Skip to main content

Posts

Showing posts from June, 2022

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

Biden announces deployment of US troops across Europe

 বিডেন ইউরোপ জুড়ে মার্কিন সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইউরোপজুড়ে অতিরিক্ত আমেরিকান সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। বুধবার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।  মাদ্রিদে অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে তিনি বলেছেন, ন্যাটোকে ‘সব দিক থেকে শক্তিশালী করা হবে — স্থল, আকাশ ও সমুদ্র।’  ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গের সঙ্গে বৈঠকে বাইডেন জানিয়েছেন, অতিরিক্ত হিসেবে স্পেনের রোটাতে মার্কিন নৌ-বিধ্বংসী বিমানের বহর চার থেকে বাড়িয়ে ছয়-এ উন্নীত করা হবে, সেনাবাহিনীর পঞ্চম ইউনিটের জন্য পোল্যান্ডে একটি স্থায়ী সদর দপ্তর করা হবে, রোমানিয়ায় তিন হাজার সেনা রোটেশন গ্রুপ ও অতিরিক্ত দুই হাজার সেনা মোতায়েন, ব্রিটেনে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমানের দুটি অতিরিক্ত স্কোয়াড্রন মোতায়েন, জার্মানি ও ইতালিতে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে।  বাইডেন বলেছেন, ‘আমাদের মিত্রদের সঙ্গে আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে ন্যাটো প্রতিটি অঞ্চলজুড়ে সব দিক থেকে হুমকি মোকাবেলায় প্রস্তুত।’  তিনি বলেছেন, ‘ (রাশিয়ার প্রেসিডেন্ট ) পুতিন যখন ইউরোপে শান্ত

Large quantities of yaba and heroin were recovered at Shibganj border

 শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় পৌনে ৬৩ লক্ষ টাকা মূল্যের ১২ হাজার পিস ইয়াবা ও ১ কেজি ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। গত রোববার রাতে হুদমাপাড়া এলাকায় এ অভিযান চালায় বিজিবি সদস্যরা।  ৫৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লার নেতৃত্বে আজমতপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৮১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের আজমতপুরের হুদমাপাড়া এলাকায় রোববার রাত ৯ টার দিকে টহল দেয়ার সময় ১ চোরাকারবারীকে দেখতে পায়।  এসময় তাকে ধাওয়া করলে সে ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটিতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ইয়াবা ও ১ কেজি ২৮০ গ্রামে হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। যার মূল্য প্রায় ৬২ লক্ষ ৮০ হাজার টাকা।

The founding anniversary of A-League was celebrated in a colorful way in Chapainawabganj

  চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে দলীয় কার্যালয় চত্বরে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা সোয়া ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্ক থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালির অগ্রভাগে বিশাল জাতীয় পতাকা ও দলীয় পতাকা বহন করে। পরে আ’লীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।  জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি মুহা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শরিফুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ আব্দুল ওদুদ, যুগ্ম সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোখলে

Gunmen strike again in US, juvenile killed in music concert, police seriously injured

 যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা, সংগীতানুষ্ঠানে কিশোর নিহত, গুরুতর আহত পুলিশ মার্কিন মুলুকে কিছুতেই কমছে না বন্দুকবাজের দাপট। এবারের ঘটনাস্থল খাস ওয়াশিংটন ডিসি। মিউজিক কনসার্টের অদূরে জনবহুল এলাকায় এলোপাথাড়ি গুলিতে জখম এক পুলিশ অফিসার-সহ বেশ কয়েকজন। পরে এক নাবালকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রæত ব্যবস্থা নিয়েছে বলে খবর।  উত্তর ওয়াশিংটনের ইউ স্ট্রিট। রোববার সন্ধ্যায় এখানে জমজমাট মিউজিক কনসার্টের আসর বসে। স্থানীয় ভাষায় যা ‘মোচেলা’ বলে অধিক পরিচিত। তার কাছাকাছিই ভিড় জমেছিল। উৎসাহী জনতা গান শুনতে এসেছিলেন। আর সেই ভিড়ের মাঝে আচমকাই ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে এক বন্দুকবাজ। কনসার্টের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীও গুলিতে জখম হন। এছাড়া বেশ কয়েকজন সাধারণ মানুষের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের দ্রæত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়।  গোটা এলাকা ঘিরে ফেলে ওয়াশিংটন মেট্রোপলিটান পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, জখম বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক। এর মধ্যে এক কিশোরের মৃত্যুর খবর নিয়েও শোরগোল

Bangladesh ranks 17th out of 180 countries in the environmental index

 পরিবেশগত সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭তম পরিবেশগত পারফরম্যান্স সূচকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ১৭৭তম হয়েছে বাংলাদেশ। এ তালিকায় সবার তলানিতে রয়েছে প্রতিবেশী ভারত। আরেক প্রতিবেশী পাকিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে একধাপ ওপরে। সম্প্রতি প্রকাশিত পরিবেশগত পারফরম্যান্স সূচকের (ইপিআই) দ্বিবার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।  বিশ্বের ১৮০টি দেশের পরিবেশগত পারফরম্যান্স তুলনা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ইপিআই-২০২২। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন দেশের পরিবেশগত পারফরম্যান্সের ওপর নম্বর দিয়ে এই র‌্যাংকিং নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি ও কলম্বিয়া ইউনিভার্সিটি। গত এক দশকে এসব দেশের পরিবেশগত অবস্থান কীভাবে পরিবর্তিত হয়েছে, সেই চিত্রও তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে।  এবারের র‌্যাংকিংয়ে পরিবেশগত পারফরম্যান্সে সবার শীর্ষে রয়েছে ডেনমার্ক। তাদের ইপিআই স্কোর ৭৭ দশমিক ৯০। গত এক দশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশটির ইপিআই স্কোর বেড়েছে ১৪ দশমিক ৯০। ৭৭ দশমিক ৭০ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। এক দশকে তাদের উন্নতি হয়েছে ২৩ পয়েন্ট।  শীর্ষ দশে থাকা বাকি দেশ

2 km with a burning tanker, many lives were saved

  একটি জ্বলন্ত ট্যাঙ্কার নিয়ে 2 কিমি, অনেক প্রাণ বাঁচালো পেট্রল স্টেশনে রাখা তেলের ট্যাংকারে হঠাৎ ধরে যায় আগুন । আর সেখানে থাকা অন্যদের জীবন বাঁচাতে সেই ট্যাংকার চালিয়ে নিয়ে যান মোহাম্মাদ ফায়সাল নামের এক চালক।  আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এমন ঘটনা ঘটেছে। সেখানে কাম্বরানি সড়কের পাশে পেট্রলপাম্পে রাখা ট্যাংকারে আকস্মিক আগুন ধরে যায়।  বিস্ফোরণে বিপুল প্রাণহানি হওয়ার আশঙ্কায় নিজের জীবন বাজি রেখে জ্বলন্ত ট্যাংকারটি প্রায় তিন কিলোমিটার দূরে নিয়ে যান চালক ফায়সাল। এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া নিজের ভিডিও সম্পর্কে ফায়সাল বলেন, আমার তখন মনে হচ্ছিল ট্যাংকারটি বিস্ফোরিত হবে, আমি মারা যাব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকের জীবন বাঁচানোর জন্য ফায়সালকে পাঁচ লাখ রুপি পুরস্কার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ফায়সালের এই কাজের প্রশংসা করেছেন ও গভীর কৃতজ্ঞতা

Heavy rains kill 10 in China

 চীনে ভারী বর্ষণে ১০ জন নিহত হয়েছে চিনের হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।  এএফপির প্রতিবেদনে বলা হয়,গত ১ জুন হুনান প্রদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এখন পর্যন্ত প্রায় প্রদেশটি ২ হাজার ৭০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  গৃহহীন হয়ে পড়েছে দুই লাখ ৮৬ হাজার মানুষ। তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।  হুনান প্রদেশের কর্মকর্তা লি দাজিয়ান বলেন, এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিনজন।  বৃহস্পতিবার(০৯ জুন) একটি বিবৃতিতে হুনান প্রদেশের সরকারের পক্ষ থেকে বলা হয়, ভারী বর্ষণে নদী ও হ্রদের পানির উচ্চতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।  স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে হুনান প্রদেশের ১৭ লাখ ৯০ হাজার মানুষ।  চিনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বন্যা সাধারণ ঘটনা। এ অঞ্চলগুলোতে গ্রীষ্ম মৌসুমে ভারী বৃষ্টিপাত হয়। গত বছর চীনের মধ্যাঞ্চলে বন্যায় তিন শতাধিক মানুষ নিহত হন।  তথ্যসূত্র: বাংলানিউজ

Military plane crashes in California, 4 killed

 ক্যালিফোর্নিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৪ জন নিহত হয়েছেন ক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বুধবার বিকেলে ৫ জন আরোহীসহ একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে চারজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে বিমানের অপর এক যাত্রী নিখোঁজ রয়েছেন।  বৃহস্পতিবার (৯ জুন) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়। মেরিন কর্পস এয়ার স্টেশন ক্যাম্প পেন্ডলটনে অবস্থিত বিমান ঘাঁটির এমভি-২২বি অসপ্রে এয়ারক্রাফট হিসেবে এটিকে শনাক্ত করা হয়েছে। অসপ্রে বিমানগুলো ‘উলম্ব টেকঅফ এবং অবতরণ’ করতে পারে। এটিতে হেলিকপ্টারের মতো ঘূর্ণমান পাখা থাকায় সরাসরি উপরে ও নিচে ওঠানামা করতে পারে। আবার বিমানের মতো চলতে পারে।  ঘটনাস্থল থেকে ৩০ মাইল দূরে অবস্থিত নেভাল ফ্যাসিলিটি ফেসবুকে দেওয়া এক পোস্টো জানায়, কোচেল্লা ক্যানেল রোড এবং হাইওয়ে ৭৮ এর আশেপাশে একটি বিমান বিধ্বস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফেডারেল ফায়ার এবং ইম্পেরিয়াল কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনার পর চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন। তথ্যসূত্র: ইন্ডিপেনডেন্ট, রাইজিংবিডি

The three and a half thousand year old city woke up

 জেগে উঠল সাড়ে তিন হাজার বছরের পুরনো শহর রাজপ্রাসাদ, দুর্গ সবই আছে শহরে। প্রায় তিন হাজার চারশ’ বছর আগের এই শহরটি এক সময় হারিয়ে যায় ইরাকের সবচেয়ে বড় জলাধারের নিচে। মারাত্মক খরায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় আবারও জেগে উঠেছে শহরটি। গত সোমবার ইরাকের প্রতœতাত্তি¡কেরা এ তথ্য জানিয়েছেন।  ব্রোঞ্জ যুগের স্থাপনাটি দীর্ঘকাল টাইগ্রিস নদীর পানিতে তলিয়ে ছিল। এই বছরের শুরুতে শহরটি জেগে ওঠে। এরপরই মসুল বাঁধের জলাধার পানিতে ভরে ওঠার আগে প্রাচীন শহরটিতে খোড়াখুড়ি শুরু করেন গবেষকরা।  ইরাকের কুর্দিস্তান অঞ্চলের প্রাচীন শহরটির জায়গা এখন কেমুন নামে পরিচিত। জার্মান ও কুর্দি প্রতœতাত্তি¡কদের একটি দল সেখানে খনন কাজ চলছে। গবেষকদের ধারণা মিত্তানি সাম্রাজ্যের আমলের স্থাপনাটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ১৫৫০ থেকে ১৩৫০ খ্রিষ্টপূর্বাব্দ পর্যন্ত এই সাম্রাজ্য সচল থেকেছে। এসব তথ্য জানিয়েছেন, জার্মানির ফ্রেইবার্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ার ইস্টার্ন আর্কিওলোজি বিভাগের জুনিয়র অধ্যাপক ইভানা পুলজিজ। তিনি গবেষক দলের সদস্য হিসেবে কাজ করছেন। পুলজিজ বলেন, ‘শহরটি সরাসরি টাইগ্রিসের উপর অবস্থিত হওয়ায় এটি মিত্তানি সাম্রাজ্যের মূল অঞ্চল, য

Fearing war, Taiwanese learn to wield a gun

 যুদ্ধের ভয়ে, তাইওয়ানিজরা বন্দুক চালাতে শেখে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধ দেখে তাইওয়ানবাসীদের শঙ্কা, বড় প্রতিবেশী দেশ যখন-তখন তার ছোট প্রতিবেশীর ওপর হামলা চালাতে পারে।  তাদের অনেকেই মনে করেন, চিনও যে কোনো সময় তাইওয়ানে হামলা চালাতে পারে। আর এ জন্য প্রস্তুতি এখনই শুরু করা ভালো৷ সেই ভাবনায় এরইমধ্যে বন্দুক চালানোর প্রশিক্ষণে নাম লিখিয়েছেন অনেকে৷ জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া৷ তারপর থেকে তাইওয়ানবাসীদের মাঝে বন্দুক প্রশিক্ষণে আগ্রহ যে হারে বাড়ছে এমন আগে কখনো দেখা যায়নি৷ রাজধানী তাইপের অদূরের পোলার লাইট প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান নির্বাহী মাক্স-চিয়াং জানালেন, জীবনে কোনোদিন বন্দুক হাতে নেননি, এমন অনেকেই আসছেন বন্দুক চালানো শিখতে৷ সংখ্যাটা নাকি আগের তুলনায় তিন থেকে চারগুণ!  ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে তাইওয়ানের প্রায় সব বয়স আর পেশার মানুষের মাঝেই বন্দুক চালানোর প্রশিক্ষণে আগ্রহ বেড়েছে৷ বলা হচ্ছে, ট্যুর গাইড থেকে ট্যাটু আর্টিস্ট পর্যন্ত মোটামুটি সবাই বিশেষ পরিস্থিতির জন্য তৈরি থাকতে গুলি চা