Skip to main content

Posts

Showing posts from April, 2023

Featured Post

Bangladesh and Qatar signed ten agreements and understandings

  বাংলাদেশ ও কাতারের দশ চুক্তি ও সমঝোতা সই বিনিয়োগ, কর্মসংস্থান, বন্দর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের সঙ্গে পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- 1* আইনগত বিষয়ে সহযোগিতা চুক্তি 2* পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি 3* দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ চুক্তি 4* সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি 5* দুই দেশের যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি সমঝোতা স্মারকগুলো হলো- 6* কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 7* যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 8* শ্রমশক্তি ও কর্মসংস্থান বিষয়ে সমঝোতা স্মারক 9* উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক 10* বন্দর ব্যবস্থাপনা বিষয়ে সমঝোতা স্মারক শেখ তামিম মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা

Five people, including an eight-year-old child, were killed in a shooting at a home in Cleveland

  ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ শনিবার এ খবর প্রচার করেছে।  খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের দিতে গোলাগুলির এ ঘটনা ঘটে।  হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।  ‘‘স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়।  কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পান।”  কাউন্টি শেরিফের কার্যালয় থেকে আরো বলা হয়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক একজন পুরুষ।  যিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন।  এ বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্স থেকে ক্লিভল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টে ফোন করা হলেও কোনো সাড়া মেলেনি। এবিসি-র খবরে আরো বলা হয়, পুলিশ নিহতদের নামপরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হন্ডুরাস থেকে এসেছেন।  একটি বাড়িতেই গোলা

Prime Minister Sheikh Hasina has arrived in Washington, USA

  যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটন (যুক্তরাষ্ট্র) থেকে: জাপানে ৪ দিনের দ্বিপাক্ষিক সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে ওয়াশিংটনের ডালাস বিমানবন্দরে অবতরণ করেন। যুক্তরাষ্ট্র সফর শেষে সেখান থেকে লন্ডন যাবেন তিনি। শুক্রবার (২৮ এপ্রিল) টোকিও সময় বিকেল ৪টা ২০ মিনিটে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।  বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তিনি ওয়াশিংটনের সফরকালীন আবাসস্থলে যাবেন।  যুক্তরাষ্ট্র সফরকালে সোমবার (১ মে) বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে সম্পর্কের ৫০ বছর উপলক্ষে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন।  একইদিন প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস-প্রেসিডেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এছাড়া বিশ্ব ব্যাংকের বোর্ড মেম্বারদের সঙ্গে বৈঠক করবেন।  সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে

Toll collection on Padma Bridge is Tk 660 crore

  পদ্মা সেতুতে টোল আদায় ৬৬০ কোটি টাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত ৬৬০ কোটি টাকা টোল আদায় হয়েছে।  আর মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা।  বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর সেতুভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।  এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ইদুল ফিতরের মতো আগামী ঈদুল আজহার ইদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।  তিনি বলেন, আগামী ইদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি থাকবে।  কাজেই ইদুল ফিতরের চেয়ে ইদুল আজহা আরো চ্যালেঞ্জিং। সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।  ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল আগামী সেপ্টেম্বর নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গত ২০ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে। এতে টোল আদায় হ

Expected rain fell in Rajshahi

  রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি অবশেষে তাপদাহের অবসান হলো। রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি। প্রাণ-প্রকৃতিতে ফিরলো সজীবতা। পবিত্র রমজানে ৪২ ডিগ্রির কাঠফাঁটা রোদ ও আগুন ঝলসানো তাপদাহে ওষ্ঠাগত হওয়া জনজীবনে স্বস্তি ফিরলো।  সোমবার (২৪ এপ্রিল) দুপুরের পর থেকেই আকাশে মেঘের খেলা শুরু হয়। আকাশ ক্রমশই অন্ধকার হতে থাকে। বিকেল পৌনে ৫টার পর বইতে শুরু করে হাল্কা ঝড় বাতাস। প্রায় আধাঘণ্টা ধরে চলে ধুলো ঝড়ের খেলা।  এরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। কিছুক্ষণ বিরতি দিয়ে তা রূপ নেয় মুসলধারে। এরপর সাড়ে ৬ টা পর্যন্ত টানা মুসলধারে বৃষ্টি হয়। এরপর আবারও বিরতি দিয়ে দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি চলে সারারাত।  রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরআগে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো।  আর তার আগে ২ এপ্রিল ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর চৈত্রের কড়া রোদ ও আগুন ঝরা তাপদাহ শুরু হয়। চলে টানা ২০ দিন।  স্বস্তির এই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন এ অঞ্চলের মানুষ।

A whole cucumber is stuck in the patient's rectum

রোগীর মলদ্বারে আস্ত একটি শসা আটকে রয়েছে পশ্চাদ্দেশে ব্যথার কারণে ঠিক মতো হাঁটতে পারছিলেন না। ব্যথাটা ক্রমে বাড়তে থাকায় হাসপাতালে ছোটেন বছর চল্লিশের এক ব্যক্তি। চিকিৎসকদের জানান তাঁর সমস্যার কথা। ব্যথার উৎস কী, তা জানতে চিকিৎসকরা এক্স রে করার সিদ্ধান্ত নেন।  পরীক্ষা চলাকালীন চিকিৎসকরা দেখেন, রোগীর মলদ্বারে কিছু একটা আটকে রয়েছে। এর পরই তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকরা তখনও বুঝতে পারেননি রোগীর মলদ্বারে আটকে থাকা বস্তুটি আসলে কী। অস্ত্রোপচার করতে গিয়েই চমকে ওঠেন তাঁরা। চিকিৎসকরা দেখেন, রোগীর মলদ্বারে আস্ত একটি শসা আটকে রয়েছে।  অস্ত্রোপচার করে শসা বার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচার শেষে রোগী তাঁর সমস্যার কথা জানতে চেয়েছিলেন চিকিৎসকদের কাছে। তখন তাঁরা জানান, মলদ্বারে আস্ত একটি শসা আটকে ছিল। সে কারণেই ব্যথা এবং হাঁটতে সমস্যা হচ্ছিল। এর পরই চিকিৎসকরা রোগীকে জিজ্ঞাসা করেন, কী ভাবে মলদ্বারে শসা আটকে ছিল?  তখন রোগী উত্তর দেন, তিনি জানতেন না যে তাঁর মলদ্বারে শসা আটকে রয়েছে। এর পরের উত্তরের জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না চিকিৎসকরা। রোগী দাবি করেন, “আমি শসা খেতে খুব ভালবাসি। প্রচুর শসাও খা

Miss India winner Nandini

  মিস ইন্ডিয়া বিজয়ী নন্দিনী ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী হয়েছেন ভারতের রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে।  ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি।  এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা। দ্বিতীয় রানার আপ মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।  এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের ২৯টি রাজ্য থেকে মোট ৩০ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের জন্য চূড়ান্ত করা হয়েছিল।  নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন নন্দিনী। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।  ১৯ বছরের নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটার বাসিন্দা। বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেছেন তিনি। রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।  ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করেন তিনি। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তার জীবনে অনুপ্রাণিত করেছে।  তথ্যসূ

The former councilor of Shibganj municipality was hacked to death

  শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদোয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  তিনি শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মর্দানা মহল্লার মাইনুল মাষ্টারের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, সন্ধ্যা পরে গুরতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত আটটার দিকে তার মৃত্যু হয়।  নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তবে মাথায় প্রচন্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে মারা গেছেন।  এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে ১৩ এপ্রিল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় আলম হোসেন (৫০) নামে স্থা

India is now the most populous country in the world

  বিশ্বের জনবহুল দেশ এখন ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিনকে ছাড়ালো প্রতিবেশী দেশ ভারত। বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের তথ্য অনুযায়ী, চিনের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। বিপরীতে ১৪২ কোটি ৮৬ লাখ ভারতের।  ১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ শুরুর পর প্রথমবার সবচেয়ে জনবহুল দেশের তালিকার শীর্ষে পৌঁছেছে ভারত। কারণ হিসেবে দেখা হচ্ছে, চিনের জন্মহার হ্রাস পাওয়ায় ধীরে ধীরে দেশটির জনসংখ্যা কমতে শুরু করেছে।  জন্মহার বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছিল শি জিনপিং সরকার। কিন্তু এখনও আগের অবস্থানে ফিরে আসা সম্ভব হয়নি।  ২০২১ সালে আদমশুমারির কথা থাকলেও প্রাণঘাতী করোনা মহামারির কারণে তা আর হয়নি।  এক্ষেত্রে দেশটিতে প্রকৃত অর্থে জনসংখ্যা কত সে সম্পর্কে সরকারি তথ্য নেই।  জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে, ভারতের জনসংখ্যার এক-চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম।  দেশটির জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। যেখানে ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।  বিভিন্ন সংস্থা ধারণা করছে, আগামী তিন দশক ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে। দেশটির জনসংখ্যা ১৬৫ কোটি পৌঁছাতে পারে।  চলিত বছরের মাঝামাঝিতে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৪ কোটি ৫০ লাখে দাঁড়াতে

6 teachers arrested on charges of continuous sex with school students, rape

  স্কুলের ছাত্রদের সঙ্গে লাগাতার যৌনতা, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৬ শিক্ষিকা কিশোর ছাত্রদের সঙ্গে লাগাতার শারীরিক সম্পর্ক। কখনও কোনও অনুষ্ঠানের ছুতোয় বাড়িতে ডেকে শারীরিক মিলন তো কখনও আবার স্কুলের ক্লাসরুমেই মিলিত হয়েছেন ছাত্রদের সঙ্গে।  কখনও নাবালকদের ভুলিয়ে ভালিয়ে সঙ্গম করেছেন তো কখনও রীতিমতো জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন স্কুল শিক্ষিকারা। একের পর এক এধরনের অভিযোগ সামনে আসতেই দু’দিনের মধ্যে ৬ শিক্ষিকাকে গ্রেপ্তার করল মার্কিন পুলিশ।  ৩৮ বছরের স্কুল শিক্ষিকা এলেন শেলের বিরুদ্ধে ১৬ বছরের দুই ছাত্রকে অন্তত তিনবার ধর্ষণের অভিযোগ উঠেছে। তিনি উডলন এলিমেন্টারি স্কুলে শিক্ষিকার সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। স্কুলের তরফে অভিযুক্ত শিক্ষিকাকে ছুটিতে পাঠানো হয়েছে।  গত কয়েকদিনে ছাত্রদের ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ৬ শিক্ষিকা। আর আরকানসাসের ৩২ বছরের শিক্ষিকা হেলদার হেরের বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ ধর্ষণের অভিযোগ উঠেছে। তাঁর এক কিশোর ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগ উঠেছে। ওকলাহোমার ২৬ বছরের শিক্ষিকা এমিলি হ্যানক

Young man arrested for leaking Pentagon documents

  পেন্টাগনের গোপন নথি ফাঁসকারী তরুণ গ্রেপ্তার অনলাইনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের গোপন সামরিক ও গোয়েন্দা নথি ফাঁসের ঘটনায় ২১ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে এফবিআই। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া এই তরুণের নাম জ্যাক ডগলাস টিশেরা। সে মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য।  গোপন নথি ফাঁসের এ ঘটনা যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী তার মিত্রদের সামনে বিব্রতকর অবস্থায় ফেলেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন ফেডারেল এজেন্টরা টিশেরাকে তার ম্যাসাচুসেটসের ডাইটনের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তারের পরপরই শর্টস, টি-শার্ট ও কেডস পরা টিশারাকে দ্রুততার সঙ্গে একটি সাঁজোয়া যানে করে তুলে নিয়ে যাওয়া হয়। ডাইটন ম্যাসাচুসেটসের বোস্টন শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে একটি গাছপালাময় ছোট শহর।  শহরটিতে মাত্র আট হাজার লোকের বাস। এক সপ্তাহ আগে এই তথ্য ফাঁসের কথা প্রথম বিস্তারিতভাবে জানা যায়। এতে মিত্রদের ওপর গোয়েন্দাগিরির কথা এবং ইউক্রেইনের সামরিক দুর্বলতা ফাঁস হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।  ফাঁস হওয়া নথিগুলোর বেশিরভাগই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা হয়।

Sheikh Hasina has sent a letter to Joe Biden

  জো বাইডেনকে চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি চিঠি দিয়েছেন। চিঠিটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোম্যাসি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাপ্তাহিক ব্রিফিং করেন।  সেহেলী সাবরীন জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো উষ্ণ বার্তার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একটি চিঠি হস্তান্তর করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন।  সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী জো বাইডেনকে এই চিঠি দেন। গত ১০ এপ্রিল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যন্টনি

Discovery of 'flesh-eating' bacteria in America

  আমেরিকায় সন্ধান ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া। শুনতে অনেকটাই ‘সোনার পাথরবাটি’ প্রবাদটি মনে পড়ে যেতে পারে। কিন্তু সৎিয়ই এমন এক আদ্যপ্রাণীর সন্ধান মিলেছে মার্কিন মুলুকে। তাদের সংক্রমণের মাত্রা এমনই ভয়াবহ যে প্রচন্ড কষ্ট পেতে হয় আক্রান্তকে।  কখনও কখনও এক থেকে দু’দিনের মধ্যেই মারাও গিয়েছেন রোগীরা।  কিন্তু কী এই ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া? আমেরিকার ‘সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অফ দ্য ইউনাইটেড স্টেটস’ জানিয়েছে, এই ব্যাকটেরিয়ার নাম ভিব্রিও ভালনিফিকাস। যার দ্বারা আক্রান্ত হলে সেই ব্যক্তিকে অত্যন্ত যত্ন করতে হবে।  তেমন হলে আক্রান্ত অঙ্গটিকে শল্য চিকিৎসা করে বাদও দিয়ে দিতে হবে। দেখা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে ৫ জনে ১ জনের মৃত্যু হয়েছে এক থেকে দুই দিনের মধ্যে।  কিন্তু কেন এই প্রাণীগুলিকে ‘মাংসখেকো’ বলা হচ্ছে? আসলে দেখা গিয়েছে, বেশ কিছু ক্ষেত্রেই সংক্রমণের ফলে সৃষ্ট ক্ষতের আশপাশের মাংস ক্ষয়ে গিয়েছে প্রবল সংক্রমণের ধাক্কায়। যা দেখে বহু মিডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, ওই ব্যাকটেরিয়াগুলি ‘মাংসখেকো’।  ‘সায়েন্টিফিক রিপোর্টস’ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত

14-day-old baby pregnant, surgery found three fetuses

 ১৪ দিনের শিশু গর্ভবতী, অস্ত্রোপচারে মিলল তিনটি ভ্রুণ আশ্চর্য কান্ডে হতবাক চিকিৎসকরাও। এ কী করে সম্ভব? ১৪ দিনের শিশু অন্তঃসত্ত্বা! উত্তরপ্রদেশের বারাণসীর ঘটনা। দুই সপ্তাহ বয়সি ওই শিশুটি আচমকা অসুস্থ হয়ে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তাকে।  পরীক্ষা করে চিকিৎসকরা দেখেন শিশুর গর্ভে রয়েছে তিনটি ভ্রুণ। অস্ত্রোপচার করে সেই ভ্রুণ বার করা হয়। আপাতত সুস্থ আছে শিশুটি।  বারাণসীর সুন্দরলাল হাসপাতালে অস্ত্রোপচার হয় শিশুটির। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে মউ জেলার এক দম্পতি তাঁদের ১৪ দিনের সন্তানকে হাসপাতালে নিয়ে আসেন।  শিশুটি শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যায় ভুগছিল। তথাপি ঠিক কী কারণে এই অসুস্থতা তা প্রথমে ধরা পড়ছিল না। এরপরেই আলট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান করানো হয়। তখনই ধরা পড়ে শিশুর গর্ভে তিনটি ভ্রুণ রয়েছে। এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।  ৭ জন চিকিৎসকের তত্ত্বাবধানে নির্বিঘ্নে সম্পন্ন হয় অস্ত্রোপচার পর্ব।  জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ কেজি ৩০০ গ্রাম। অস্ত্রোপচার করে ভ্রূণ বার করার পর শিশুর ওজন হয় ২ কেজি ৮০০ গ্রাম। কিন্তু প্রশ্ন হল, ১৪ দিনের শিশুর পেটে ভ্রুণ এল কোথা থে

ICC brought the World Cup logo to everyone

বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি আজ থেকে ঠিক এক যুগ আগে (২ এপ্রিল ২০১১) ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের যুগপূর্তির বছরে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি।  আর সে উপলক্ষ্যে আসন্ন একদিনের বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটি ঘিরে উত্তাপ বাড়তে থাকার মধ্যেই প্রকাশ্যে এলো অফিসিয়াল লোগো। এবারের লোগোকে ‘নভরাসা’ নাম দেওয়া হয়েছে।  সমর্থকদের আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। যে ৯ টি আবেগের কথা বলা হয়েছে তা হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। বিশ্বকাপের দৌরাত্ম শুরু হতে এখনও মোটামুটি ছয় মাসের মতো সময় বাকি। তার আগেই প্রকাশ্যে বিশ্বকাপের লোগো।  যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হয়নি। সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে।  আর বিভিন্ন কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে

Risha's solo act

 

Madrasah Superintendent has been accused of taking bribe of 20 lakhs

  নিয়োগে মাদরাসা সুপারের বিরুদ্ধে ২০ লাখ ঘুস নেওয়ার অভিযোগ চাকরি দেবেন বলে দুজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন মাদরাসা সুপার। তবে তাদের চাকরি না দিয়ে অন্যজনের কাছ থেকে বেশি টাকা নিয়ে নিয়োগ বোর্ড বসান। বিষয়টি প্রার্থীরা জানতে পেরে এলাকাবাসীসহ এসে প্রতিষ্ঠানে আন্দোলন করেন। পরে প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়োগ পরীক্ষা বন্ধ হয়ে যায়।  তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করেন মাদরাসা সুপার।  শুক্রবার (৭ এপ্রিল) এমনই ঘটনা ঘটেছে জয়পুরহাটের পাচবিবি উপজেলার শেখপাড়া সাচ্চাপীর সিদ্দিকিয়া দাখিল মাদরাসায়। প্রতিষ্ঠানটির আয়া ও নিরাপত্তাপ্রহরী দুটি পদে নিয়োগ দেওয়ার কথা বলে মাদরাসা সুপার আব্দুল জলিল ২০ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।  ভুক্তভোগী শেখপাড়া গ্রামের শাকিল মাহমুদ জাগো নিউজকে বলেন, মাদরাসা সুপার আমাকে নিরাপত্তাপ্রহরী পদে চাকরি দেবেন বলে আমার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছেন। অথচ আজ যে নিয়োগ পরীক্ষা হবে তা আমাদের জানাননি। পরে জানতে পারলাম এখানে নিয়োগ পরীক্ষা চলছে। তখনই আমার মাথা ঘুরে গেলো। এত কষ্ট করে জমি বিক্রি করে টাকা দিলাম অথচ আমাকে চাকরি না দিয়ে তিনি অন্য প্রাথী নিয়ে এসে পরীক্ষা নিচ্ছেন।

Vidyananda Foundation's 'Eid Bazaar at Nominal Price'

  For English:  Vidyananda Foundation's 'Eid Bazaar at Nominal Price' ‘১ টাকায় আহার, ১ টাকায় ইফতার, ১ টাকায় চিকিৎসা’- এমনিই সব মানবিক কার্যক্রম পরিচালনা করে রাজশাহীর অসহায়, দুস্থ ও নিম্নবৃত্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতীকি মূল্য ১ টাকা রাখা হলেও যে সেবা দেয়া হচ্ছে সেটার গুনগতমান অনেক ভালো। মূলত বিনামূল্যের মানবিক এই কার্যক্রমকে ১ টাকার প্রতিকী মলাটে অসহায়দের দোয়ারে পৌঁছে দিচ্ছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। যা রাজশাহীর সর্ব মহলেই প্রশংসিত হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাপনে। ব্যয়েও চাপ বাড়ায় দু’মুঠো খাবারেও টান পড়েছে। তবে মানবতার ফেরিওয়ালা হয়েই এসব মানুষের মুখে কখনো ইফতার, কখনো খাবার, আবার কখনো প্রাথমিক চিকিৎসার ফেরি নিয়ে পৌঁছে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যা রাজশাহীর বস্তি এলাকার অসহায় মানুষের জন্য অনেকটাই স্বস্তির বার্তা পৌঁছে দিয়েছে। জানা যায়, বছর জুড়ে ১ টাকায় আহার প্রকল্পকের সঙ্গে রজমান মাস ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়ে বিনামূল্যে ইফতার বিতরণ করছে এই সংস্থাটি। প্রতিদিন ৪০০ পরিবারের দ্বো

What is going to happen in the world on Friday, 15 Ramadan?

  ১৫ রমজান শুক্রবার পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? কী ঘটতে যাচ্ছে ১৫ রমজান? পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। সর্বত্র একই আলোচনা চলছে। এ সম্পর্কে কোরআন-হাদিসের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আছে কি?  বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। ১৫ রমজান শুক্রবার পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? বিশেষ করে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে এবারের রমজান শুক্রবার দিয়ে শুরু হওয়ায় এ বিভ্রান্তি আরও বেশি ছড়াচ্ছে। কিন্তু একটি বিষয় বোধগম্য নয় যে, সৌদি আরবসহ অনেক দেশে শুক্রবার রোজা শুরু হয়নি এবং ১৫ রমজানও শুক্রবার নয়। তবে কি তারা এর ব্যতিক্রম? তারা পৃথিবীর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাবে? সম্প্রতি ছড়িয়ে পড়া পৃথিবী ধ্বংসের বিষয়টি একটি গুজব।  কেননা কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো ইমাম মাহদির আত্মপ্রকাশ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত ভবিষ্যদ্বাণীর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিশ্বাস হলো শেষ জমানায় প্রতিশ্রুত ইমাম মাহদির আবির্ভাব সত্য। ইমাম মাহদি নবি-পরিবার থেকেই হবেন।  হাদিসে পাকে এসেছে- হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ

'Sexuality is a wonderful gift of God', what else did Pope Francis say?

‘যৌনতা ঈশ্বরের অপরূপ দান’, আর কী বললেন পোপ ফ্রান্সিস?   যৌনতা নিয়ে এ বার প্রকাশ্যে আলোচনা করলেন পোপ ফ্রান্সিস। তাঁর মতে যৌনতার মতো অপূর্ব জিনিস খুব কম রয়েছে। বুধবার ডিজ়নি প্রযোজনা সংস্থার তরফে ‘দ্য পোপ আনসার্স’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে।  এই তথ্যচিত্রে পোপ ফ্রান্সিসকে যৌনতা এবং গর্ভপাত প্রসঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। গত বছর রোমে প্রাপ্তবয়স্ক দশ জনের সঙ্গে এই আলোচনা করেছিলেন পোপ ফ্রান্সিস। সেই আলোচনার কিছু অংশ তথ্যচিত্রে রাখা হয়েছে।  পোপ বলেন, ‘‘যৌনতা একটি দারুণ বিষয়। মানবজীবনে কোনও অপূর্ব জিনিস যদি ভগবান দান করে থাকেন, তবে সেটি যৌনতা।’’ স্বমেহন নিয়েও মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘‘যৌনতার ভাব প্রকাশ করা এক ধরনের পবিত্রতা। যদি কেউ এর বিপরীত ভাব প্রকাশ করে, তা হলে এই পবিত্রতাকে অসম্মান করা হয়।’’ তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Trump has been charged with 34 crimes

  ৩৪টি অপরাধের অভিযোগ আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গত সপ্তাহে একটি গ্র্যান্ড জুরি অভিযুক্ত করে। পরে আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য মঙ্গলবার ম্যানহাটন ফৌজদারি আদালতে হাজির হন ট্রাম্প। সাবেক এক পর্ণ তারকাকে গোপনে অর্থ প্রদান সংক্রান্ত একটি মামলায় তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যাকে ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শুনানির আগে ট্রাম্পকে গ্রেফতার দেখানো হলেও, শুনানি শেষে তাকে ছেড়ে দেয় আদালত। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ কী?  ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক দণ্ডবিধির ১৭৫ ধারা অনুযায়ী ব্যবসায়িক রেকর্ড জালিয়াতির ৩৪টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।  নিউ ইয়র্কে ব্যবসায়িক রেকর্ড জাল করা একটি বড় অপরাধ। এ ক্ষেত্রে প্রসিকিউটরদের প্রমাণ করতে হবে যে ট্রাম্প ২০১৬ সালের নির্বাচনের আগে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ২০০৬ সালের একটি অভিযোগ ঢাকতে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। আর এটা করতে গিয়েই ২০১৬ সালের নির্বাচনের সময় জালিয়াতির ৩৪টি ভিন্ন অপরাধ করেছেন ট্রাম্প। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ আদালতের শুনানির