোলিস, শিকাগো,

Corona's fourth dose of vaccine begins

  করোনার চতুর্থ ডোজ টিকার কার্যক্রম শুরু করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকার চতুর্থ ডোজ কার্যক্রম শুরু হয়েছে। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী এ চতুর্থ ডোজ প্রদান কার্যক্রমে দুই সপ্তাহ পর্যবেক্ষণ শর্ত থাকছে না।  অর্থাৎ ২০ ডিসেম্বর থেকেই নিয়মিতভাবেই চলবে টিকা কার্যক্রম। এর আগে ৪৬০ জনকে এ টিকা প্রদান করা হয়। কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ায় এবার নিয়মিতই দেওয়া হবে চতুর্থ ডোজ।  এ উপলক্ষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবীর।  এ সময় গণমাধ্যমের উদ্দেশে তিনি বলেন, ইতোমধ্যেই মন্ত্রী মহোদয়ের নির্দেশে ৪৬০ জনকে দ্বিতীয় বুস্টার ডোজ (৪র্থ ডোজ) ট্রায়াল দেয়া হয়েছে। আজকে থেকে সমস্ত স্থায়ী টিকা কেন্দ্রে এ সেকেন্ড বুস্টার ডোজের কার্যক্রম চলবে।  তথ্যসূত্র: বাংলানিউজ

Porosova June 6, 2022

Argentina end a 36-year wait by winning the tiebreaker thrill

 টাইব্রেকার রোমাঞ্চে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্জেন্টিনা শ্বাসরূদ্ধকর ম্যাচে টাইব্রেকার রোমাঞ্চে জিতে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটালো আর্জেন্টিনা। মেসির হাতে উঠলো আরাধ্যের শিরোপা। ফুটবল জাদুকরের নামটি বসলো আর্জেন্টাইন আরেক ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার পাশে। মেসি ব্রাজিলে যা পারেননি, রাশিয়াতে যা পারেননি, সেটাই করে দেখালেন কাতার বিশ্বকাপে।  ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেই পর্দা নামে বিশ্বকাপের। অনেক অনেক পুরস্কারের সঙ্গে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পাচ্ছে আর্থিক পুরস্কারও। শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি।  আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৪২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা। রানার্সআপ ফ্রান্স পাচ্ছে ৩০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা। ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের চেয়ে ৬০ লাখ ডলার বাড়ানো হয়েছে এবার। গত বিশ্বকাপে রানার্সআপ হওয়ার পর কাতার বিশ্বকাপে তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ কর

Reception accorded to the families of freedom fighters and martyred freedom fighters at Shibganj in Chapainawabganj district

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী যেবায়ের আহমেদ,উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবীর মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম প্রমূখ।  উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ত

The temperature may rise at night.

 রাতে তাপমাত্রা বাড়তে পারে   দুইদিন তাপমাত্রা কমার পর এবার বাড়ার আভাস মিলেছে। আবহাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রা বাড়তে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।  শনিবার (১৭ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।  আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।  রোববার (১৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার। আগামী তিনদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। শনিবার বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে

A 2-year-old child will wake up to know that Divya is alive even after going to the stomach of a water elephant.

 ২ বছরের শিশু জলহস্তির পেটে গিয়েও দিব্যি বেঁচে রইল জানলে শিউরে উঠবেন জলে কুমির, ডাঙায় বাঘ – সুন্দরবনের জনজীবনে একথা হামেশাই শোনা যায়। আর ভূগোলটা একটু বদলে যদি তাকানো যায় পৃথিবীর অন্য প্রান্তে, আফ্রিকা মহাদেশের দিকে, তাহলে এই কথাই একটু অন্যরকমভাবে শোনা যাবে।  ওখানকার জীবনে সিংহ, জলহস্তি, বুনো ষাঁড়দের আনাগোনা। একদিকে সিংহের গর্জন তো আরেকদিকে জলহস্তির বিশাল হাঁ-মুখ। পরিসংখ্যান বলছে, আফ্রিকায় প্রতি বছর জলহস্তির হামলায় বেশি মানুষ প্রাণ হারান। অথচ সিংহকে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। কিন্তু তা যে কেবলই একটা ধারণামাত্র, উগান্ডার সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ। ২ বছরের এক শিশুকে গিলে ফেলার পর জনতার পালটা হামলার মুখে পড়ে জলহস্তি তাকে উগড়ে দিল! বরাতজোরে প্রাণ বাঁচল শিশুর। উগান্ডার লেক এডওয়ার্ডে হাড়হিম করা এই ঘটনা এখন সকলের মুখে মুখে ঘুরছে।  ঘটনা ঠিক কী ঘটেছিল? উগান্ডার লেক এডওয়ার্ড জলহস্তিদের বাস। খেলতে খেলতে তার সামনে চলে এসেছিল ২ বছরের এক শিশু। তার উপর ঝাঁপিয়ে পড়ে এক জলহস্তি। গিলে ফেলে বাচ্চাটিকে। মাথা, ধড় সমেত জলহস্তির পেটে চলে গিয়েছিল প্রায়।  চোখের সামনে এসব দাঁড়িয়ে দেখছিলেন লেক এডওয়ার্ডের আশেপ

Tributes paid to BirShreshtha Martyr Captain Jahangir: Md. Harun-ar-Rashid

 বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনঃ মোঃ হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মহানন্দা নদীর তীর ঘেষা রেহাইচরের নবাবগঞ্জ সড়ক ভবন প্রাঙ্গনে বীরশ্রেষ্ঠ’র শাহাদত বরণস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীরশ্রেষ্ঠ’র স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা কারাগার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিভিন্ন দপ্তরসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এর আগে ১ মিন

6 killed, including two policemen, in deadly shooting in Australia

 ভয়াবহ গুলির লড়াই, দুই পুলিশকর্মী-সহ নিহত ৬ঃ অস্ট্রেলিয়া ভয়াবহ গুলির লড়াইয়ে রক্তাক্ত অস্ট্রেলিয়া। কুইন্সল্যান্ড প্রদেশে হওয়া সংঘর্ষে দুই পুলিশকর্মী-সহ প্রাণ হারিয়েছেন ছ’জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্দুকবাজদের সঙ্গে পুলিশের লড়াইয়ে হামলাকারীরাও খতম হয়েছে বলে খবর।  সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে ওইয়ামবিলা টাউনের একটি বাড়িতে যান দুই পুলিশকর্মী। কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের প্রেসিডেন্ট ইয়ান লিভারসের কথায়, “তাঁরা (দুই পুলিশকর্মী) ওই বাড়িতে প্রবেশ করতেউ গুলিবৃষ্টি শুরু হয়। কোনও সুযোগই পাননি তাঁরা। ঠান্ডা মাথায় দুই পুলিশকর্মীকে খুন করা হয়েছে।” তিনি আরও জানান, নিহত পুলিশ অফিসারদের একজন ২৬ বছরের র‌্যাচেল ম্যাকক্রো। অন্যজনের বছর ঊনত্রিশের ম্যাথিউ আরনল্ড। পুলিশ বাহিনীতে সবে ক্যারিয়ার শুরু করেছিলেন তাঁরা। কুইন্সল্যান্ডের পুলিশ বিভাগের কমান্ডার কাতারিনা ক্যারল বলেন, “আমাদের সমাজকে সুরক্ষিত রাখতে চরম মূল্য দিয়েছেন তাঁরা।” মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শেনর পর তিনি আরও বলেন, “ওই দুই অফিসার বেঁচে ফেরার কোনও সুযোগই পাননি। তিরিশ বছরেরও কম ব

The mentality of the killer of 1971 remains in Jamaat

 জামায়াতের মধ্যে একাত্তরের ঘাতকের মানসিকতা রয়ে গেছে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে একাত্তরের ঘাতকের মানসিকতা রয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও রাজশাহী নগরীর শ্রীরামপুর বদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর দড়িখরবোনা এলাকায় জামায়াতের ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা হয়। এ সময় জামায়াত নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। রাজশাহীতে পুলিশের উপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, জামায়াতের রাজনৈতিক নিবন্ধন বাতিল হয়েছে; ভিন্ন নামে তারা আসার চেষ্টা করছে। কিন্তু যে নামে আসুক না কেন তাদের সেই মানুষিকতা; একাত্তরের সেই ঘাতকের ভূমিকা ও মানুষিকতা সেটি পাল্টায় নি। তারা সে জায়গায় রয়েছে। এখনো তারা ঝটিকা মিছিল, চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। তাদের বিষয়ে সরকার সজাদ রয়েছে।  খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের নেতাকর্মী ও সিটি করপোরেশনের কা

Prime Minister inaugurates three installations of Bangabandhu Sheikh Mujib Hi-Tech Park in Rajshahi hopes country will be 'Smart Bangladesh' by 2041

 প্রধানমন্ত্রী রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের তিনটি স্থাপনার উদ্বোধন আশা করেন ২০৪১ সালে দেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’ রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের তিনটি স্থাপনা এবং বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের প্রধান স্থাপনা জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম এবং সিনেপ্লেক্স এবং বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঢাকা প্রান্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে ‘অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২’ এবং ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার’ বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শেখ কামাল ও ডিজিটাল বাংলাদেশ বি

More than 11,000 children and crippled in the war in Yemen

  ইয়েমেন যুদ্ধে ১১ হাজার বেশি শিশু ও পঙ্গু আট বছর আগে শুরু হওয়ার ইয়েমেন যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিশ্বে সবচেয়ে মানবিক সংকটে থাকা দেশটিতে নিহতের এই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।  ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, ‘হাজার হাজার শিশু তাদের জীবন হারিয়েছে যুদ্ধে, আরও কয়েক লাখ শিশু স্বাস্থ্যগত কারণে প্রতিরোধযোগ্য রোগ বা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।’  ইউনিসেফ বলছে, ‘২২ লাখের মতো শিশু অপুষ্টিতে ভুগছে দেশটিতে। তাদের মধ্যে এক চতুর্থাংশের বয়স পাঁচ বছরের কম। বেশিরভাগই কলেরা, হাম এবং অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের চরম ঝুঁকিতে রয়েছে।’  ২০১৪ সাল থেকে গত আট বছর ধরে চলা যুদ্ধের এক পক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেন সরকার। অপরপক্ষে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।  যুদ্ধে সরাসরি অংশ নিয়ে মারা গেছে শিশুরাও। এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছিল, হুতি বিদ্রোহীদের নিয়োগ দেওয়া ১ হাজার ৪০৬ শিশুর একটি তালিকা পেয়েছে তারা। এসব শিশু যুদ্ধক্ষেত্রে নিহত হয়।  তা ছাড়া পরো

Vietnamese boat rescued 154 Rohingya from sinking boat

  ১৫৪ রোহিঙ্গাকে ডুবন্ত নৌকা থেকে উদ্ধার করল ভিয়েতনামি নৌযান আন্দামান সাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করে তাদেরকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে ভিয়েতনামি একটি নৌযান।  বৃহস্পতিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ কথা জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  ভিটিসি নিউজ জানায়, সিঙ্গাপুর থেকে মিয়ানমার যাওয়ার পথে বুধবার মিয়ানমার উপকূল থেকে ২৮৫ মাইল দক্ষিণে ভিয়েতনামি নৌযান হাই ডুয়ং ২৯ ডুবন্ত ওই নৌকাটি দেখতে পায়।  রহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে দীর্ঘদিন ধরেই দমনপীড়নের শিকার হয়ে আসছে ।  দেশ থেকে পালিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছাতে সংখ্যালঘু এ সম্প্রদায়ের অনেককেই সাম্প্রতিক সময়ে ছোট নৌকা করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে।  হাই ডুয়ং ২৯ যখন রোহিঙ্গাবোঝাই নৌকাটি দেখতে পায় তখন ইঞ্জিন বিকল হয়ে পড়া নৌকাটির ভেতরে ফুটো দিয়ে পানি ঢুকছিল, জানিয়েছে ভিটিসি নিউজ।  ডুবন্ত ওই নৌকা থেকে যে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৪০ নারী ও ৩১টি শিশু ছিল বলেও জানিয়েছে তারা।  রোহিঙ্গাদের উদ্ধার করার ঘণ্টাখানেক পর ওই নৌকাটি ডুবে যায়।  উদ্ধার রোহিঙ্গাদের বৃহস্পতি

Writ in High Court seeking direction to include 'Joy Bangabandhu' with national slogan 'Joy Bangla

 জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট  বাংলাদেশের জাতীয় স্লোগান ‘জয় বাংলা’র সঙ্গে ‘জয় বঙ্গবন্ধু’ অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনটি শুনানির জন্য রোববার (১১ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।  সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেলসহ ১৩ আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।  এর আগে গত ২০ জুন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণে সরকারকে আইনি নোটিশ প্রেরণ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয় সচিব ও শিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ নোটিশ প্রেরণ করা হয়।  সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী এ নোটিশ প্রেরণ করেছেন।  নোটিশপ্রেরণকারী আইনজীবীরা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল হারুন ভূঁইয়া, মো. আবু জুবায়ের সজিব, রাশিদা চৌধুরী, রফিকুল ইসলাম ফারুক, মো. হামিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম, মো. রায়হান কাওসার, এএসএম শহীদ উল্লাহ, এবিএম শাহজাহান আকন্দ মাসুম, মো. এহসান হাবিব এ

"December bombing of opposition like Bangladesh in West Bengal

  ডিসেম্বরে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো বিরোধীদের বোমা হামলা   সামনে রেখে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন  উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনীতি। বিরোধী দল বিএনপির নেতারা হুমকি দিয়ে বলেছেন, ‘১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার নেতৃত্বে’।  তাদের এই হুমকির পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘ডিসেম্বরে বিএনপিকে মাঠে নামতে দেওয়া হবে না’। বাংলাদেশের মতো রাজনীতিতে এই ডিসেম্বরের হাওয়া লেগেছে ভারতের পশ্চিমবঙ্গেও।  ২০২৩ সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছেন ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসকে। চলতি মাসে বড় কিছু ঘটার ইঙ্গিত দিয়েছেন তিনি।  কিন্তু কী হতে চলেছে ডিসেম্বরে, তা খোলাসা করেননি এ বিজেপি নেতা। গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ১৩, ১৪ ও ২১ ডিসেম্বর- এই তিন দিন খুব গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘অপেক্ষা করুন দেখার জন্য।’  বিরোধীদের এমন কথায় গুঞ্জন শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তাহলে কি অকালে তৃণমূল সরকার পতনের ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা? ডিসেম্বরে কি বড়সড়

Japan, Britain and Italy are united in the production of warplanes

  জাপান, ব্রিটেন ও ইতালি যুদ্ধবিমান তৈরিতে ঐক্যবদ্ধ  পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির জন্য নিজেদের প্রকল্প গুলোকে একীভূত করছে জাপান, ব্রিটেন ও ইতালি। এই অংশীদারিত্ব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি ইউরোপ ছাড়িয়ে এশিয়াক যুক্ত করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এটিই জাপানের বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়া।  শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  এই যৌথ যুদ্ধবিমান প্রকল্পের চুক্তির বিষয়ে জুলাই মাসে প্রথম খবর প্রকাশ করেছিল রয়টার্স। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করা হবে যা হবে ব্রিটেনের ফিউচার কম্ব্যাট এয়ার সিস্টেম প্রজেক্ট (টেম্পেস্ট হিসেবে পরিচিত), জাপানের গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রামকে সমন্বিত করে।  ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং জাপান ও তাইওয়ানকে ঘিরে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকান্ডের মুখে এই চুক্তি জাপানকে চীনের সামরিক শক্তি মোকাবিলায় দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে। আর এই অঞ্চলে বড় ধরনের সামরিক ভূমিকা রাখার সুযোগ পাবে ব্রিটেন। ব্রিটেনের বিএই সিস্টেমস পিএলসি, জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস

907 people died due to lightning in India

 ভারতে বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু ভারতে চলতি বছর তাপপ্রবাহ ও বজ্রপাতের মতো চরম আবহাওয়ার ঘটনাগুলো বেড়েছে। দেশটিতে চলতি বছর বজ্রপাতে ৯০৭ জনের মৃত্যু হয়েছে বলে ভূ-বিজ্ঞান মন্ত্রণালয় পার্লামেন্টে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  গত বছরের তুলনায় চলতি বছর ভারতে তাপপ্রবাহ আট গুণ বেশি ছিল। সব মিলিছে বছরে ২৭ বার তাপপ্রবাহ এবং ১১১ বার বজ্রপাতের ঘটনা ঘটেছে। একই সময় বজ্রঝড় পাঁচ গুণের বেশি বেড়েছে এবং এই সংখ্যা ছিল ২৪০। বিজ্ঞানীরা এ ঘটনার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।  গত মাস পর্যন্ত এই ধরনের ঘটনার কারণে চলতি বছর ২ হাজার ১৮৩ জন মারা গেছে। বজ্রপাত, বন্যা ও ভারী বৃষ্টিপাত এই বছর ৭৮ শতাংশ মৃত্যুর জন্য দায়ী। প্রায় ১৪০ কোটি মানুষের দেশটিতে গত মার্চে এক শতাব্দিরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল এবং এপ্রিল এবং মে মাসে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি ছিল।  গত আগস্টে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভারতে বর্ষা মৌসুমে তাপমাত্রা চলতি শতাব্দিতে বেড়েছে এবং দেশটিতে ভবিষ্যতে আরও ঘন ঘন তাপপ্রবাহ দেখা দিতে পারে। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম কার্বন দূষণকারী, যদিও এর মাথাপিছু নির্গমন অনেক উন্নত দেশের তুলনায় অনেক কম। 

Vice President of Argentina sentenced to 6 years in prison for corruption

  দুর্নীতির দায়ে আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের ৬ বছরের কারাদণ্ড দুর্নীতির দায়ে আর্জেন্টিনার বর্তমান ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনারকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। তবে দেশের ভাইস প্রেসিডেন্ট হওয়ায় ক্রিস্টিনাকে জেল খাটতে হবে না।  বুধবার (৭ ডিসেম্বর) ভোরের দিকে (বাংলাদেশ সময়) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফার্নান্দেজ (৬৯) ‘প্রশাসনের সঙ্গে প্রতারণা’ করে তার বন্ধুকে সরকারি কাজ পাইয়ে দিয়েছিলেন। ঘটনাটি জানাজানি হলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অবশেষে আদালত তার বিরুদ্ধে এই রায় দেন। যদিও রায়ের বিরুদ্ধে আপিল করবেন ফার্নান্দেজ।  ছয় বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ফার্নান্দেজকে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আর্জেন্টাইন আদালত। তবে আপিল শেষ না হওয়া পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্ট পদে থাকবেন।  রায় ঘোষণার আগে প্রসিকিউটররা ফার্নান্দেজের ১২ বছরের কারাদণ্ড চেয়েছিলেন। পরে আদালত ছয় বছরের কারাদণ্ড দেন।  ফার্নান্দেজ বলেছেন, তার বিরুদ্ধে অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।  অ্যাসোসিয়েটে

7 people died in a roadside bomb explosion in Afghanistan

  ৭ জনের মৃত্যু আফগানিস্তানে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার ধারে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৭ জন।  স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মাজার-ই-শরীফ শহরে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে বাসে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতরা একটি পেট্রোলিয়াম কোম্পানির কর্মচারী ছিলেন।  মাজার-ই-শরীফের বলখ পুলিশ বিভাগের কর্মকর্তা আসিফ ওয়াজিরি বলেন, বোমাটি রাস্তার পাশে একটি কার্টে রাখা হয়েছিল। বাসটি আসার সঙ্গে সঙ্গে এটি বিস্ফোরিত হয়। এ ঘটনার পেছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।  গত মাসে, সামাঙ্গন প্রদেশের শহর আইবাকের একটি স্কুলে বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ২৪ জন।  এছাড়া, চলতি বছরের মে মাসে মাজার-ই-শরিফে ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছিলেন। জঙ্গি সংগঠন আইএসআইএস ওই হামলার দায় স্বীকার করে।  আফগানিস্তানের সাম্প্রতিক সহিংসতার মধ্যে একটি আত্মঘাতী বোমা হামলাও অন্তর্ভুক্ত রয়েছে। অক্টোবরে সংঘটিত হওয়া ওই হামলায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন কমপ্লেক্সে একটি মসজিদে চারজন নিহত হন।  তথ্যসূত্র: বাংলানিউজ।