Skip to main content

Posts

Showing posts from November, 2018

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

শাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ

শাকিবের দুই নায়িকার একজন মৌমিতা মৌ ২০১৩ সালে কালাম কায়সারের ছবি ‘তোমার আছি তোমারই থাকবো’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই ইন্ডাস্ট্রিতে পা রাখেন মৌমিতা মৌ। এরপর ‘অন্তর জ্বালা’ ‘রাগি’, ‘তোলপাড়’, ‘অন্ধকার জগত’ চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। প্রথম চলচ্চিত্রে একক নায়িকা হিসেবে এন্ট্রি হলেও ২০১৮ সালে শাকিবের ছবিতে অভিনয়ের মাধ্যমে পাচ্ছেন বড় ব্রেক। জানালেন শাকিবের ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শাকিব খানের চলচ্চিত্রে দুই নায়িকা রাখার একটা প্রবণতা তৈরি হয়েছে। কখনও একজনকে মূল নায়িকা হিসেবে রেখে অন্যজনকে সহ নায়িকা নির্বাচন করা হয়। আবার কিছু ছবিতে দুই নায়িকাকেই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অভিনয়ের জন্য সমান ডিউরেশন ও সমান সংখ্যক গান দুই নায়িকার মধ্যে বন্টন করে দেওয়া হয়।  এরই ধারবাহিকতায় হিসেবে শাকিব খানের ‘বীর’ ছবিতে দুই নায়িকার একজন হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন গুণী নির্মাতা কাজী হায়াত। ছবিটি প্রযোজনা করছেন শাকিব খান ও ইকবাল।  এ প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘ছবিতে দুই নায়িকা। এদের একজন আমি। আমার মামাতো ভাই শাকিব খান। একসাথেই আমাদের চলাফেরা। তার আচরণে মনে হয় সে আমাকে ভালোবাসে

Foods that keep teeth healthy

দাঁত সুস্থ রাখে যেসব খাবার :   সুন্দর হাসির জন্য দাঁত ঝকঝকে রাখা জরুরি।এজন্য নিয়মিত দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন। তা না হলে দাঁতে নানা ধরনের সংক্রমণ হতে পারে। দাঁত সুস্থ ও সবল রাখতে কিছু খাবার কার্যকরী ভূমিকা পালন করে।  পানি : শরীরে আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি পানি দাঁতও সুস্থ রাখে।  মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই পানি পান করা উচিত। তাহলে তা দাঁত থেকে লেগে থাকা খাবার সরাতে সাহায্য করবে। দাঁতের সুস্থতা জন্য মাঝেমধ্যে পানিতে ফ্লোরাইড মেশানো জরুরি।বিশেষ করে এই ধরনের মিশ্রণ শিশুদের দাঁত ভালো রাখতে অধিক কার্যকরী। দুধ : দুধে ক্যালসিয়াম, প্রোটিণ এবং ভিটামিন ডি থাকে।  শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হলে শরীরের অন্যান্য সমস্যার সঙ্গে দাঁত ব্যথা, জিহ্বা জ্বালাপোড়া, ঠোঁট এবং মুখের ভিতরের অংশেও ব্যথা হতে পারে। প্রোটিণ : শরীরের সঙ্গে সঙ্গে দাঁতের সুস্থতার জন্যও প্রোটিণ দরকার। এ কারণে খাদ্য তালিকায় চর্বিহীন মাংস, মাছ এবং ডিম যোগ করুন।  এসব খাবারে থাকা ফসফরাস এমামেলকে রক্ষা করে দাঁত সুরক্ষিত করে। মিষ্টি আলু: মাটির নিচে থাকা সবজি বিশেষ করে মিষ্টি আলু দাঁতের জন্য বেশ উপকারী। এতে থাকা ভিটামিন এ দাঁতের এনা

চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

চতুর্দশ শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ চতুর্দশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ( http://ntrca.teletalk.com.bd/result/index.php ) প্রবেশ করে রোল নম্বর টাইপ করে পরীক্ষার ফলাফল জানা যাবে । এ ছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হচ্ছে। গত ২৪ জুন থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চতুর্দশ শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষ হয়। লিখিত পরীক্ষায় ১৯ হাজার ৮৬৩ প্রার্থী উত্তীর্ণ হন। আর ১৮ হাজার ৭০৯ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। গত বছরের ৮ ও ৯ ডিসেম্বর ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ—এ আটটি বিভাগীয় শহরে চতুর্দশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৩ এপ্রিল লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। ২০১৭ সালের আগস্টে চতুর্দশ বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। পাসের হার ছিল ২৬ দশমিক ০২ শতাংশ।

Bangladesh girls lose to South Africa

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও হারল বাংলাদেশের মেয়েরা   টি-টোয়েন্টি এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু হতাশা বাড়িয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে তলানিতে থেকে শেষে করেছে টাইগ্রেসরা। গ্রুপের শেষ ম্যাচে আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় বাংলাদেশি মেয়েরা। টস হেরে বাংলাদেশের আমন্ত্রণে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ৭৯ রান তুলতেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। বাজে ব্যাটিংয়ের ধারাবাহিকতার ফলে গ্রুপের শেষ ম্যাচে ৩০ রানে হারে বাংলাদেশ দল।  ব্যাটিং ব্যর্থতার টুর্নামেন্টে ৭৯ রানই চার ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ। আগের তিন ম্যাচে স্কোর ছিল পাকিস্তানের বিপক্ষে ৪৬, ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৭২।  ড্যারেন স্যামি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনিংয়ে লিজেল লি করেন ১৩ বলে ২১ রান। তিনে নেমে মারিজান ক্যাপ ১৯ বলে ২৫। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ৬৪। তবে শেষে দিকে ব

টাঙ্গাইলে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

টাঙ্গাইলে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড চাঞ্চল্যকর শিশু জুয়েল হাসান (৬) হত্যা মামলায় অভিযুক্ত আসামী আব্দুর রহিম (৩৭) কে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালত। ২৭ নভেম্বর মঙ্গলবার বিকেলে আসামীর উপস্থিতিতে বিচারক মো. শওকত আলী চৌধুরী এই রায় প্রদান করেন। অভিযুক্ত আসামী টাঙ্গাইল সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামের মো. হাফিজ মিয়ার ছেলে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশুলি এস আকবর খান। তাকে সহযোগিতা করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান আজাদ।  রাষ্ট্রপক্ষের আইনজীবি এস আকবর খান বলেন, চাঞ্চল্যকর শিশু জুয়েল হাসান হত্যা মামলায় আসামী আব্দুর রহিমের মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় বাদি, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষী প্রদান করেন। আসামী পক্ষ চাইলে ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে।  মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ নভেম্বর রাতে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের বিল মাগুরাটা গ্রামে ধর্ম সভা (ওয়াজ মাহফিল) অনুষ্ঠিত হয়। সভাস্থলের পাশেই নিহত

হোয়াটসঅ্যাপে দৈনিক ২০০ কোটি ঘণ্টার বেশি কল করা হচ্ছে

হোয়াটসঅ্যাপে দৈনিক ২০০ কোটি ঘণ্টার বেশি কল করা হচ্ছে বিশ্বজুড়ে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের। বর্তমানে ১২০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপের। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার বলেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এ প্ল্যাটফর্মে দৈনিক ২০০ কোটি ঘণ্টার বেশি সময় কল করে কাটান। হোয়াটসঅ্যাপে গতকাল থেকেই গ্রুপ কলের ক্ষেত্রে ভয়েস ও ভিডিও কল সুবিধা চালু হয়েছে। হোয়াটসঅ্যাপের এক ব্লগ পোস্টে বলা হয়েছে, গত কয়েক বছরে হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল উপভোগ করছে মানুষ। ব্যবহারকারীরা ২০০ কোটি ঘণ্টার বেশি এ প্ল্যাটফর্মে সময় কাটাচ্ছেন।  ব্যবহারকারী একে একে চারজনকে কল দিয়ে গ্রুপ কল তৈরি করতে পারবেন এবং ‘অ্যাড পার্টিসিপেন্ট’ চাপ দিয়ে কন্টাক্ট যুক্ত করতে পারবেন। এ কল এন্ড-টু-এন্ড এনক্রিপটেড বলে দাবি করেছে হোয়াটসঅ্যাপ। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত বছর অক্টোবর মাসে প্রথম এই ফিচার দেখা গেলেও এই বছর মে মাসে ডেভেলপার কনফারেন্সে প্রথম এই ফিচার সামনে এনেছিল ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএসের সব গ্রাহক নতুন গ্রুপ ভিডিও ও ভয়েস কলের ফিচার ব্যবহার করতে পারবেন। একসঙ্গে চার ব্য

‘আমিও এলাকায় যেতে পারছি না’

‘আমিও এলাকায় যেতে পারছি না’ বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আমাদের বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী শুধু জেলা সদরে বসে থাকবে না। কোনো সহিংসতা ঘটনা ঘটলে সেখানে নিজ উদ্যোগে গিয়ে তা প্রতিহত করবে।  রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সাথে সাক্ষাৎ করেন বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন।  সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  হাফিজ উদ্দিন বলেন, আমি সিইসিকে বলেছি নির্বাচনে সেনাবাহিনী জেলা সদরে চুপ করে বসে থাকবে, নাকি তারা ফ্রিলি মুভ করবে। একটি এলাকায় ভোট কেন্দ্রের এক মাইল দূরে ভোটারদের কেন্দ্রের আসতে বাধা দেয়া হলে তখন ভূমিকা কী হবে। জবাবে সিইসি আশ্বস্ত করেছেন, সেনাবাহিনী নির্বাচনী এলাকায় মুভ করবে। তারা জেলা সদরে চুপ করে বসে থাকবে না। যেখানেই সন্ত্রাস হবে, দে উইল রান ফর দ্যাট।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে সিইসির সাথে সাক্ষাৎ করেছেন বলে জানান হাফিজ উদ্দিন।  তিনি বলেন, সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে।

আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নপত্র পেলেন যারা

আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নপত্র পেলেন যারা বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় । এখান থেকে বিতরণ করা হচ্ছে মনোনয়নপত্র। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মাঝে চিঠি বিতরণ শুরু হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ পর্যন্ত মনোনয়নের চিঠিপ্রাপ্তরা হলেন— শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), মাশরাফি বিন মোর্ত্তজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪), অ্যাডভোকে

জন্ডিস হলে যা করণীয়

জন্ডিস হলে যা করণীয় জন্ডিস আসলে কোন রোগ নয়, রোগের লক্ষণ মাত্র। রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। এটি হলে চোখের সাদা অংশ ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। জন্ডিস হলে খাদ্যে অরুচি, বমি বমি ভাব, জ্বর আসা, পেট ব্যথা হতে পারে। জন্ডিসের তীব্রতা কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। খুব বেশি জটিলতা না থাকলে কিছু প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করলেই জন্ডিস সেরে যায়। জন্ডিস হলে যা করবেন ১. প্রতিদিন ৬ থেকে ৮ গ্লাস পানি খান। ২. প্রচুর পরিমাণে ফল এবং শাকসবজি খান বিশেষ করে সবুজ শাকসবজি বেশি খাওয়া উচিত। এর মধ্যে মুলা শাক, পালং শাক এবং পেঁপের পাতা জন্ডিস সারাতে বেশ ভালো কাজ করে। ৩. এই সময় কফি, অ্যালকোহল, সোডা কিংবা অন্যান্য পানীয় খাওয়া ঠিক নয়। ৪. বাড়িতে তৈরি ফলের রস খেতে পারেন। এর মধ্যে আখের রস, টমেটোর রস উল্লেখযোগ্য। ৫. প্রক্রিয়াজাত কিংবা ফাস্ট ফুড খাবেন না। ৬. লাল মাংস খাওয়া থেকে বিরত থাকুন। ৭. ধূমপান পরিহার করুন। ৮. পর্যাপ্ত পরিমাণে ঘুমান। ৯. দুধ, পনির বা অন্যান্য দুগ্ধজাত খাবার খাওয়া বাদ দিন। ১০. সামান্য হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। প্রয়োজনে বাই

চাঁপাইনবাবগঞ্জ সদর আসন: মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন সাংসদ ওদুদ

চাঁপাইনবাবগঞ্জ সদর আসন: মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন সাংসদ ওদুদ চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা  চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনে মনোনয়ন নিয়ে আলোচনায় রয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ আবদল ওদুদ বিশ্বাস। আগামী নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে নিশ্চিত জয়লাভ করবেন বলে জানান তিনি। আর নির্বাচিত হলে সদর উপজেলার বেকারত্ব ও মাদক নিয়ন্ত্রণ হবে তার প্রধান লক্ষ্য। ২০০৮ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে বিপুল পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ১০ বছরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১০ বছরে চর অঞ্চলসহ সর্বত্রই ব্যাপক উন্নয়ন করেছেন। যা স্বাধীনতার পর কোন সরকারই করেনি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ২৫০ আসনে উন্নিত করা, শেখ হাসিনা সেতু নির্মাণ, কৃষি বিশ্ব বিদ্যালয়, চিপ জুডিশিয়াল ম্যাজিস্টেট ভবন নির্মাণ, রেলের উন্নয়ন, গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা গ্রহনসহ প্রায় ৩০টি স্কুল কলেজ ও আলিয়া মাদ্রাসার উর্দ্ধমূখি ভবন নির্মাণ এ উন্নয়ন দিয়েই তিনি সাধারণ ভোটারদের মন জয় করেছেন। ইতোমধ্যে সরকার চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় প্রায় ৯০ ভাগ বিদ্যুতের সংযোগ দিয়ে বিস্ময়কর সাফল্য অর্জন করেছেন

খুব রোগা? ওজন বাড়ান পাঁচ উপায়ে

খুব রোগা? ওজন বাড়ান পাঁচ উপায়ে অনেকেই আছেন যারা ওজন বাড়াতে চান। যারা প্রয়োজনের তুলনায় বেশি রোগা, যাদের শুকনো চেহারা। ভাবছেন, ইস কি ভালো! ওদের আর কষ্ট করে ওজন কমাতে হবে না! কিন্তু তারা চায় ওজন বাড়াতে। প্রয়োজনের তুলনায় শরির অতিরিক্ত রোগা, শুকনো হলে, দেখতে খুবই খারাপ লাগে। সব ড্রেস মানায় না। তাদের জন্য আজ আমদের আয়োজন। আপনার সমস্যার সমাধান জেনে নিন। কীভাবে বাড়াবেন ওজন। ১. উপযুক্ত খাবার: খুব খাচ্ছেন একটু যাতে শরিরে লাগে। কিন্তু কিছুই কাজ হচ্ছে না! এর কারণ আপনি সঠিক সময় সঠিক খাবার খাচ্ছেন না। যেমন, সকাল শুরু করুন বাদাম আর কিশমিশ দিয়ে। কাঠ বাদাম হলে ভালো হয়। কাঠ বাদাম ও কিশমিশ আগের দিন ভিজিয়ে রাখুন। সকালে দাঁত মেজে খেয়ে নিন। এটা রোজের রুটিন করে নিন। এর সাথে পুষ্টিকর খাবার। শাক-সবজি, ফল, সেই সঙ্গে ছানা। ডিম বেশি করে খেতে হবে। এগুলোতে ফ্যাট ও প্রোটিন থাকে। সবজির মধ্যে আলু, কুমড়া এসব বেশি খেলে ভালো। রাত্রে শুতে যাবার ঠিক আগে দুধের সাথে মধু মিশিয়ে খান। এতেও খুব ভালো কাজ হয়। ঠিক ঘুমোবার আগেই একটা পুষ্টিকর খাবার খেলে খুব ভালো। ২. বার বার খাবেন না: কি ভাবছেন, বার বার খেলে ওজন বাড়বে? না, ব

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৮ প্রার্থী জোর তৎপর

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১৮ প্রার্থী জোর তৎপর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ১৮ জন প্রার্থী দলীয় মনোনয়ন পত্র গ্রহণ ও জমা দিয়ে দলীয় মনোনয়ন পেতে ১৮ প্রার্থী জোর তৎপরতা চলাচ্ছেন বলে জানা গেছে। একাধিক সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয় পাওয়ার জন্য মোট ১৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন তারা হলেন-বর্তমান সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু , আশির দশকের তুখোর ছাত্রনেতা, মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, মাগুরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, ষ

বিএনপির সাক্ষাৎকার শুরু রবিবার

বিএনপির সাক্ষাৎকার শুরু রবিবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হচ্ছে রবিবার থেকে। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনার মধ্যেই প্রতিটি আসনের জন্য ফরম কেনা নেতাদেরকেই ডেকেছে দলটি। শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি জানান, এই সাক্ষাৎকার হবে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। রংপুর বিভাগের পঞ্চগড় -১ আসন দিয়ে সাক্ষাৎকারটি শুরু হবে বলে জানান বিএনপির মুখপাত্র। এদিন রাজশাহী বিভাগের সাক্ষাৎকার নেয়া হবে। এ সময় মহানগর, জেলা, উপজেলার সাধারণ সম্পাদক ও সভাপতিকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আগামী ৩০ ডিসেম্বরের ভোটকে সামনে রেখে গত সোমবার থেকে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ফরম বিক্রি শুরু করে বিএনপি। আজ শেষ হচ্ছে এই প্রক্রিয়া। প্রথম তিন দিনে ফরম বিক্রি হয়েছে চার হাজার ৭২। আওয়ামী লীগ বিক্রি করেছে চার হাজার ২৩টি। রিজভী তার সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। তার অভিযোগ, তফসিল ঘোষণার পরও মন্ত্রী-এমপিরা নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, বক্তব্য রাখছেন। কিন্তু এখন পর্যন্ত এ

দ্বিতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক

দ্বিতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের দ্বিতীয় দিনের সাক্ষাৎকার শুরু হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজও মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আছেন মনোনয়ন বোর্ডের সদস্যরাও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সোমবার সকাল নয়টার কিছু সময় পর শুরু হয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। আজ সোমবার সকালে বরিশাল বিভাগ ও বিকেলে খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হচ্ছে। বরিশাল-১ আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের প্রার্থী বাছাই কার্যক্রম। প্রথমেই বরিশাল-১ আসনে মনোনয়নপ্রত্যাশী প্রকৌশলী আবদুস সোবহানকে ডাকা হয়। কি কারণে প্রার্থী হয়েছেন তার কাছে জানতে চায় মনোনয়ন বোর্ড। এর পর একে একে অন্য প্রার্থীদেরও ডাকা হয়। ভিডিও কনফারেন্সে তাদের বিভিন্ন প্রশ্ন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি গণমাধ্যমকে বলেন, বরিশাল-১ আসনে মনোনয়

Baby Mim gets back to her mother's lap

শিশু মিম মায়ের কোল ফিরে পেলো: ৩ দিন লালমনিরহাট সদর থানা পুলিশের হেফাজতে থাকার পর শিশু সাদিয়া আক্তার মিম (৯) ফিরে গেল তার মায়ের কোলে। গত রোববার রাতে শিশু মিমকে তার মা সখিরোন বেগম ওরফে সখীর কাছে তুলে দেন সদর উপজেলা সমাজসেবা অফিসার নুর ই জান্নাত ইমন ও সদর থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার লালমনিরহাট শহরের শাজাহান কলোনি থেকে স্থানীয়রা শিশু সাদিয়া আক্তার মিমকে উদ্ধার করে সদর থানায় জমা দেন।  শিশু সাদিয়া আক্তার মিম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বাগদি বাজার এলাকার সবুজ-সখী দস্পত্তির মেয়ে।  লালমনিরহাট সদর থানার পরিদর্শক (অপারেশন) মোজাম্মেল হক জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের শাজাহান কলোনিতে কান্নারত শিশু সাদিয়া আক্তার মিমকে উদ্ধার করে স্থানীয়রা থানায় জমা দেন। শিশুটি তার নাম ও বাবা মায়ের নাম এবং ঠিকানা ঢাকা, উত্তরা ও আব্দুল­াপুর।  এর বাইরে কিছুই বলতে পারছিল না। এরপর মিমকে থানা হেফাজতে রেখে তার পরিচয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়। পুরো বিষয়টি তদরকি করেন লালমনিরহাট সদর উপজেলা সমাজসেবা অফিসার নুর ই জান্নাত ইমন। তার পরিচয় শনাক্তে ‘মা বাবাকে খুঁজছে শিশু মিম’

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বিমানবন্দর থেকে ওড়ার পর হারিয়ে গেছে একটি উড়োজাহাজ। আজ সোমবার সকালে জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার পর লায়ন এয়ারের ওই উড়োজাহাজ নিখোঁজ হয় বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। জেটি-৬১০ ফ্লাইটটি ইন্দোনেশিয়ার রাজধানী থেকে পাংকাল পিনাংয়ের উদ্দেশে যাত্রা করে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরেকটি বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়, জাভা প্রদেশের পশ্চিমাঞ্চলের কারাওয়াং শহর থেকে উড়োজাহাজটি নিখোঁজ হয়। স্থানীয় সময় সকাল সোয়া সাতটায় উড়োজাহাজটি বিমানবন্দর ছাড়ে। নয়টার দিকে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এটির। বোয়িং–৭৩৭ উড়োজাহাজটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা এখনো জানা যায়নি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়, উড়োজাহাজটির যাত্রী ধারণক্ষমতা ২১০ জন।

যুক্তরাজ্যে চার মন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যে চার মন্ত্রীর পদত্যাগ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে যুক্তরাজ্যের খসড়া চুক্তির প্রতিবাদ করে ব্রেক্সিট মন্ত্রী ডোমিনিক রাব এবং কর্মসংস্থান ও পেনসন মন্ত্রী এস্টার ম্যাকভেসহ মোট চারজন মন্ত্রী পদত্যাগ করেছেন। একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে রয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। গত জুলাই মাসে ব্রেক্সিট মন্ত্রী হিসেবে যোগ দেন রাব। এর আগে ডেভিড ডেভিস পদত্যাগ করেছিলেন। ডেভিডের স্থলাভিষিক্ত হয়েছিলেন রাব। বৃহস্পতিবার আরও যে দুজন কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেছেন তারা হলেন সুয়েলা ব্রেভারম্যান এবং শেইলেশ ভারা। এক বিবৃতিতে ডোমিনিক রাব বলেন, আমি অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি- ‘ব্রেক্সিট চুক্তি নিয়ে গতকাল মন্ত্রী সভার বৈঠকের পর আমার পদত্যাগ করা উচিত।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী থেরেসা মের পরিকল্পনা যুক্তরাজ্যের অখণ্ডতার জন্য হুমকিস্বরূপ।’ মন্ত্রিসভায় কয়েক ঘণ্টার উত্তপ্ত অধিবেশনে বেশ কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী মে’র সিদ্ধান্তের বিষয়ে আপত্তি তোলেন। মের সিদ্ধান্তের বিরোধিতা করে ম্যাকভে দ্বিতীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করেন। তিনি তার পদত্যাগপত্রে লিখেছেন, গতকাল আপনি য

বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ও বিশিষ্ট সংগীতশিল্পী বেবী নাজনীনকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে নাইটিঙ্গেল মোড় থেকে তাঁকে আটক করা হয়েছিল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্র জানায়, আজ রাত ৮টার দিকে নাইটিঙ্গেল মোড় থেকে বেবী নাজনীন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায়কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে বেবী নাজনীনকে ছেড়ে দেওয়া হয়। তবে নিপুন রায়কে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বেবী নাজনীন আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী। দল মনোনয়ন দিলে নীলফামারী-৪ আসনে (সৈয়দপুর-কিশোরগঞ্জ) লড়তে চান তিনি। সম্প্রতি সৈয়দপুরে বিএনপি কার্যালয়ে আয়োজিত কর্মিসভায় তিনি তাঁর এ ইচ্ছার কথা জানান। সেখানে বেবী নাজনীন বলেন, দলকে সংগঠিত করে আগামী দিনে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। পরে নীলফামারীতে এক কর্মিসভায় বেবী নাজনীন বলেন, ‘কেন্দ্রীয় কমিটির নির্দেশে এখানে এসেছি।’

চাঁপাইনবাবগঞ্জে ধনেপাতার কাংখিত দাম পাচ্ছে না কৃষক

চাঁপাইনবাবগঞ্জে ধনেপাতার কাংখিত দাম পাচ্ছে না কৃষক চাঁপাইনবাবগঞ্জে শীতকালীন সব্জি ধনেপাতার চাষাবাদ বাড়লেও কাংখিত দাম না পেয়ে কৃষকরা হতাশায় ভুগছেন। আর এ সব্জি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পাঠিয়ে দিচ্ছে কৃষকরা।  জানা গেছে, বর্ষার পানি নেমে যাবার পরপরই চরাঞ্চলের অনাবাদি জমিতে ধনেপাতার চাষ শুরু করে থাকেন কৃষকরা। চাঁপাইনবাবগঞ্জের পদ্মা ও মহানন্দা বিধৌত চরাঞ্চলের চরবাগডাঙ্গা, সুন্দরপুর, শাহজাহানপুর, দেবীনগর, ইসলামপুর ও আলাতিুলসহ বিভিন্ন এলাকার কৃষকরা স্থানীয় জাতের এই ধনেপাতার চাষ করে থাকে। কৃষি বিভাগের মতে স্বাদে, গন্ধে অতুলনীয় ধনে চাষ হয়েছে প্রায় সাড়ে ১’শ ৮৮ হেক্টর জমিতে, পাশাপাশি ভাল ফলনও হয়েছে । বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা। আর প্রতি বিঘা ধনেপাতা ১৫ থেকে ২০ হাজার টাকা দরে বিক্রি করে প্রান্তিক কৃষক।  চরাঞ্চলের ধনেপাতা ব্যবসায়ী তরিকুল ইসলাম ও আহসান হাবিব জানান, এখানকার উৎপাদিত স্থানীয় জাতের এই ধনেপাতার চাহিদা থাকলেও, এবছর দাম একেবারে নি¤œপর্যায়ে। বিভিন্ন জেলাতে এর উৎপাদন হওয়ার কারণে এ অঞ্চলের ধনে পাতার চাহিদা কমে গেছে। তবে, সরাসরি প্রান্তিক কৃ

গয়েশ্বরের পুত্রবধূ নিপু রিমান্ডে

গয়েশ্বরের পুত্রবধূ নিপু রিমান্ডে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ আরও ছয় জনকেও জিজ্ঞাসাবাদের জন্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে গতকাল ঢাকার মহানগর হাকিম শত্যব্রত শিকদার এই আদেশ দেন।  রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন: ইউনুস মৃধা, আবুল হাশিম সবুজ, মামুন আর রশিদ, আমির হোসেন ও মো. মহাসিন।  গত বুধবারের এই সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবারও ৩৮ জনকে রিমান্ডে দিয়েছে আদালত। একই দিন সন্ধ্যায় গ্রেপ্তার হন নিপুন। বুধবারের সংঘর্ষের সময় তাকে লাঠি হাতে মিছিলে দেখা গেছে।  ওই সংঘর্ষের ঘটনায় মোট তিনটি মামলায় ৪৮৮ জনের বিরুদ্ধে মামলা করে পল্টন থানা আওয়ামী লীগ।  তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম নিপুনসহ সাত আসামিকে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আর নিপুনের বাবা নিতাই রায় চৌধুরী ও সানাউন্নাহ মিয়াসহ প্রমুখ আইনজীবীরা জামিন আবেদনের শুনানি করেন। শুনানিতে উপস্থিত ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়ও। 

চাঁপাইনবাবগঞ্জে ব্যানার বিলবোর্ড অপসারণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে ব্যানার বিলবোর্ড অপসারণ শুরু জাতীয় সংসদের নির্বাচনী তফসীল ঘোষনা হওয়ার পর, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৪ নভেম্বরের মধ্যে নির্বাচনীসহ সকল প্রকার প্রচারণা মূলক বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সরিয়ে নেয়ার জন্য বলা হলেও অনেকেই নিজ উদ্যোগে এসব সরিয়ে নেননি। ফলে প্রশাসন বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার দুপুর থেকে এসব অপসারন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাসের নেতৃত্বে আইনপ্রয়োগকারী সংস্থার সহায়তায় চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বর এলাকায় বিলবোর্ড অপসারণ কাজ শুরু করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মীরা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস জানান, আগামী ৪দিনের মধ্যেই সকল বিলবোর্ড অপসারনের কাজ শেষ করবেন তারা।

ভোটের আগে সেনা মোতায়েন: ইসি সচিব

ভোটের আগে সেনা মোতায়েন: ইসি সচিব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দুই থেকে তিন দিন আগে সেনাবাহিনী মোতায়েন করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেছেন, ‘সংসদ নির্বাচনের দুই থেকে তিন দিন অথবা সাত থেকে ১০ দিন আগে নির্বাচনি এলাকায় সেনাবাহিনী যাবে। ওই সময় নির্বাচনী এলাকায় বিজিবিও মোতায়েন করা হবে।’  বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ব্রিফিংয়ে তিনি একথা জানান।  ইসি সচিব বলেন, ‘প্রিসাইডিং অফিসারদের থাকার ব্যবস্থা রাখা এখন থেকে করতে হবে। কোথায় প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে সেটাও এখন থেকে ঠিক করে রাখতে হবে। যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এখন থেকে ঠিক করে রাখতে হবে।’ সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘গতকাল নয়াপল্টনে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। এটা যেন আর পূনরাবৃত্তি না হয়। আচরণবিধি ঠিকভাবে পালন হয় সেদিকে আপনারা নজর রাখবেন। ’  বৃহস্পতিবার নির্বাচন এই ব্রিফিংয়ে অংশ নেন চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটানিং কর্মকর্তারা। সভাপতির বক্তব্যে ইসি সচিব বলেন, ন

ভোটে আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বিএনপি

ভোটে আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বিএনপি  আগামী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নি‌তে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটিসহ দল‌টির শীর্ষ নেতারা। শনিবার বিকাল সোয়া ৫টায় নাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গ‌য়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ। এর পর সন্ধ্যা ছয়টায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। রাত আটটায় জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বৈঠকে বসবেন। এরপর ঘোষণা আসতে পারে। সর্বশেষ গত বৃহস্পতিবার ২০ দলীয় জোট নেতারা বৈঠকে বসেন। সেখানে ভোটে আসার পক্ষেই বেশি মত আসে। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হলেও দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নেতারা। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। গত বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি তার ঘোষিত আন্দোলনে যায়নি। বরং ভোটে সম

৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি: এরশাদ

৩০০ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি: এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাপা ৩০০ আসনে নির্বাচন করবে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটে ভিন্ন কোন মেরুকরণ হতে পারে, সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আজ সকাল ১০ টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় পার্টি (জাপা) ও তার নেতৃত্বাধীন সম্মিলিত জোটের মহাসমাবেশে তিনি এ কথা বলেন । এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আগামী নির্বাচনের জন্যও প্রস্তুত রয়েছি। তবে আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন। আমরা প্রাদেশিক সরকার ব্যবসস্থা, নির্বাচন ব্যবস্থার, উপজেলাকে আরো স্বাধীন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন, জ্বালানি খাতকে উন্নয়ন করতে চাই, এদেশের কৃষি জমি নষ্ট করতে চাই না। জাপা চেয়ারম্যান বলেন, এদেশের মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় দেখতে চায়, যার প্রমাণ আজকের এই মহাসমাবেশ। আগামী নির্বাচনই সম্ভবত আমার জীবনের শেষ নির্বাচন। তাই আমি আপনাদের একটা নিরাপদ দেশ উপহার দিতে চাই। মহাসমাবেশে জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন আটক

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ জন আটক চাঁপাইনবাবগঞ্জের পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৫ জনকে আটক করা হয়। রোববার সকালে ও শনিবার রাতে  শহরের নতুনহাট ভবানীপুর মোড়, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা, ১৫৯ বোতল ফেনসিডিল ও সাড়ে ৬শ’ গ্রাম গাঁজাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।  আটককৃতরা হলেন,জেলা শহরের উত্তর মাওড়িপাড়ার খাইরুল ইসলামের ছেলে রহমতউল্লাহ(২৩), রাজারামপুরের মৃত.সামিউল ইসলাম শামীমের ছেলে ওয়ালিউল্লাহ(১৯), সদর উপজেলার দেবীনগরের আব্দুল হান্নানের ছেলে নাসিরুল ইসলাম(৩৫), চরকাশিপুর গুচ্ছগ্রামের মৃত.তছিরুদ্দিনের ছেলে রমজান আলী(৫২) ও গোমস্তাপুরের রহনপুর কলোনী ডাইংপাড়ার নওশাদ আলীর ছেলে আব্দুল মালেক (৪০)। সদর থানার পরিদর্শক (অপারেশন) ইদ্রিস আলী জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে শহরের নতুনহাট ভবানীপুর মোড় থেকে ৭২ পিস ইয়াবাসহ রহমতুল্লাহ ও ওয়ালিউলাহকে আটক করা হয়। তিনি আরো জানান, শনিবার রাত পৌনে ১১টায় দেবীনগর জব্বার মাষ্টারের টোলা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ নাসিরুল ও দেড়শ গ্রাম গাঁজাসহ রমজানকে আটক করা হয়।

শিবগঞ্জকে ফুলের গন্ধে ভরপুর করে তুলবে শিক্ষার্থী হারুন

শিবগঞ্জকে ফুলের গন্ধে ভরপুর করে তুলবে শিক্ষার্থী হারুন সবুজের সমারোহে ভরপুর  করে সৌন্দর্য বাড়াতে এবং সামাজিক ভারসাম্য রার্থে নিজ উদ্যোগে শিবগঞ্জের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপন করেছে শিার্থী হারুণ অর রশিদ। হারুন  চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর  ইউনিয়নের শিকারপুর গ্রামের আব্দুল সাকিমের ছেলে ও কানসাট সোলেয়মান ডিগ্রী কলেজের বি,এ শেষ বর্ষের শিার্থী।  ছোট থেকেই তার স্বপ্ন শিবগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানে বিভিন্ন জাতের ফুলের চারা রোপন করে সুন্দর ও সুশোভিত করে তুলবে। তিনি এ পর্যন্ত শিবগঞ্জ  উপজেলার ৩০টি শিা প্রতিষ্ঠান, সোনামসজিদ,দরাসবাড়ি মসজিদ,খনিয়াদীঘি মসজিদসহ ও বিভিন্ন দর্শনীয় স্থানে বকুল, জবা, হাসনেহেনা, টগর, গোলাপ, রজনীগন্ধা কৃষ্ণচূড়া, কাঞ্চন, জারুল, সোনালু, চেরিসহ প্রায় ৩০ প্রজাতির প্রায় ৩শ ফুলের চারা রোপন করে দীর্ঘদিন যাবত যতœ করে আসছেন। তার বাড়িতে আরো প্রায় ৩শ” টি ফুলের চারা রয়েছে যে গুলো তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে রোপন করবেন।  স্থানীয়রা জানান, আমাদের গ্রামের ছেলে হারুন। সে ছোট থেকে ফুলকে ভালোবাসতো। ফুলকে ভালোবাসতে গিয়ে সে ফুলপ্রেমী হয়ে উঠছ

কেন টাকা জমাচ্ছেন ভাবনা?

কেন টাকা জমাচ্ছেন ভাবনা? টেলিভিশনের জন‍্য অল্পস্বল্প কাজ করেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সেটাও বিশেষ দিনগুলোতে। কিন্তু এখন বেশি বেশি কাজ করতে হচ্ছে তাঁকে। কাজের টাকা জমিয়ে কী করছেন তিনি?  আজ বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে আসেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। জানালেন, ‘মান্টো’ ছবিটি দেখতে এসেছেন তিনি। তবে আসার ইচ্ছে আছে প্রতিদিন। যোগ দেবেন পছন্দসই অধিবেশনে। ভাবনা বলেন, ‘মিরপুর থেকে এলাম। ময়ূরপঙ্খী নামে একটা স্বেচ্ছাসেবক সংগঠনের শিশুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গৃহপরিচারিকাদের শিশুদের কল‍্যাণে কাজ করছে তারা। অনেকের বাবা নেই, মা কাজ করেন। আবার অনেকের বাবা কাজ করেন না। ওই শিশুদের সঙ্গে সময় কাটাতে বেশ লাগল। ওদের অনেকে বড় হয়ে পুলিশ হতে চায়। চার বছরের একটা শিশু বলল, সে নায়িকা হতে চায়।’ বেশ কিছু স্বেচ্ছাসেবক সংগঠনকে সাধ্যমতো সহযোগিতা করেন ভাবনা। সে জন‍্য টাকা জমাতে হচ্ছে তাঁর। এ ছাড়া জন্মদিনের আগে একটা বড় খরচ আছে তাঁর। কী সেই খরচ? ভাবনা বলেন, ‘একটা স্বল্পদৈর্ঘ্য ছবির চিত্রনাট্য লিখেছি। শিক্ষণীয় একটা গল্প। নিজেই প্রযোজনা করব ভেবেছি। এর গল্পটা

স্থবির ২০ দলীয় জোটে আশা-নিরাশা

স্থবির ২০ দলীয় জোটে আশা-নিরাশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত হওয়ার পর থেকেই তাদের নেতৃত্বাধীন জোটের কার্যক্রম যেন অনেকটাই স্থবির। জোটের নেতারা মনে করছেন, জোট ‘সক্রিয়’ থাকলেও ‘কর্মসূচি’ নেই। তাদের কাছে এ মুহূর্তে ঐক্যফ্রন্টের কার্যকরতাই অগ্রাধিকার পাচ্ছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জোটে এখন চলছে আশা–নিরাশার দোলাচল।  জোটের নেতারা বলছেন, তাদের কাছে ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ইস্যু। তাই জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতিতে ২০ দলীয় জোটের পূর্ণ সমর্থন রয়েছে। ঐক্যফ্রন্টে পুরো জোটের প্রতিনিধি বিএনপি।  জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের প্রক্রিয়ার পর থেকে ২০-দলীয় জোটের শরিকেরা বিএনপি ও সাম্প্রতিক রাজনীতিতে অনেকটা গৌণ হয়ে পড়ে। অনেক দিন ধরে দেশের রাজনীতিতে বিএনপি নেতৃত্বাধীন জোটটি কাগজে কলমে থাকলে মাঠে তারা সেভাবে সক্রিয় নয়। মাঝেমধ্যে জোটের বৈঠক হলেও রাজনীতির মাঠে সক্রিয়ভাবে জোটের দলগুলোকে সেভাবে পাওয়া যায়নি। উপরন্তু নানা ইস্যুতে জোটে ভাঙন ধরতেও দেখা গেছে। নানা রকম ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে জোটটি। পাশাপাশি জোটের ভেতরেও নানা মেরুকরণের