মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
অস্কার লাইব্রেরিতে স্থান পাচ্ছে সোনমের হিট ছবি
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের লাইব্রেরিতে স্থান পেতে চলেছে ভারতীয় ছবি। তাও আবার এমন একটি ছবি যা সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবির নাম ‘এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’।
১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ছবিটি। সমকামিতা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের কোর কালেকশনে স্থান পেয়েছে ছবির চিত্রনাট্য।জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, সোনম কাপুর জানিয়েছেন, এটি তার অন্যতম প্রিয় ছবি। অস্কার লাইব্রেরির জন্য ছবিটি নির্বাচিত হওয়ায় তিনি অবশ্যই খুশি। কিন্তু তার চেয়েও বেশি আনন্দিত এই কারণে যে এটি তার সঙ্গে তার বাবার প্রথম অভিনীত ছবি।
ছবির মেসেজ সবার জানা দরকার।ছবির গল্প সুইটি চৌধুরীকে নিয়ে। পাঞ্জাবের এক ধনী কাপড় ব্যবসায়ীর মেয়ে। একদিন সুইটির সঙ্গে দেখা হয় সাহিল মির্জার। সুইটির প্রেমে পড়ে সাহিল। কিন্তু সুইটি সাহিলকে ভালবাসে না। এরপর কী হয়? আর পাঁচটা গল্পে দেখা যায় মেয়ের মন পেতে এবার ছেলে নিজেকে মেয়েটির উপযুক্ত করে তুলতে চায়। ভাল চাকরি পেলেই মেয়ে তার প্রেমে পড়ে যাবে। মেয়ের বাড়িতেও কোনও সুবিধা করবে না। এই গল্প এখন বস্তাপচা। শেলি চোপড়া তাই সেই ঝুঁকিই নেননি। গল্প এরপর থেকে তিনি সাজিয়েছেন অন্যভাবে।
প্রেম ছবিতে অবশ্যই উপস্থিত। কিন্তু অন্যভাবে।সুইটির বিয়ে ঠিক করে বাবা বলবীর। পাত্রের নাম সাহিল। মুসলিম বলে অনেকে আপত্তি তুলেছিল। কিন্তু তাদের পরিবার একটাই উদার, যে হিন্দু-মুসলিম তাদের কাছে কোনও বাধা নয়। সাহিলকে মেনে নিতে তাদের কোনও আপত্তি নেই। কিন্তু ওরা যে বন্ধু। তাই সাহিলের পরিবর্তে আসে অন্য এক ছেলে। সেও সুইটির প্রেমে পাগল। কিন্তু সুইটি তো নয়। সে অন্য একজনকে ভালবাসে।
সেই মানুষটি সাহিল নয়। এমনকী কোনও ছেলেও নয়। একটি মেয়েকে মন দিয়ে ফেলেছে সুইটি। সাহিলকে সে সব কথা বলেছে। সুইটির জীবনে এই একটাই গোপন কথা। কিন্তু বাড়ি থেকে মেনে নিচ্ছে না সুইটির প্রেম। হিন্দু-মুসলিম সম্পর্ক মেনে নেওয়া যায়। কিন্তু সমকাম! ছবিতে সোনম কাপুর ও অনিল কাপুর ছাড়া অভিনয় করেছেন রাজকুমার রাও, জুহি চাওলা ও রেজিনা কাসেন্দ্রা।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের লাইব্রেরিতে স্থান পেতে চলেছে ভারতীয় ছবি। তাও আবার এমন একটি ছবি যা সম্প্রতি মুক্তি
ReplyDelete