মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
Despite the tough attitude of the Sunak government, Indians are at the top of the number of immigrants in Britain
সুনাক সরকারের কঠোর মনোভাবের পরেও ব্রিটেনে অভিবাসী সংখ্যায় শীর্ষে ভারতীয়রা অস্বাভাবিক হারে অভিবাসন সংখ্যা বেড়েছে ব্রিটেনে। যা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু, তাও দেখা গেল ব্রিটেনে অভিবাসীদের সংখ্যায় অন্যান্য দেশকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারতীয়রা। ২০২৩ সালে অভিবাসনের নিরিখে ভারতের স্থান সবার উপরে। জানা গিয়েছে, প্রায় আড়াই লাখ ভারতীয় ব্রিটেনের অভিবাসী হয়েছেন। এর মধ্যে শিক্ষা এবং চাকরির কারণটাই সব থেকে বেশি। অভিবাসন নিয়ে ২০২৩ সালের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। তাতে দেখা গিয়েছে, ১ লাখ ২৭ হাজার চাকরির জন্য, ১ লাখ ১৫ হাজার পড়াশোনার জন্য এবং ৯ হাজার ভারতীয় অন্যান্য কারণে যুক্তরাজ্যের অভিবাসী হয়েছেন। ব্রিটেনের শেষ জনগণনায় স্পষ্ট হয়ে গিয়েছে যে, ইংল্যান্ড এবং ওয়েলস-এ প্রত্যেক ৬ জনের মধ্যে এক জন এমন রয়েছেন যাঁর জন্ম ব্রিটেনের বাইরে। দেশের বাইরে জন্ম এমন ব্রিটেনবাসীর সংখ্যা ২০০১ সালে ছিল ৪৫ লক্ষের কিছু বেশি। তবে এখন তা এক কোটি পেরিয়ে গিয়েছে। এবং এর মধ্যে অধিকাংশই ভারতীয়। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড, তৃতীয়ে পাকিস্তান ...