রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা
ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের সেনারা থাকেন।
ঘাঁটির ভেতরে ২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। সূত্র মতে, ইরাকের সামরিক বাহিনি ঘাঁটির চারপাশের এলাকা বন্ধ করে দেয়ার পাশাপাশি তল্লাশি অভিযান শুরু করেছে। তবে ওই হামলায় হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইরাকি পুলিশ জানিয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে আরো একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। সেখানেও মার্কিন সেনারা রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে ৪ বার ইরাকের সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। এর সবগুলোতেই মার্কিন সেনা রয়েছে।
তথ্যসূত্র: জাগোনিউজ

Comments
Post a Comment