‘১ টাকায় আহার, ১ টাকায় ইফতার, ১ টাকায় চিকিৎসা’- এমনিই সব মানবিক কার্যক্রম পরিচালনা করে রাজশাহীর অসহায়, দুস্থ ও নিম্নবৃত্ত মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। প্রতীকি মূল্য ১ টাকা রাখা হলেও যে সেবা দেয়া হচ্ছে সেটার গুনগতমান অনেক ভালো।
মূলত বিনামূল্যের মানবিক এই কার্যক্রমকে ১ টাকার প্রতিকী মলাটে অসহায়দের দোয়ারে পৌঁছে দিচ্ছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। যা রাজশাহীর সর্ব মহলেই প্রশংসিত হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই বাজারে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের স্বাভাবিক জীবনযাপনে। ব্যয়েও চাপ বাড়ায় দু’মুঠো খাবারেও টান পড়েছে।
তবে মানবতার ফেরিওয়ালা হয়েই এসব মানুষের মুখে কখনো ইফতার, কখনো খাবার, আবার কখনো প্রাথমিক চিকিৎসার ফেরি নিয়ে পৌঁছে যাচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। যা রাজশাহীর বস্তি এলাকার অসহায় মানুষের জন্য অনেকটাই স্বস্তির বার্তা পৌঁছে দিয়েছে। জানা যায়, বছর জুড়ে ১ টাকায় আহার প্রকল্পকের সঙ্গে রজমান মাস ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়ে বিনামূল্যে ইফতার বিতরণ করছে এই সংস্থাটি। প্রতিদিন ৪০০ পরিবারের দ্বোর-গোড়ায় ইফতার নিয়ে পৌঁছে যাচ্ছে সংস্থার স্বেচ্ছাসেবীরা।
এছাড়া প্রতি সপ্তাহের শুরুতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)র মাধ্যমে ১২ টি থানায় ১ হাজার পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার পৌঁছে দিচ্ছেন তারা। এছাড়া গত ৬ এপ্রিল (বৃহস্পতিবার) ১ টাকার প্রতিকী মূল্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় একটি কমিউনিটি সেন্টারে ৪০০ অসহায়-দুস্থ মানুষ ইফতার করেন। পুলিশ সদস্যদের সঙ্গে এসব অসহায়-দুস্থ মানুষদের একসঙ্গে বসে ইফতারের চিত্রও মানবিক পুলিশিং কার্যক্রমকেও ভিন্নমাত্রা দিয়েছে। শুধু নগর কেন্দ্রীকই নয়, উপজেলা পর্যায়েও তাদের এই মানবিক কার্যক্রম সাড়া ফেলেছে।
এছাড়া আসন্ন ইদকে সামনে রেখে আগামী ১৬ এপ্রিল শুরু হচ্ছে ‘নাম মাত্র মূল্যে ইদ বাজার’। এটিও ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে কী থাকছে এই ইদ বাজার কার্যক্রমে তা নিয়ে পরিকল্পনা এখনো চলমান। সংস্থাটি নগরীর শ্যামপুর, মিডিল চর, চারখুটার মোড়, ভদ্রা বস্তি, জামালপুর, ফুলতলা, বালুর ঘাট, পঞ্চবটিসহ অনগ্রসর ও বস্তি এলাকায় সুস্থ ও অসহায় মানুষের নিয়ে কাজ করে যাচ্ছে।
নানা মানবিক কার্মকান্ডের মাধ্যমে এসব সুবিধাবঞ্চিত মানুষের হৃদয়ে ঠাঁয় করে নিয়েছে সংস্থাটি। প্রতি শনিবার আরএমপির সমন্বয়ে ফাউন্ডেশনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। মাঠ পর্যায়ে উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রম তদারকি করছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম। আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, ইফতার সামগ্রীর যোগান ও তৈরিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন যেভাবে এই রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে তা খুবই প্রশংসনীয়।
বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে তাদের এই উদ্যোগ অসহায় এসব মানুষের জন্য খুবই প্রয়োজন ছিলো। এমন মানবিক উদ্যোগকে আরএমপি সব সময় স্বাগত জানায়। আরএমপিও আন্তরিকতার সঙ্গে নিজেদের সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকেও এসব মানুষের পাশে এসে দাঁড়ানো নৈতিক কর্তব্য।
এ বিষয়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের রাজশাহী ইনচার্জ মৌসুমি আক্তার জানান, রামজান মাসে ছিন্নমূল ও অসহায় মানুষের কথা বিবেচনা করেই বিনামূল্যের ইফতার বিতরণ প্রকল্পটি হাতে নেয়া। প্রতিদিন যে ৪০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে, সেখানে মেনুতে থাকছে চিকেন তেহেরি, ডিম, খেজুর, সালাত, কোক ও পানি। মানসম্মত খাবারের একটি ব্যবস্থা করা হয়ে থাকে সব সময়।
এছাড়া রোজার ইদের আনন্দকে ভাগাভাগি করে নিতে ‘নামমাত্র মূল্যে ইদ বাজার’ কর্মসূচিও হাতে নেয়া হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে এটি শুরু হবে।
Comments
Post a Comment