মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
চাঁপাইনবাবগঞ্জে ঈদ ।। বাজার জমে উঠেছে ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার জমে উঠেছে। জেলা শহরের প্রধান প্রধান বিপনী বিতান ও ফুট পাতের দোকান গুলোতে কেনাকাটার উৎসব শুরু হয়ে গেছে। ঈদ বাজারে ধনী গরিব সকলের হ্নদয়ে ঈদ আনন্দ উথলে পড়েছে। ঘুরে দেখা যায় শহরের মডার্ণ মার্কেট, ক্লাব সুপার মার্কেট ডিসি সুপার মার্কেট, সেন্টু মার্কেট, সাটু হল মার্কেট, সাটু কমপ্লেক্স ও তোহাবাজার মার্কেটে কেনাকাটায় মানুষের ভীড় বাড়তে শুরু করেছে। রমজানের প্রথম দিন থেকে বাজার গুলোতে কেনাকাটায় ক্রেতাদের তেমন সরগম না থাকলেও রমজানের মধ্য ভাগে বেচাকেনা শুরু হয়েছে এবং সেই সাথে কেনাকাটায় নতুন মাত্রা যোগ হয়েছে। সব বয়সের ও সব শ্রেনীর মানুষের সরাগম ঘটেছে। ক্রেতাদের চাহিদা জিন্স প্যান্ট, টি শার্ট, সর্ট শার্ট, পাঞ্জাবী, ও থ্রি পিছের।ক্রেতারা বলছেন তুলনামুলক ভাবে এবার সকল পণ্যের দাম বাড়লেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, দেশী ল্যাহাঙ্গা, জিপসি, ভারতীয় থ্রি পিছ এবারের মুল আকর্ষণ। এছাড়া বাজারে হাল ফ্যাশনের ভারতীয় বাহুবলী, ভিনয়, রাজমহল, ভিভেক, থ্রি পিছ হিসাবে জিপনি মেয়েদের পছন্দের...