Skip to main content

Posts

Showing posts from September, 2022

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

Right to Information Day celebrated in Shibganj

শিবগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত ‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ও তথ্য কমিশনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, নির্বাচন অফিসার মো. তাসিনুর রহমান, ইউ.পি চেয়ারম্যানগণ। সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার অর্থ কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রাপ্তির অধিকার। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের অধিকার নিশ্চিতকরণে সচেতনতা গড়ে তোলার জন্যই তথ্য অধিকার দিবসটি পালিত হয়। তথ্য অধিকার আইনের লক্ষ্যই হল নাগরিকদের ক্ষমতায়ন ঘটানো, সরকারের সকল কর্মকান্ডের ব্যাপারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সার্বিক দিক থেকে দূর্নীতি ও অনিয়ম নিম্নগামী করা। সর্বোপরি রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থা যেন সর্বাবস্থায় জনগণের কল্যানের জন্য

Elvis Monroe's love story was leaked after 62 years!

  ৬২ বছর পর ফাঁস হলো এলভিস মনরোর প্রেমকাহিনি!   মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরোর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হলিউডের আরেক উজ্জ্বল নক্ষত্র রক সংগীতশিল্পী ও অভিনেতা এলভিস প্রিসলির সঙ্গে। অসম জুটির দুই কিংবদন্তির প্রেমকাহিনি স¤প্রতি ফাঁস করেছে এলভিসের এজেন্ট বাইরন। সংবাদমাধ্যমকে তিনি জানান, এলভিস-মনরোর গোপন প্রেমকাহিনি। ব্যক্তিজীবনে ১৯৬০ সালের জুনে এলভিস মনরোর প্রথম পরিচয় হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকায় প্যারামাউন্ট স্টুডিওর সেটে দেখা হওয়ার পর থেকে প্রায়ই তাদের সাক্ষাৎ হতো। তবে এ খবর মিডিয়ার সামনে আসুক, তা কখনোই চাননি মনরো। বয়সে নয় বছরের বড় হলেও মনরোকে ভীষণ ভালোবাসতেন এলভিস প্রিসলি। যার একমাত্র সাক্ষী বাইরন। দীর্ঘ ৬২ বছর এই তথ্য নিজের মনে চেপে রাখলেও এতদিনে হঠাৎ কেন তিনি বোমা ফাটিয়েছেন, এমন প্রশ্ন এখন অনেক মানুষের মনেই। ভেনিসে প্রদর্শিত মেরিলিন মনরোর জীবননির্ভর ‘বøন্ড’ ছবিটিই নাকি আগের স্মৃতিকে তাজা করে তুলেছে বাইরনের। তার সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো মনরো নাকি প্রায়ই এলভিসকে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এতে ন

Complications with constituencies due to river erosion

নদীভাঙনের কারণে নির্বাচনী এলাকা নিয়ে জটিলতা   ভারত হয়ে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। প্রায় পাঁচ দশক ধরে আগ্রাসী এ নদীতে বিলীন হয়েছে মানুষের আবাদি জমি, ভিটা মাটিসহ সরকারি-বেসরকারি অসংখ্য স্থাপনা। বাড়ি ঘর জমি হারিয়ে নিঃস্ব হয়ে স্থানান্তরিত হয়েছেন বহু পরিবার। পদ্মার ভাঙনের ফলে শিবগঞ্জ উপজেলার উজিরপুর, পাঁকা ও দুর্লভপুর এই তিন ইউনিয়নের হাজার হাজার বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বিশেষ করে ভাঙনের কবলে পড়ে উজিরপুর ইউনিয়নের প্রায় ৫০ শতাংশ বাসিন্দা পার্শ্ববর্তী পাঁকা, দুর্লভপুর ও ছত্রাজিতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাস শুরু করেছেন। এছাড়াও কিছু পরিবার শিবগঞ্জ পৌর এলাকায় স্থায়ী আবাসনও গড়েছেন। এক ওয়ার্ডের বাসিন্দা অন্য ওয়ার্ডে স্থায়ী আবাসন বানিয়ে বসবাস করছেন। এতে নদী  তীরবর্তী এলাকার নির্বাচনী এলাকা নিয়ে দেখা দিয়েছে  জটিলতা। ২০২১ সালের ২০ জানুয়ারি (মঙ্গলবার) নির্বাচনী সীমানা নিষ্পত্তির আবেদন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছিলেন উজিরপুর ইউনিয়নের সাবেক মেম্বার রফিকুল ইসলাম। আবেদনের একটি অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তার কাছেও জমা দিয়েছিলেন তিনি। রফিকুল

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন রুহুল আমিন

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন রুহুল আমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রুহুল আমিন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিলের কাছে মনোনয়ন জমা দেন তিনি। রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থী করায় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। সবাইকে সঙে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র তুললেও জমা দিয়েছেন মাত্র একজন। এছাড়া সংরক্ষিত আসনে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন মনোনয়ন দাখিল করেছেন।