বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
চাঁপাইনবাবগঞ্জে ঈদ ।। বাজার জমে উঠেছে ঈদুল ফিতরকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ঈদ বাজার জমে উঠেছে। জেলা শহরের প্রধান প্রধান বিপনী বিতান ও ফুট পাতের দোকান গুলোতে কেনাকাটার উৎসব শুরু হয়ে গেছে। ঈদ বাজারে ধনী গরিব সকলের হ্নদয়ে ঈদ আনন্দ উথলে পড়েছে। ঘুরে দেখা যায় শহরের মডার্ণ মার্কেট, ক্লাব সুপার মার্কেট ডিসি সুপার মার্কেট, সেন্টু মার্কেট, সাটু হল মার্কেট, সাটু কমপ্লেক্স ও তোহাবাজার মার্কেটে কেনাকাটায় মানুষের ভীড় বাড়তে শুরু করেছে। রমজানের প্রথম দিন থেকে বাজার গুলোতে কেনাকাটায় ক্রেতাদের তেমন সরগম না থাকলেও রমজানের মধ্য ভাগে বেচাকেনা শুরু হয়েছে এবং সেই সাথে কেনাকাটায় নতুন মাত্রা যোগ হয়েছে। সব বয়সের ও সব শ্রেনীর মানুষের সরাগম ঘটেছে। ক্রেতাদের চাহিদা জিন্স প্যান্ট, টি শার্ট, সর্ট শার্ট, পাঞ্জাবী, ও থ্রি পিছের।ক্রেতারা বলছেন তুলনামুলক ভাবে এবার সকল পণ্যের দাম বাড়লেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, দেশী ল্যাহাঙ্গা, জিপসি, ভারতীয় থ্রি পিছ এবারের মুল আকর্ষণ। এছাড়া বাজারে হাল ফ্যাশনের ভারতীয় বাহুবলী, ভিনয়, রাজমহল, ভিভেক, থ্রি পিছ হিসাবে জিপনি মেয়েদের পছন্দের...