মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
এবার মধ্যপ্রাচ্যের ১৬ প্রেক্ষাগৃহে ‘দেবী’
বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এবার মধ্যপ্রাচ্যের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘দেবী’। খবরটি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক জয়া আহসান।২১ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব-আমিরাত, বাহরাইন, ওমানসহ মধ্যপ্রাচ্যের ১০টি শহরের দর্শকরা ছবিটি দেখতে পারবেন।মিডিয়া মেজ ছবিটি মধ্যপ্রাচ্যে পরিবেশনার দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা আহমেদ ইখতিয়ার আলম পাভেল বলেন, ‘‘দেবী’ নিয়ে এখানকার বাংলা ভাষাভাষীদের আগ্রহ ছিল দেখার মতো।
তাদের আগ্রহকে সম্মান জানাতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই জনপ্রিয় চলচ্চিত্রের যাত্রা শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে।’’জানা গেছে, আরব-আমিরাতের মধ্যে দুবাইয়ে ভিওএক্স ডেইরা সিটি সেন্টার, নভো ড্রাগন মার্ট টু, শারজাহের নভো মেগা মল, ভিওএক্স শারজাহ সিটি সেন্টার, আবুধাবির ভিওএক্স ম্যারিনা মল, আল আইন শহরের আল আইন মল-এ প্রদর্শিত হবে ‘দেবী’।
এছাড়া ওমানের রুইয়ি, সালালাহ, সোহার, সুর নামের শহরগুলোর সিটি সিনেমা এবং বাহরাইনের মানামা শহরে প্রদর্শিত হবে ছবিটি।এ প্রসঙ্গে ছবির প্রযোজক জয়া আহসান বলেন, ‘মিসির আলি-রানু-নীলু-আনিস-আহমেদ সাবেতরা এখন মধ্যপ্রাচ্যে যাচ্ছে।
বিষয়টি সত্যিই ভালো লাগার মতো। দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ প্রবাসী বাংলাদেশিরা যেভাবে সবাই আমাদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন, আশা করি মধ্যপ্রাচ্যেও তার ব্যতিক্রম হবে না।’হুমায়ূন আহমেদের লেখা মিসির আলি চরিত্রকে নিয়ে প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র এটি। সরকারি অনুদান ও সি তে সিনেমা প্রযোজিত আলোচিত ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।গত বছর ১৯ অক্টোবর বাংলাদেশের ২৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেবী’।
তখন থেকে এখনও ছবিটি চলছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। এতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আরও আছেন জয়া আহসান, শবনম ফারিয়া, ইরেশ যাকের, অনিমেষ আইচ প্রমুখ।-বাংলা ট্রিবিউন
Comments
Post a Comment