ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা, কারাগারে পাঠানোর হুঁশিয়ারি
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াতির মামলার বিচারকাজ চলমান থাকায় আদালতের নির্দেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেন। গ্যাগ অর্ডার অনুযায়ী, আদালতের কোনো কর্মীকে নিয়ে কথা বলতে পারবেন না তিনি।
আদালত অবমাননায় শুক্রবার (২০ অক্টোবর) ট্রাম্পকে পাঁচ হাজার ডলার জরিমানা করেন নিউ ইয়র্কের বিচারক আর্থার এনগোরোন। এ আদালতেই বিচারকাজ চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অ্যালিস গ্রিনফিল্ড নামে বিচার বিভাগীয় এক কর্মীকে হেনস্তা করে গত ৩ অক্টোবর আপত্তিকর পোস্টার প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, গ্রিনফিল্ডের সঙ্গে চাক শু’র ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।
আপত্তিকর ওই পোস্টটি প্রকাশের পর বিচারক এনগোরোন ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। একইসাথে ওই পোস্টটি দ্রুত সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন তিনি। এরপর ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়।
কিন্তু তার প্রচারণামূলক সাইটে পোস্টটি রয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি সরিয়ে নেন। শুক্রবার (২০ অক্টোবর) কোর্টরুমে বিচারক বলেছেন, সাবেক প্রেসেডেন্ট ট্রাম্প আদালতের এক কর্মীকে উপহাস করে ওই পোস্ট সরাতে বিলম্ব করেন।
এ ধরনের কাজ পুনরায় করলে তাকে কারাগারে যেতে হবে বলেও বিচারক এনগোরোন সতর্ক করেছেন। তথ্যসূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, বাংলাট্রিবিউন
Comments
Post a Comment