Skip to main content

Posts

Showing posts from July, 2023

Featured Post

The officials of the administration cadre wanted the resignation of the commission chairman

কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।  বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম।  তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।  এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।  এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।  বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...

Visa ban to apply to election disrupters: Matthew Miller

  নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে: ম্যাথিউ মিলা র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা ক্ষুণ্ণ করবে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।  স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  বাংলাদেশে কিছু মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার ক্ষুণ্ণ করছে, যুক্তরাষ্ট্র কি তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে?-  এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, সেক্রেটারি ব্লিঙ্কেন ২৪ মে ভিসানীতি জারি করার সময় স্পষ্ট করেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা ক্ষুণ্ণ করবে, তাদের জন্য এই ভিসা বিধিনিষেধগুলো প্রযোজ্য হবে। তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কার্যক্রমের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার ব্যবহার, জনগণকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখা।  এছাড়া রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ ও মিডিয়াকে তাদের মতামত ...

Bangladeshi killed in US shooting, another missing

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি, নিখোঁজ আরেকজন যুক্তরাষ্ট্রে ভিন্ন দুটি ঘটনায় এক বাংলাদেশি গুলিতে নিহত এবং আরেক বাংলাদেশি নদীতে লাফ দিয়ে নিখোঁজ রয়েছেন।  নিহতের নাম ইয়াজউদ্দিন আহম্মদ (২৩), বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।  অপর ঘটনায় নিখোঁজ বাংলাদেশির নাম অনিক পাল।  মঙ্গলবার সকালে দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের সেন্টলুইস শহরের হ্যাম্পটন অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনে গুলির ঘটনা ঘটে।  স্থানীয় পুলিশ জানায়, গ্যাস স্টেশনের বাইরে ইয়াজউদ্দিনের গাড়ি দাঁড় করানো ছিল।  ডাকাতির উদ্দেশে এসময় তার গাড়ির কাচ ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে একদল বন্দুকধারী। ইয়াজউদ্দিন বাধা দিলে এক বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়।  পরে পুলিশ এসে ইয়াজউদ্দিনকে হাসপাতলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় জড়িত সন্দেহে জ্যাটাভিয়ন স্কট নামের ১৯ বছরের এক তরুণকে খুঁজছে পুলিশ।  খালা রেহানা বেগমের হাত ধরে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ইয়াজউদ্দিন।  তিনি পার্কওয়ে সেন্ট্রাল হাইস্কুল থেকে স্নাতক শেষ করেন।  অপর ঘটনায় গত ৩ জুলাই ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে নিজ বাসার কাছে জন টি মিয়ার্স ব্রি...

29 killed in bus ditch in Mexico

  মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ২৯ মেক্সিকোর ওহাকায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৯ জন নিহত ও ১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।  বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।  মেক্সিকো সিটি থেকে দক্ষিণাঞ্চলের ওহাকা রাজ্যের মধ্য দিয়ে যাওয়ার পথে মাগদালেনা পেনাসকো শহরে আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে বলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হেসুস রোমেরোর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  খাদে পড়ে যাওয়ার আগে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বলে ধারণা করা হচ্ছে।  আহতদের মধ্যে ১৪ জনকে কাছাকাছি একটি শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে, ৫ জনকে আকাশপথে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে রাজধানী ওহাকা সিটিতে, বলেছেন কর্মকর্তারা।  চলতি বছরের ১৮ এপ্রিল মেক্সিকোর পশ্চিমাঞ্চলে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।  তথ্যসূত্র: বিডিনিউজ

A man with a firearm was arrested in front of Obama's house

  ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরকসহ টেলর ট্যারান্টো (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  তিনি ক্যাপিটল ভবনে (ইউএস ক্যাপিটল) হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) ওয়াশিংটন ডিসির ক্যালোরামা এলাকায় বারাক ওবামার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  খবর: দ্য ইন্ডিপেন্ড পুলিশ ও সিক্রেট সার্ভিস জানায়, বারাক ওবামার বাড়ির দিকে যাওয়ার সময় ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এ সময় তাকে আটক করতে গেলে তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেন।  পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে। এতে এক নারীসহ চারজন নিহত হন। ওইদিন কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প।  এর কিছুক্ষণ পরেই কয়েকশ ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙ...