গাজায় 137,000 এরও বেশি মানুষ জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে রয়েছে
ইসরায়েলের আক্রমণ থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে গাজা উপত্যকায় জাতিসংঘের জরুরি আশ্রয়কেন্দ্রে ১ লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে।
‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি’ (ইউএনআরডব্লিউএ) সোমবার জানিয়েছে, ৮৩টি স্কুলকে আশ্রয়কেন্দ্রে পরিণত করা হয়েছে। স্কুলের চেয়ার-টেবিল সরিয়ে বিছানা পাতা হয়েছে। আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতার ৯০ শতাংশই ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে।
সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের আশ্রয় নেয়া জাতিসংঘের একটি স্কুল সরাসরি ইসরায়েলি হামলায় শিকার হয়েছে। এর বেশি কিছু জানাতে পারেনি ইউএনআরডব্লিউএ।
ওই আক্রমণের সময় স্কুলটিতে কতজন ছিলেন, সেটিও জানা সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইউএনআরডব্লিউএ লিখেছে অব্যাহত আক্রমণের মুখে বাধ্য হয়ে ১৪টি খাদ্যসামগ্রী বিতরণ কেন্দ্র বন্ধ করা হয়েছে। এরফলে ৫ লাখ মানুষের খাদ্য সহায়তা পাওয়ার পথ বন্ধ হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ভোরে ফিলিস্তিনি সশস্ত্র হামাসের আকস্মিক হামলায় স্তম্ভিত হয়ে যায় ইসরায়েল। এরপর পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনি। পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ
Comments
Post a Comment