প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
চাঁপাইনবাবগঞ্জে ঈদ ।। বাজার জমে উঠেছে ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার জমে উঠেছে। জেলা শহরের প্রধান প্রধান বিপনী বিতান ও ফুট পাতের দোকান গুলোতে কেনাকাটার উৎসব শুরু হয়ে গেছে। ঈদ বাজারে ধনী গরিব সকলের হ্নদয়ে ঈদ আনন্দ উথলে পড়েছে। ঘুরে দেখা যায় শহরের মডার্ণ মার্কেট, ক্লাব সুপার মার্কেট ডিসি সুপার মার্কেট, সেন্টু মার্কেট, সাটু হল মার্কেট, সাটু কমপ্লেক্স ও তোহাবাজার মার্কেটে কেনাকাটায় মানুষের ভীড় বাড়তে শুরু করেছে। রমজানের প্রথম দিন থেকে বাজার গুলোতে কেনাকাটায় ক্রেতাদের তেমন সরগম না থাকলেও রমজানের মধ্য ভাগে বেচাকেনা শুরু হয়েছে এবং সেই সাথে কেনাকাটায় নতুন মাত্রা যোগ হয়েছে। সব বয়সের ও সব শ্রেনীর মানুষের সরাগম ঘটেছে। ক্রেতাদের চাহিদা জিন্স প্যান্ট, টি শার্ট, সর্ট শার্ট, পাঞ্জাবী, ও থ্রি পিছের।ক্রেতারা বলছেন তুলনামুলক ভাবে এবার সকল পণ্যের দাম বাড়লেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, দেশী ল্যাহাঙ্গা, জিপসি, ভারতীয় থ্রি পিছ এবারের মুল আকর্ষণ। এছাড়া বাজারে হাল ফ্যাশনের ভারতীয় বাহুবলী, ভিনয়, রাজমহল, ভিভেক, থ্রি পিছ হিসাবে জিপনি মেয়েদের পছন্দের...