Reception accorded to the families of freedom fighters and martyred freedom fighters at Shibganj in Chapainawabganj district
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা
১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শিবগঞ্জ উপজেলা প্রশানের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।শুক্রবার সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের হোসেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী যেবায়ের আহমেদ,উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি আবু আহমদ নজমুল কবীর মুক্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শিউলী বেগম প্রমূখ। উপজেলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তসলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান প্রমূখ।আলোচনার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হলুদ রঙের ফুলেল মাল্যদিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননার ক্রেস্ট ,পাঞ্জাবী,ব্যাগ প্রদান ও দুপুরে খাবার পরিবেশন করা হয়।
Tito
ReplyDelete