ইউনিসেফ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায়
টানা ছয় দিন ধরে বোমাবর্ষণ এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন থাকায় মানবিক বিপর্যয়ের মুখে থাকা গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।
শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ইউনিসেফ-এর প্রধান নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, ‘এ মুহূর্তে গাজা উপত্যকায় কোনো নিরাপদ স্থান নেই। অনেক বেসামরিক মানুষ হাসপাতাল ও স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন। অনেক স্কুল বোমার আঘাতে ধ্বংসও হয়ে গেছে।’
তিনি বলেন, গাজায় এখন প্রাপ্তবয়স্কদের তুলনায় অনেক বেশি বিপন্ন অবস্থায় আছে শিশুরা। নিরবিচ্ছিন্ন হামলা থেকে এই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।
দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি শেষে ৭ অক্টোবর শনিবার সকালে দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ক্রসিঙে বেড়া গুঁড়িয়ে দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা। তার আগে ভোররাত থেকে ইসরাইলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তিন হাজারেরও বেশি গ্রেনেড ছুড়েছিল হামাস।
এই হামলার শুরুতে খানিকটা অপ্রস্তুত থাকলেও অল্প সময়ের মধ্য তা কাটিয়ে পূর্ণ উদ্যমে যুদ্ধের ময়দানে নামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। ৭ থেকে ১৩ অক্টোবর, অর্থাৎ হামলার প্রথম ৬ দিন গাজা উপত্যকায় অন্তত ৬ হাজার বোমা ফেলেছে আইডিএফের বিমানবাহিনী।
ব্যাপক এই বোমা হামলায় হামাসের অন্তত ২০০টি ঘাঁটি ও স্থাপনা ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া উপত্যকায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৯শ’। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ। তথ্যসূত্র: ঢাকা পোস্ট
so sad
ReplyDelete