বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
চাঁপাইনবাবগঞ্জে ৫ শিশু উদ্ধার সন্দেহভাজন আইসক্রিম বিক্রেতা আটক
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলিনগর ভূতপুকুর এলাকার একটি আমবাগান থেকে গতকাল শনিবার দুপুরে ৫ শিশুসহ সন্দেহভাজন রবিউল ইসলাম (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পালশা গ্রামের এনামুল হকের ছেলে এবং পেশায় আইসক্রিম বিক্রেতা।
শিশুদের পাচারের উদ্দেশ্যেই সেখানে আনা হয়েছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।উদ্ধার হওয়া শিশুরা হলো- জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিরপুকুর গ্রামের নাইমুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (৭) ও কাব্বির হোসেন (৫), শরিফুল ইসলামের ছেলে আবদুর রহমান (৮), আবদুল খালেকের ছেলে সেলিম হোসেন (৬) ও মোহাম্মদ কলিমের ছেলে ইসমাইল হোসেন (৪)।আলিনগর ভূতপুকুর এলাকার জাফর আলী জানান, আমবাগানে ৫ শিশুকে নিয়ে এক যুবক বসেছিল, তবে শিশুগুলো কান্নাকাটি করায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ শিশুদের উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান পিপিএম জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পিরপুকুর এলাকা থেকে ৫ শিশুকে নিখোঁজ রয়েছে মর্মে থানায় অভিযোগ করে তাদের অভিভাবক। এরপর থেকে পুলিশ খোঁজখবর নেয়া শুরু করে। অন্যদিকে আলিনগর এলাকার একটি আমবাগানে ৫ শিশুকে কান্নাকাটি করতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
ওই স্থানে পুলিশ অভিযান চালিয়ে ৫ শিশুকে উদ্ধার করে। এসময় রবিউল ইসলাম নামে এক আইসক্রিম বিক্রেতাকে আটক করা হয়। প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে শিশুগুলোকে পাচারের উদ্দেশ্যে সেখানে নিয়ে যাওয়া হয়েছিলো। তিনি আরো জানান, অধিক তদন্ত করলে মূল রহস্য উদঘাটন সম্ভব হবে।
very good
ReplyDelete