রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
রানীহাটি এলাকা থেকে ৪ হাজার পিছ ইয়াবাসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রানীহাটি হল মোড় এলাকা থেকে ৪ হাজার ৪ শ’ পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জে ছল্ফাজিতপুর গ্রামের জবদুল হকের ছেলে কাবিল হক (৩৫)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শিবগঞ্জে বাবুপুর মোড় হতে রানীহাটি হল মোড়গামী পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে বাবুপুর মীরাটুলি গ্রামস্থ জনৈক বুলবুল মিয়ার বাড়ীর সামনে অভিযান চালায় র্যাব। পরে ৪ হাজার ৪শ’ পিছ ইয়াবাসহ কাবিলকে আটক করা হয়। র্যাব আরো জানায়, আটক কাবিল দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/

Comments
Post a Comment