ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন বুধবার
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল সফরে যাচ্ছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানান। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বলেছেন, এ সফরের মধ্য দিয়ে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন প্রকাশ পাবে।
এছাড়া চলমান সংঘাতে ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যও এ সফরে যাচ্ছেন বাইডেন। বাইডেন ইসরায়েল সফর শেষে জর্ডানের আম্মানে যাবেন।
সেখানে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের প্রেসিডেন্ট আল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন। এদিকে, চলমান সংঘাতের মধ্যে বাইডেনের সফর ঘিরে নিরাপত্তাজনিত উদ্বেগ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের ইসরায়েল সফরের সিদ্ধান্ত হালকাভাবে নেয়া হয়নি, যদিও এটি খুব সংক্ষিপ্ত সফর।
জর্ডানের আম্মানে যাওয়ার আগে বাইডেন তেল আবিব সফর করবেন। ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ১৪শো ইসরায়েলি এবং ২,৭৫০ জন ফিলিস্তিনি রয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা, জাগোনিউজ
Comments
Post a Comment