Skip to main content

Posts

Showing posts from January, 2019

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

সোহরাওয়ার্দীতে ‘বিজয় সমাবেশ’ শুরু

সোহরাওয়ার্দীতে ‘বিজয় সমাবেশ’ শুরু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার বেলা আড়াইটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।  গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয়ের উৎসব হিসেবে এই সমাবেশ করছে ক্ষমতাসীন দল। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।  সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে উঠে। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উদ্যান। বেলা ১১টায় সমাবেশস্থলে প্রবেশের গেইট খুলে দেয়া হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘বিজয় উৎসবে লাখ লাখ মানুষের সমাগম হবে। এই সমাগম উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডগ স্কোয়াড ও মেটাল ডিটেকটর দিয়ে সমাবেশস্থল স্যুইপিং করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।’  ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন: বিটিআরসি

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন: বিটিআরসি মোবাইল ফোন সেবায় স্বল্পমেয়াদী ইন্টারনেট ও ভয়েস (কথা বলা) প্যাকেজের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার সংস্থাটি জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইন্টারনেট ও ভয়েস কলের ক্ষেত্রে সব প্রকার প্যাকেজ, অফার বা বান্ডেলের মেয়াদ হবে ন্যূনতম তিন দিন। এর আগে গত মাসের শুরুতে মোবাইল অপারেটরগুলোকে দেওয়া এক নির্দেশনায় বিটিআরসি প্যাকেজের সর্বনিম্ন মেয়াদ ৭ দিন করার নির্দেশ দিয়েছিল। একই নির্দেশনায় প্যাকেজের সর্বোচ্চ মেয়াদ নির্ধারণ করা হয়েছিল ৩০ দিন। অবশ্য নতুন নির্দেশনায় সর্বোচ্চ মেয়াদ নিয়ে কিছু বলা হয়নি। বিটিআরসি ২৪ জানুয়ারি নতুন নির্দেশনা জারি করে। এতে বলা হয়েছে, একজন গ্রাহক ‘পে পার ইউজ’ প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সীমা অতিক্রান্ত হলে তাঁকে প্যাকেজ কিনতে হবে। স্বয়ংক্রিয়ভাবে চালু বা অটো–রিনিউ অপশন চালু থাকলে মেয়াদ বা পরিমাণ উত্তীর্ণ হওয়ার পরই প্যাকেজটি নতুন করে চালু হয়ে যাবে। রোববার থেকে এই দুই নির্দেশনা চালু হওয়ার কথা। বিটিআরসি গত মাসে যে নির্

উপদেষ্টা পরিষদেও চমক আসছে?

উপদেষ্টা পরিষদেও চমক আসছে? মন্ত্রিসভায় যেরকম চমক দেয়া হলো। দলের হেভিওয়েট নেতারা মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন। তেমনি কি এবার উপদেষ্টা মণ্ডলীতেও বড় ধরনের চমক আসবে? আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদ এত শক্তিশালী ছিল না। কেবল একজন রাজনৈতিক উপদেষ্টা ছিলেন। যিনি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতেন। কিন্তু দ্বিতীয় মেয়াদে ২০০৮ সালে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করেন। সেই উপদেষ্টা পরিষদে এইচটি ইমাম, ড. আলাউদ্দীন আহমেদ, সৈয়দ মোদাচ্ছের আলী, ড. মশিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক এলাহিসহ স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিদের তিনি উপদেষ্টা হিসেবে নিয়ে আসেন। সেই সময় বিতর্ক উঠেছিল। প্রশ্ন উঠেছিল উপদেষ্টা পরিষদ প্যারালাল মন্ত্রিসভা কিনা। উপদেষ্টা পরিষদ মন্ত্রিদের চেয়েও ক্ষমতাবান ব্যক্তি কিনা। দেখা গেছে, উপদেষ্টাদের অনেক সময় মন্ত্রীদের নিয়মিত বৈঠকে অংশগ্রহণ নিয়েও বিতর্ক হয়েছিল। কিন্তু আস্তে আস্তে উপদেষ্টাদের ক্ষমতা সীমিত করা হলেও উপদেষ্টা পরিষদ একটি কার্যকর এবং ক্ষমতাবান

১০০ ফুট লম্বা দোসা!

১০০ ফুট লম্বা দোসা! ভারতের পশ্চিমবঙ্গসহ উত্তর-পূর্বের বিশেষ করে উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওডিশায় সকাল-বিকেলে মানুষ নাশতা করে থাকেন রুটি, পরোটা, লুচি, কচুরি ইত্যাদি দিয়ে। আর এসব তৈরি হয় আটা ও ময়দা দিয়ে। কিন্তু দক্ষিণ ভারতের চিত্র অন্য। তাঁরা খেয়ে থাকেন ইডলি, দইবড়া,দোসা বা ধোসা। এগুলো তৈরি হয় চালের গুঁড়ো ও মাষকলাই ডাল দিয়ে। সেখানে ভোরের নাশতাতেও থাকে ইডলি, দোসা ও বড়া। এবার দক্ষিণ ভারতের এই প্রিয় খাবার দোসা তৈরিতে বিশ্ব রেকর্ড করেছে তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজের আইআইটি ক্যাম্পাস। দোসাটি লম্বায় ১০০ ফুট। গত ১১ জানুয়ারি এটি তৈরি করা হয়। রাজধানী চেন্নাইয়ের হোটেল সরভনা’র প্রধান রাঁধুনি ভিনোদ কুমার তাঁর দলের ৬০ জন রাঁধুনিকে নিয়ে তৈরি করেছেন এই ১০০ ফুট লম্বা দোসা। এর আগে সবচেয়ে বড় দোসা বানানোর রেকর্ড ছিল তেলিঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদ শহরের হোটেল দাসপাল্লার। সেখানে তৈরি হয়েছিল প্রায় ৫৪ ফুট ৮ ইঞ্চি লম্বা দোসা। এবার সেই রেকর্ড ভেঙেছে চেন্নাইয়ের হোটেল সরভনা। তারা এই ১০০ ফুট লম্বা দোসাটি তৈরি করেছে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে। পরে এটি কেটে খাওয়ানো হয় উপস্থিত অতিথি ও দর্শকদের। সংশ্

পদত্যাগ করলেন বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন বুরকিনা ফাসোর প্রধানমন্ত্রী বুরকিনা ফাসোর সরকার ও প্রধানমন্ত্রী পল কাবা থিবা শুক্রবার পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্টের দেয়া এক বিবৃতিতে একথা বলা হয়। খবর এএফপি’র।  বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী পল কাবা থিবা শুক্রবার বিকেলে তার পদত্যাগপত্র জমা দেন।’ এতে আরো বলা হয়, ‘প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ করে দেশের জন্য কাজ করায় প্রধানমন্ত্রী পল কাবা থিবা ও তার সরকারের মন্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’  প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরি ২০১৬ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে ঝানু অর্থনীতিবিদ থিবাকে নির্বাচন করেন। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলো বিরোধী রাজনৈতিক দলগুলো তার পদত্যাগের দাবি জানিয়ে আসছিল। পশ্চিম আফ্রিকার দেশটি ক্রমবর্ধমান জিহাদি হামলা ও লোকজনকে জিম্মি করার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে।৩৪ বছর বয়সী কানাডীয় নাগরিক এডিথ ব্লাইস ও তার পার্টনার ৩০ বছর বয়সী ইতালীয় নাগরিক লুকা তাচেতো গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে নিখোঁজ রয়েছে। আরো পড়ুন: আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান চালাতে সু চি’র নির্দেশ  এদিকে বুধবার রাতে দেশটির উত্তরপূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত স্বর্ণ খনি

সোহরাওয়ার্দীতে ‘বিজয় সমাবেশ’ শুরু

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার বেলা আড়াইটায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।  গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিপুল বিজয়ের উৎসব হিসেবে এই সমাবেশ করছে ক্ষমতাসীন দল। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় প্রধান অতিথির ভাষণ দেবেন।  সমাবেশ উপলক্ষে সকাল ১০টা থেকেই সোহরাওয়ার্দী উদ্যান লোকারণ্য হয়ে উঠে। ‘জয় বাংলা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উদ্যান। বেলা ১১টায় সমাবেশস্থলে প্রবেশের গেইট খুলে দেয়া হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, ‘বিজয় উৎসবে লাখ লাখ মানুষের সমাগম হবে। এই সমাগম উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডগ স্কোয়াড ও মেটাল ডিটেকটর দিয়ে সমাবেশস্থল স্যুইপিং করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।’  ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৭টি আসনে জয় পায় শেখ হাসিনার

Avmbœ wkeMÄ Dc‡Rjv wbe©vP‡b AvIqvgx jx‡Mi fvBm †Pqvig¨vb c`cÖv_©x †gvt mv‡R`yj nK mvR

Avmbœ wkeMÄ Dc‡Rjv wbe©vP‡b AvIqvgx jx‡Mi fvBm †Pqvig¨vb c`cÖv_©x †gvt mv‡R`yj nK mvRy wbe©vPb cwiPvjbv KwgwUi †Pqvig¨vb gy³v fvB‡qi Kv‡Q g‡bvbqb cÎ Rgv w`‡jb| mvRy gvgv 1982 Bs mv‡j evsjv‡`k QvÎjx‡M †hvM`vb| 1985 Bs I 1987 Bs mv‡j Avw`bv dRjyj nK miKvix K‡jR I wkeMÄ Dc‡Rjv QvÎjx‡Mi mfvcwZ wnmv‡e ØvwqZ¡ cvjb| 1987 mv‡j wke M†Ä Rb‡bÎx †kL nvwmbvi Rbmfvq †bZzZ¡`vb Ges Gikv` we‡ivax Av‡›`vj‡b Ask MÖnb| A`¨ewa AvIqvgxjx‡Mi msMVK wnmv‡e `‡j mwµq i‡q‡Q|

রহনপুরে গ্রামবাংলার পিঠা উৎসব পালিত

রহনপুরে গ্রামবাংলার পিঠা উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রানকেন্দ্র রহনপুরে গ্রাম বাংলার ঐতিহ্য পৌষ মাসে পিঠা-পুলির উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপি রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায় এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো গ্রামবাংলার এ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগমের এ আয়োজন করেন। এলাকার ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষককে এ নবান্ন উৎসবে অংশ নেয়ার জন্য প্রতিবছর তারা তিন কেজি করে সংগ্রহ করা মাঠের ধান দিয়ে থাকে। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উৎসাহী হয়ে এ পিঠা উৎসবে অংশ নেন। লাল-হলুদ শাড়ি, কাঁচা ফুলের মালা পরে ছাত্র-ছাত্রীসহ সকল বয়সের নারী-পুরুষ সারাদিন পিঠা তৈরি ও নাচে-গানে মেতে উঠে। ঢেঁকি ও যাঁতার শব্দে উৎসবটিতে একটি অন্যরকম মাত্রা যোগ করেছে। ছেলে-মেয়েদের সংগ্রহ করা ধান থেকে ঢেঁকি ছাঁটা চাল যাঁতায় পিসে তৈরি করা আটা দিয়ে হরেক রকমের পিঠা-পুলি খেতে আসেন জনসাধারণ। আবার প্যাকেট করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বাসায় পৌঁছে দেয়া হয় এ পিঠা। পিঠা খেতে আসা উৎসুক অতিথিদের গ

রহনপুরে গ্রামবাংলার পিঠা উৎসব পালিত

রহনপুরে গ্রামবাংলার পিঠা উৎসব পালিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রানকেন্দ্র রহনপুরে গ্রাম বাংলার ঐতিহ্য পৌষ মাসে পিঠা-পুলির উৎসব পালিত হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপি রহনপুর পৌর এলাকার বাবুরঘোন মহল্লায় এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো গ্রামবাংলার এ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য উত্তর রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মমতাজ বেগমের এ আয়োজন করেন। এলাকার ছাত্র-ছাত্রীরা তাদের প্রিয় শিক্ষককে এ নবান্ন উৎসবে অংশ নেয়ার জন্য প্রতিবছর তারা তিন কেজি করে সংগ্রহ করা মাঠের ধান দিয়ে থাকে। প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী উৎসাহী হয়ে এ পিঠা উৎসবে অংশ নেন। লাল-হলুদ শাড়ি, কাঁচা ফুলের মালা পরে ছাত্র-ছাত্রীসহ সকল বয়সের নারী-পুরুষ সারাদিন পিঠা তৈরি ও নাচে-গানে মেতে উঠে। ঢেঁকি ও যাঁতার শব্দে উৎসবটিতে একটি অন্যরকম মাত্রা যোগ করেছে। ছেলে-মেয়েদের সংগ্রহ করা ধান থেকে ঢেঁকি ছাঁটা চাল যাঁতায় পিসে তৈরি করা আটা দিয়ে হরেক রকমের পিঠা-পুলি খেতে আসেন জনসাধারণ। আবার প্যাকেট করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের বাসায় পৌঁছে দেয়া হয় এ পিঠা। পিঠা খেতে আসা উৎসুক অতিথিদের গ্র

League's women leaders race to become MPs of reserved seats in Chapainawabganj

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত আসনের এমপি হতে আ’লীগের নারী নেতাদের দৌড়ঝাঁপ সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পর চাঁপাইবাবগঞ্জের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় এখন সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন। এরই মধ্যে আগ্রহী নারী নেত্রীরা স্থানীয় ও কেন্দ্রে জোর লবিং শুরু করেছেন। এ আসনে মনোনয়ন দৌড়ে থাকা নারী নেত্রীরা হলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার রেখা, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি।  চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অ্যাড. শামসুল হকের মেয়ে অ্যাড.ইয়াসমিন সুলতানা রুমা মনে করেন, সংসদ সদস্যের মূল কাজই হচ্ছে আইন প্রনয়ন, সংসদে যাওয়ার সুযোগ পেলে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী ও রাজনৈতিক সচেতন করে তোলার কাজ করে যাচ্ছি অনেকটা সময় ধরেই। যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সবার কাছেই পরিচিত। নারীরা এখন রাজপথেও সামনে থাকে।  মনোনয়ন দৌড়ে থাকা অন্য তিনজন, হালিমা খাতুন, শাহিদা আকতার রেখা

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত আসনের এমপি হতে আ’লীগের নারী নেতাদের দৌড়ঝাঁপ

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত আসনের এমপি হতে আ’লীগের নারী নেতাদের দৌড়ঝাঁপ সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পর চাঁপাইবাবগঞ্জের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় এখন সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন। এরই মধ্যে আগ্রহী নারী নেত্রীরা স্থানীয় ও কেন্দ্রে জোর লবিং শুরু করেছেন। এ আসনে মনোনয়ন দৌড়ে থাকা নারী নেত্রীরা হলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার রেখা, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অ্যাড. শামসুল হকের মেয়ে অ্যাড.ইয়াসমিন সুলতানা রুমা মনে করেন, সংসদ সদস্যের মূল কাজই হচ্ছে আইন প্রনয়ন, সংসদে যাওয়ার সুযোগ পেলে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী ও রাজনৈতিক সচেতন করে তোলার কাজ করে যাচ্ছি অনেকটা সময় ধরেই। যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সবার কাছেই পরিচিত। নারীরা এখন রাজপথেও সামনে থাকে। মনোনয়ন দৌড়ে থাকা অন্য তিনজন, হালিমা খাতুন, শাহিদা আকতার রে

এমপি ডা. শিমুলের সঙ্গে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

এমপি ডা. শিমুলের সঙ্গে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গত শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে এমপি ডা. শিমুলের বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলামের নেতৃত্বে এমপি শিমুলকে ফুলের তোড়া উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহা. ইমরান আলী, কোষাধ্যক্ষ এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মামুন-উর-রশিদ, দফতর-প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক রিপন আলি রকি, নির্বাহী সদস্য তৌহিদুল আলম টিয়া, শরিফুল ইসলাম, সদস্য জিয়াউল হক, এইচএম সারওয়ার রফিকসহ অন্যরা। এছাড়া আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, এমপি ডা. শিমুলের ছোট ভাই ও সিএন্ডএফ’র সাবেক সদস্য সচিব সোহেল আহমেদ পলাশ, দূর্লভপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবু আহমদ নজমুল কবীর মুক্ত ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ নেতৃকর্মীবৃন্দ। এ সময় নবনির্বাচিত এমপি ডা. শিমুল বলেন সাংবাদ

আহত আ’লীগ নেতাদের দেখতে হাসপাতালে ডা. শিমুল এমপি

আহত আ’লীগ নেতাদের দেখতে হাসপাতালে ডা. শিমুল এমপি শিবগঞ্জে নির্বাচনের জের ধরে জামায়াত শিবিরের হামলায় গুরুতর আহত হওয়া হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামীলীগ কর্মীদের খোঁজখবর নিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। গতকাল রোববার সকাল ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন ইয়াসিন আলি ফিটু সরকারের দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। উল্লেখ্য, যে ইয়াসিন আলি ফিটু গত বৃহস্পতিার বিকেলে শিমুলকে অভিনন্দন জানাতে বাড়ি থেকে বের হলে চককীর্তি ইউনিয়নের বিমর্ষউ গ্রামের ইয়াসিন আলি ফিটুতে জামায়াত শিবিরের ক্যাডাররা উপর্যপুরি কুপিয়ে জখম করে। একই দিনে তিনি গত শুক্রবার দুপুরে জামায়াত শিবিরের ক্যাডারদের হামলায় শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য বশির আলি (৪২)ও শ্যামপুর ইউনিয়ন যুবলীগ সদস্য এমদাদুল হককে (৩২) দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তিনি দ্রুত তাদের আরোগ্য কামনা করেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেফতার পূর্বক আইননুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দেন।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেলেন যারা

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেলেন যারা একাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন ৪৬ জন সদস্য। এর মধ্যে মন্ত্রী হিসেবে ২৪ জন, প্রতিমন্ত্রী হিসেবে ১৯ জন এবং ৩ উপমন্ত্রী জন সদস্য।  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন, ওবায়দুল কাদের, মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তাজুল ইসলাম, খালিদ মাহমুদ চৌধুরী, বীর বাহাদুর উ শৈ শিং, আ হ ম মুস্তফা কামাল, গোলাম দস্তগীর গাজী, ড. দীপু মনি, এম এ মান্নান, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান জাবেদ, মহিবুল হাসান নওফেল, টিপু মুন্সী, জাহিদ আহসান রাসেল, ড. আব্দুর রাজ্জাক, শাহরিয়ার আলম, স্বপন ভট্টাচার্য, শাহাবউদ্দীন, ডা. এনামুর রহমান, আ ক ম মোজাম্মেল, আশরাফ আলী খান খসরু, ও শ ম রেজাউল করিম। তারা ফোন পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন সদস্যদের নাম ঘোষণা করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রিসভায়

বাদ মতিয়া, আমু, তোফায়েল, নাহিদ, ইনু, মেননসহ ৩৬

বাদ মতিয়া, আমু, তোফায়েল, নাহিদ, ইনু, মেননসহ ৩৬ নতুন মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী স্থান পাচ্ছেন। আগামীকাল সোমবার বিকেলে তাঁদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন। এ তালিকায় নতুনদের প্রাধান্য রয়েছে। নতুনদের জায়গা দিতে বাদ পড়েছেন বর্তমান মন্ত্রিসভার বেশ কয়েকজন হেভিওয়েট রাজনৈতিক নেতা। বিগত মন্ত্রিসভার ২৫ মন্ত্রী, ৯ প্রতিমন্ত্রী ও ২ উপমন্ত্রী এবারের মন্ত্রিসভায় স্থান পাননি। আর আগের মন্ত্রিসভার জন প্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি মারা যান। নতুন তালিকায় বেশ বাদ পড়াদের তালিকায় রয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আগেই জানিয়েছিলেন তিনি অবসর নিতে চান। এবারের সংসদ নির্বাচনে তিনি প্রার্থীও হননি। বাদ পড়াদের তালিকায় আরও রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ

বাদ পড়া নিয়ে কি বলছেন তোফায়েল আহমেদ?

বাদ পড়া নিয়ে কি বলছেন তোফায়েল আহমেদ? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভা আজ বিকেলে শপথ নিতে চলেছে। নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাননি তোফায়েল আহমেদের মত ঝানু রাজনীতিবিদ। তবে এ নিয়ে কোনো রকম আক্ষেপ প্রকাশ করতে নারাজ অভিজ্ঞ এই রাজনীতিবিদ। এক সাক্ষাৎকারে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী উনার পছন্দমত যোগ্য, সৎ ও আদর্শবাদ ব্যক্তিদের নিয়েই কেবিনেট করেন।  ‘আমার মনে হয় তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সেজন্যই করেছেন ও ভালোই করেছেন।’ তোফায়েল আহমেদ বলেন, ‘আমি ৭২ সাল থেকে প্রতিমন্ত্রী, ৯৬য়ে মন্ত্রী ছিলাম। নির্বাচনকালীন সরকারে শিল্প ও গৃহায়ন এবং পরে আবার বাণিজ্যমন্ত্রী ছিলাম। সুতরাং আমরা যারা পুরনো তাদের তো নতুনদের জায়গা দিতে হবে। একসময় তো যেতে হবে।’  বিদায়ী মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই প্রবীন রাজনীতিক আরো বলেন, ‘আমার মনে হয় উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যারা কেবিনেটে জায়গা পেয়েছেন তারা সবাই যোগ্য। আমি মনে করি প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা ভালোভাবেই সরকার পরিচালনা করে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন।’

Sheikh Hasina's record of becoming the Prime Minister for four terms/

চার মেয়াদের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনার রেকর্ড চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে এটা রেকর্ড। এর আগে কেউ চতুর্থবার প্রধানমন্ত্রী হননি।  সোমবার বিকাল তিনটা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এই শপথবাক্য পাঠ করান আওয়ামী লীগ সভাপতিকে। প্রথমে তিনি সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন ও পরে গোপনীয়তার শপথ নেন।  এই অনুষ্ঠান শুরু হয় বেলা সাড়ে তিনটায়। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।  রাষ্ট্রপতির কাছে দুই ধরনের শপথবাক্য ‍উচ্চারণের পর শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী।  বঙ্গবন্ধু কন্যা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৯৬ সালের ২৩ জুন। এরপর ২০০৯ সালের ৬ জানুয়ারি, ২০১৪ সালের ১২ জানুয়ারিও তিনি সরকার প্রধান হিসেবে শপথ নেন।  বঙ্গবন্ধু কন্যার ক্ষমতায় ফেরার আগে দীর্ঘ সময় তাকে লড়াই করতে হয়েছে রাজপথে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিদেশে থাকার কারণে তিনি ও তার বোন শেখ রেহানা বেঁচে যান। ওই রাতে হত্যা করা হয় তার বাবা জাতি

সোমবার মন্ত্রীসভার শপথ

সোমবার মন্ত্রীসভার শপথ শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি। আগামী সোমবার নতুন মন্ত্রীসভার শপথ অনুষ্ঠিত হবে। এদিন বিকাল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনে এ শপথ বাক্য পাঠ করাবেন। আজ বৃহস্পতিবার বঙ্গভবন সূত্র এ তথ্য নিশ্চিত করে। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়া আওয়ামী লীগকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। আজ বিকাল ৪টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছান শেখ হাসিনা। এ সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার এটাই প্রথম সাক্ষাৎ।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংসদ সদস্য বইয়ে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থবারের মতো ও টানা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার তিনি সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা পুনর্নির্বাচিত হয়েছেন। আজ বিকেল জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, যিনি একজন জননন্দিত নেতা এবং আন্তর্জাতিক বিশ্বের একজন বিশিষ্ট রাজনীতিবিদ তিনি চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কেননা, আমরা সর্বসম্মতিক্রমে তাঁকে আমাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি।’ তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা হিসেবে দলের সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করলে দলের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমু তা সমর্থন করেন। সংসদীয় দলের নেতা নির্বাচনের পরে

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম, এমপি- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদকের মৃত্যুতে এক শোক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মত রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতি আজ শোকে মূহ্যমান। বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের অত্যন্ত সুযোগ্য পুত্র সৈয়দ আশরাফ ছিলেন পুরোদস্তুর সৎ ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক ও গণমানুষের নেতা। প্রধানমন্ত্রী ১/১১-এর দুঃসময়ে তাঁর বলিষ্ঠ ভূমিকার কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি আরও বলেন, মানুষের হৃদয়ে এই জননেতা চিরদিন তাঁর কীর্তির মাধ্যমে বেঁচে থাকবেন। আরও পড়ুনঃ সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই প্রধানমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভ

নতুন এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নতুন এমপিদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নির্বাচিত সংসদ সদস্যরা। আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আবার শ্রদ্ধা নিবেদন করেন।  এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিমসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আ.লীগই ক্ষমতায় আসছে: শেখ হাসিনা

আ.লীগই ক্ষমতায় আসছে: শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট একেবারে দোড়গোড়ায়। বাকি আর মাত্র তিন দিন। দেশজুড়ে ভোটের উত্তেজনা। তবে এই উত্তেজনার মধ্যে নিশ্চিন্ত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্বাচনের প্রাক মুহূর্তে কলকাতার আনন্দবাজারকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন, এবারও আওয়ামী লীগ জিতবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে সুধাসদন ভবনে দেয়া ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জনগণের উপর আমার বিপুল আস্থা। তারা আমাদের সঙ্গে রয়েছেন। জনগনের ভোটেই আমরা আবার নির্বাচিত হব।’ এতটা নিশ্চিত কী ভাবে হচ্ছেন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে প্রায় ৬০০ স্কুল পোড়ানোর কথা বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। মুছে যায়নি প্রিসাইডিং অফিসারসহ অজস্র নাগরিককে হত্যার স্মৃতি। রাস্তা কেটে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়া হয়েছিল। সেই সময়ে জনগণই রুখে দাঁড়িয়েছিল। তারা ভোটও দিয়েছিল। সেই জনগণ আবার আমাদেরই ভোট দেবে।’ তিনি বলেন, ‘নির্বাচনের পরে দেশে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটানো হয়েছে। সাধারণ মানুষ সে সব ভোলেনি। ভোলেনি বলেই ওই সব ঘটনা যে