বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা
শিবগঞ্জ প্রতিনিধি- মোঃ হারুন অর রশীদঃ চঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সোমবার ১৪ নভেম্বর ২0২২। সকাল ৯ টায় শুরু হয় ভোট গ্রহণ চলে দুপুর ২ টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে জেলার ৫টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ ফলাফল বেসরকারী ভাবে ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্ণিং অফিসার মোতাওয়াক্কিল বলেন, সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোসাঃ তাসলিমা খাতুন। তিনি ১৫৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাঃ কাজলেমা পেয়েছেন ৩৫ ভোট। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে ২২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন সাবিহা শবনম কেয়া। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামিমা জাহান সারা পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ১ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুল জলিল ১২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আব্দুল হাকিম পেয়েছেন ৭২ ভোট। নাচোল উপজেলা ২ নম্বর ওয়ার্ডে তারিকুজ জামান সুমন ৪৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আনারুল ইসলাম ১৯ ভোট। গোমস্তাপুর উপজেলা ৩ নম্বর ওয়ার্ডে মোঃ কবির আহম্মেদ খান ৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোকসেদুর রহমান ৪৩ ভোট। ভোলাহাট উপজেলা ৪ নম্বর ওয়ার্ডে মোসাঃ হোসনে আরা ২৩ ভোট পেয়ে মহিলা সদস্য বেসরকারী ভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসাঃ উম্মে নুরহাজান নিশি পেয়েছেন ১৬ ভোট। শিবগঞ্জ উপজেলা ৫ নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুস সালাম (তালা প্রতীক) ১১৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কামাল উদ্দীন (হাতি প্রতীক) ৯১ ভোট।


জেলা পরিষদ নির্বাচিত সদস্যবৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা
ReplyDeleteজয় বাংলা জয় বঙ্গবন্ধু
ReplyDelete