Rubber dam under construction in Chapainawabganj Expenditure is increasing by Tk 69 crore Skip to main content

Featured Post

Students block roads and railways for second day over six-point demands

  ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ রাজশাহীতে ছয় দফা দাবিতে তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছে। বুধবার (১৬ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো তারা বেলা ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় অবস্থান নেয়।  এতে তিন দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়। এদিকে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।  এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন শিক্ষার্থীরা।  পরে তারা নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এরপর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখলে নেয়। পাশে থাকা রেলপথেও তারা অবস্থান নেন।  রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করেছে।  এক্ষেত্রে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। সেখানে পুলিশের উর্ধ্তন কর্মকর্তারা আছেন। এখন পর্যন...

Rubber dam under construction in Chapainawabganj Expenditure is increasing by Tk 69 crore

Rubber dam under construction in Chapainawabganj Expenditure is increasing by Tk 69 crore
চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন রাবার ড্যাম: ব্যয় বাড়ছে ৬৯ কোটি টাকা

দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম নির্মিত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এই জেলার মহানন্দা নদীর ওপর নির্মাণাধীন এই রাবার ড্যাম প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় ৬৯ কোটি টাকা।

 সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপিতে অতিরিক্ত এই টাকা যুক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি- এই প্রকল্পটির কাজের যে পরিধি ছিলো, সেটা বেড়েছে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিলো মাত্র ১ হেক্টর। কিন্তু কাজের পরিধি বাড়ার জন্য এখন আরও কয়েক হেক্টর জমি অধিগ্রহণ করতে হচ্ছে। 

এছাড়াও প্ল্যানিং ডিজাইনে পরিবর্তন আর নির্মাণ সামগ্রীর খচর বাড়ায় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সূত্র জানা গেছে, মহানন্দা নদীর বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন রেহাইচর এলাকায় নির্মিত হচ্ছে রাবার ড্যাম। ২০২১ সালের ১১ নভেম্বর প্রকল্পের কাজ শুরু হয়। 

এই প্রকল্পের আওতায় ৩৯৩ মিটার দীর্ঘ রাবার ড্যাম নির্মাণ করা হবে। পাশাপাশি খনন করা হবে ৩৬ দশমিক ০৫ কিলোমিটার নদী। প্রকল্পের শুরুতে এক হেক্টর জমি অধিগ্রহণের কথা থাকলেও পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৫১ হেক্টরে। শুরুতে এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিলো ১৫৫ কোটি ৪৬ লাখ ৩৫ হাজার ১৯৫ টাকা। 

পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এই প্রকল্পটির কাজ এগিয়ে চলছে খুব দ্রুত গতিতেই। এরইমধ্যে প্রকল্পের ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি অর্ধেক কাজও আগামী জুন মাসের মধ্যে শেষ করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

অন্যদিকে প্রকল্পের ব্যয় বাড়িয়ে একটি সংশোধিত ডিপিপি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। তিনি আরও বলেন, আগামী ২৯ মার্চ প্রকল্প স্টিয়ারিং কমিটির-পিএসসির সভায় সংশোধিত ডিপিপি উত্থাপন করা হবে। সংশোধিত ডিপিপিতে ব্যয় বাড়ানো হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। এরমধ্যে জমি অধিগ্রহণে ব্যয় বেড়েছে ৩৪ কোটি টাকা। 

এছাড়াও নতুন একটি সংযোগ সড়ক নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ৫ কোটি টাকা। আর ড্যাম নির্মাণের ব্যয় বাড়ানো হয়েছে ৩০ কোটি টাকা। বুধবার (২২ মার্চ) পরিকল্পনা কমিশনের সদস্য একেএম ফজলুল হক মহানন্দা নদীর ওপর নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন করেছেন। অর্থ বাড়িয়ে একটি সংশোধিত ডিপিপি পাঠানো হয়েছে। 

এটির যৌক্তিকতা যাচাই করতেই তিনি এই প্রকল্প পরিদর্শনে এসেছিলেন বলেও সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। তিনি সাংবাদিকদের বলেন, ‘ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে প্রায় ৩৪ কোটি টাকা, আর ডিজাইনের ক্ষেত্রে প্রায় ৩৫ কোটি টাকা সংশোধনি ব্যয়ে প্রস্তাব করা হয়েছে। সরজমিন পরির্দশনে এসে ভূমি ক্ষতিগ্রস্থ ২৮ জনের সঙ্গে কথা বলেছি, রাবার ড্যাম আর তার দুপাশে ভূমির অবস্থা দেখে মনে হয়েছে এই প্রকল্পের ব্যয় বাড়ানো যৌক্তিকতা রয়েছে। 

তবে এই প্রকল্পের ব্যয় বাড়ছে এটা নিশ্চিত।’ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রী রাবার ড্যাম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আগামী নির্বাচনের আগেই তিনি রাবার ড্যামের উদ্বোধন করবেন। সেই বিষয়টি মাথায় রেখে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রকল্পের কাজ। 

এই প্রকল্পটি বাস্তবায়ন হলে মৃতপ্রায় মহানন্দা নদীর ৭০ কিলোমিটার জুড়ে সারা বছরই পানি থাকবে। ফলে এই অঞ্চলের কৃষি ও মৎসখাতে আমূল পরিবর্তন আসবে।’ তিনি আরও বলেন, ‘প্রকল্পের কাজ শুরুর সময় জমি অধিগ্রণের পরিমাণ কম ছিল। 

কিন্তু পরবর্তীতে দেখা যায় প্রকল্প এলাকায় ব্যক্তি মালিকানার জমিও রয়েছে। তাই জমি অধিগ্রহণে ব্যয় বেড়েছে। প্রকল্প ব্যয় বাড়লেও কোনো সমস্য নেই, তবে প্রকল্প এলাকা তথা আমার নির্বাচনী এলাকার কোনো মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রেখেছি।

’ ২০১১ সালের ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন। প্রায় এক দশক পর শুরু হয় রাবার ড্যামের নির্মাণ কাজ।

Comments

Popular posts from this blog

India is on fire, 40,000 affected by heatstroke, 192 vagrants died in the summer in Delhi!

  দাবদাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, দিল্লিতে গরমে ১৯২ ভবঘুরের মৃত্যু! চলতি গ্রীষ্ম রেকর্ড গরমের সাক্ষী হয়েছে ভারত। দাবদাহের ভয়াবহতা চরমে পৌঁছেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  এবার জানা গেল, গত সাড়ে তিন মাসে তপ্ত কড়াইয়ের ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!  অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে।  এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক, তখন অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আবহ বিজ্ঞানীরা বলছেন, এবার ভয়ংকরতম গ্রীষ্মের সাক্ষী গোটা এশিয়াই। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে থাকছে।  জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী মানব সভ্যতা। আরও ভালো করে বললে ‘উন্নয়ন’। গত মার্চের পর থেকেই ক্রমশ অসহনীয় হয়েছে উঠেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা।  সূর্যের লেলিহান উনুনে পুড়ে আকাশে উড়তে উড়তে বহু পাখির মৃত্যু হচ্...

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

Trump criticized for controversial comments again

  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: সব সুইং স্টেটে এগিয়ে ট্রাম্প বিশ্বের সব দেশ এখন নজর রাখছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।  এবারের নির্বাচনে চমক দেখিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট হবেন?  নাকি ইতিহাস সৃষ্টি করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হবেন?  এর উত্তর নির্ধারিত হতে পারে কিছু রাজ্যের ফলাফলে।  এগুলো ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।  এ কারণে যুক্তরাষ্ট্রে ৫০টি স্টেটে একসঙ্গে ভোট হলেও মূলত সবারই নজর থাকে সুইং স্টেটের দিকে।  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, অ্যাটলাস ইন্টেল পরিচালিত জরিপের তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের সব সুইং স্টেটে জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প  জরিপে প্রায় ৪৯ শতাংশ উত্তরদাতারা বলেছেন, তারা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন।  সবশেষ জরিপ অনুযায়ী, সুইং স্টেটগুলোতে ডেমোক্...