Skip to main content

Posts

Showing posts from February, 2019

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

ranihatihat

photo

Central Binodpur Dakhil Madrasa's annual banquet held

মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মধ্য বিনোদপুর দাখিল মাদ্রাসার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী জিয়া শিশু পার্কে এ বনভোজন অনুষ্ঠিত হয়।  বনভোজনে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক  মজিবুর হমান, সহ-সুপারিন্টেন্ডেন্ট আহসান হাবিব, শিক্ষক সেতাব উদ্দিন, নাসিমা বেগম,মাও. মুনিরুজ্জামান, মাও. শাখাওয়াত হোসেন, মাহিদুর রহামান, রুমালি বেগম, মামুন-আর-রশিদ, তোজাম্মেল হোসেন, রাজিয়া বেগম, মাও. হবিবুর রহমানসহ মাদ্রাসার বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীবৃন্দ ।

Vitamin A Plus campaign launched

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল চত্বরে সকালে জাতীয় ভিটামিন “এ”  ক্যাম্পেইন (২য় রাউন্ড) কর্মসুচির আনুষ্ঠাানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ফেরদৌস মুহাঃ খায়রুল আতাতুর্ক। এসময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাদিম সরকার, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, অর্থপেডিক্স বিভাগের কনসালট্যান্ট ডা. ইসমাইল হোসেন, ইপিআই ইন্সপেক্টর আমিরুল ইসলাম জীবনসহ  স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ।  এবছর চাঁপাইনবাবগঞ্জের ১ হাজার ২০১টি কেন্দ্রের ৫ উপজেলা ও ১ পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী ২৪ হাজার ৩০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৭৭ হাজার ৯’শ ৪১ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।  চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০২-১৯

One arrested with 4,000 yaba pills from Ranihati area

রানীহাটি এলাকা থেকে ৪ হাজার পিছ ইয়াবাসহ একজন আটক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রানীহাটি হল মোড় এলাকা থেকে ৪ হাজার ৪ শ’ পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে ছল্ফাজিতপুর গ্রামের জবদুল হকের ছেলে কাবিল হক (৩৫)।  র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শিবগঞ্জে বাবুপুর মোড় হতে রানীহাটি হল মোড়গামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে বাবুপুর মীরাটুলি গ্রামস্থ জনৈক বুলবুল মিয়ার বাড়ীর সামনে অভিযান চালায় র‌্যাব। পরে ৪ হাজার ৪শ’ পিছ ইয়াবাসহ কাবিলকে আটক করা হয়।  র‌্যাব আরো জানায়, আটক কাবিল দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ 

Bogura District Awami League President Momtaz's namaz-e-janaza was attended by Rasik Mayor Liton.

বগুড়া জেলা আ’লীগের সভাপতি মমতাজের জানাজা নামাজে অংশ নেন রাসিক মেয়র লিটন প্রবীণ আ’লীগ নেতা মমতাজ উদ্দিনকে শেষ দেখা দেখছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন -সোনার দেশ  বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনের প্রথম জানাজার নামাজে অংশ নিয়েছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।  গতকাল রোববার বাদ যোহর বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুম মমতাজকে শেষবারের মতো দেখেন মেয়র খায়রুজ্জামান লিটন। জানা গেছে, গতকাল রোববার ভোরে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন বগুড়া জেলা আওয়ামী সভাপতি মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন।  বাদ জোহর আলতাফুন্নেছা খেলার মাঠে মরহুমের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।  জানাজার আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাযার নামাজে অংশ নেন খাদ্যমন্ত্রী সাধানচন্দ্র মজুমদার, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান, বগুড়া পল্লী উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক আমিনুর ইসলামসহ ব

'Devi' to be screened in 16 theatres across the Middle East

এবার মধ্যপ্রাচ্যের ১৬ প্রেক্ষাগৃহে ‘দেবী’ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এবার মধ্যপ্রাচ্যের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘দেবী’। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক জয়া আহসান। ২১ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব-আমিরাত, বাহরাইন, ওমানসহ মধ্যপ্রাচ্যের ১০টি শহরের দর্শকরা ছবিটি দেখতে পারবেন। মিডিয়া মেজ ছবিটি মধ্যপ্রাচ্যে পরিবেশনার দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল বলেন, ‘‘দেবী’ নিয়ে এখানকার বাংলা ভাষাভাষীদের আগ্রহ ছিল দেখার মতো।  তাদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্রের যাত্রা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে।’’ জানা গেছে, আরব-আমিরাতের মধ্যে দুবাইয়ে ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহের নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবির ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মল-এ প্রদর্শিত হবে ‘দেবী’। এছাড়া ওমানের রুইয়ি, সালালাহ, সোহার, সুর নামের শহরগুলোর সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শিত হবে ছবিটি। এ প্রসঙ্গে ছবির প্রযোজক জয়া আহসান বলেন, ‘মিসির আলি-রানু-নীলু-আনিস-আহমেদ সাবেতরা এখন মধ্যপ্

Sonam's hit film to be featured in Oscar library

অস্কার লাইব্রেরিতে স্থান পাচ্ছে সোনমের হিট ছবি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের লাইব্রেরিতে স্থান পেতে চলেছে ভারতীয় ছবি। তাও আবার এমন একটি ছবি যা সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবির নাম ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’।  ১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। সমকামিতা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের কোর কালেকশনে স্থান পেয়েছে ছবির চিত্রনাট্য। জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সোনম কাপুর জানিয়েছেন, এটি তার অন্যতম প্রিয় ছবি। অস্কার লাইব্রেরির জন্য ছবিটি নির্বাচিত হওয়ায় তিনি অবশ্যই খুশি। কিন্তু তার চেয়েও বেশি আনন্দিত এই কারণে যে এটি তার সঙ্গে তার বাবার প্রথম অভিনীত ছবি।  ছবির মেসেজ সবার জানা দরকার। ছবির গল্প সুইটি চৌধুরীকে নিয়ে। পাঞ্জাবের এক ধনী কাপড় ব্যবসায়ীর মেয়ে। একদিন সুইটির সঙ্গে দেখা হয় সাহিল মির্জার। সুইটির প্রেমে পড়ে সাহিল। কিন্তু সুইটি সাহিলকে ভালবাসে না। এরপর কী হয়? আর পাঁচটা গল্পে দেখা যায় মেয়ের মন পেতে এবার ছেলে নিজেকে মেয়েটির উপযুক্ত করে তুলতে চায়। ভাল চাকরি পেলেই মেয়ে তার প্রেমে পড়ে যাবে। মেয়ের বাড়িতেও কোনও সুবিধা করবে না। এই গল্প এখন বস্তাপচা। শেলি চোপড়া তাই সেই ঝুঁকিই নেননি। গল্প

Five children rescued in Chapainawabganj, suspected ice cream seller arrested

চাঁপাইনবাবগঞ্জে ৫ শিশু উদ্ধার সন্দেহভাজন আইসক্রিম বিক্রেতা আটক চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলিনগর ভূতপুকুর এলাকার একটি আমবাগান থেকে গতকাল শনিবার দুপুরে ৫ শিশুসহ সন্দেহভাজন রবিউল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালশা গ্রামের এনামুল হকের ছেলে এবং পেশায় আইসক্রিম বিক্রেতা।  শিশুদের পাচারের উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। উদ্ধার হওয়া শিশুরা হলো- জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিরপুকুর গ্রামের নাইমুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৭) ও কাব্বির হোসেন (৫), শরিফুল ইসলামের ছেলে আবদুর রহমান (৮), আবদুল খালেকের ছেলে সেলিম হোসেন (৬) ও মোহাম্মদ কলিমের ছেলে ইসমাইল হোসেন (৪)। আলিনগর ভূতপুকুর এলাকার জাফর আলী জানান, আমবাগানে ৫ শিশুকে নিয়ে এক যুবক বসেছিল, তবে শিশুগুলো কান্নাকাটি করায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ শিশুদের উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিরপুকুর এলাকা থেকে ৫ শিশুকে নি