Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts from 2020

Featured Post

Most of Trump's tariffs are illegal, US appeals court rules

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...

bahalabari brick vata 1

problem brick vata বিপর্যয়ের মুখে শত শত বিঘা আমবাগান ও ফসলি জমি মোঃ হারুন-অর-রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কে ম্যানেজ করে ফসলি জমি আমবাগান ও জনবসতিপূর্ণ এলাকায় শতাধিক ইটভাটা গড়ে উঠায় বাগান মালিক ও ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে।যেখান থেকে প্রতিদিনই নির্গত হচ্ছে কালো ধোঁয়া, এর ক্ষতিকর প্রভাব পড়ছে আম সহ বিভিন্ন ধরনের ফসল। এছাড়াও কালো ধোঁয়ার নেতিবাচক প্রভাব পড়ছে আম মুকুলে। এতে উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন বাগান মালিক গন। দাবি অবিলম্বে এসব ইটভাটা চলতি মৌসুমে বন্ধ না করলে আমের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। আইন অনুযায়ী ফসলি জম,  আমবাগা,  শিক্ষা প্রতিষ্ঠা, স্বাস্থ্, কমপ্লেক্স হাসপাতাল, আবাসিক ও জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণ করা যাবে না। কিন্তু আইন অমান্য করে পাগলা নদীর তীরবর্তী চারটি ইউনিয়নের বিভিন্ন স্থানে ২৫ টি অবৈধভাবে ইটভাটা নির্মাণ করায় চলতি মৌসুমে প্রায় ৫ কোটি টাকার আম নিয়ে বাগান মালিক ও ব্যবসায়ীরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন। জানা গেছে শিবগঞ্জ পৌরসভা, পাকা, উজিরপুর, ছত্রাজিতপুর, উজিরপুর ও ঘোড়া পাখি...

ভালোবাসার নগরে বাড়ি ভাড়ার যন্ত্রণা

ভালোবাসার নগরে বাড়ি ভাড়ার যন্ত্রণা ভালোবাসার নগরে বাড়ি ভাড়ার যন্ত্রণা নিউইয়র্ক নগরে বাসা ভাড়া ক্রমশ লাগামহীন হয়ে উঠেছে। কেবল বাসা ভাড়ার ব্যয় সামাল দিনে না পেরে অভিবাসীদের অনেকেই ছেড়ে যাচ্ছেন  ভালোবাসার এই নগর। প্রমাণিত ভালো আয় না দেখাতে পারলে বাসা ভাড়া পাওয়া যায় না। ফলে নগদ অর্থ নিয়ে আসা অভিবাসীদের থাকতে একটি বাসার জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে। নগদ মজুরি নিয়ে যারা কাজ করেন, তাদেরও একই সমস্যা। নিউইয়র্ক শহর ‘দ্য সিটি অফ ড্রিমস’ নামে পরিচিত হলেও ঘরবাড়ি সংক্রান্ত ব্যয় অনেকের জীবন দুর্বিষহ করে তুলেছে। নিউইয়র্কে ঘরবাড়ির ভাড়া ও উচ্চদাম নতুন কিছু নয়। আমেরিকার অন্যান্য বড় শহরের সঙ্গে তুলনা করলে নিউইয়র্কে বাড়িভাড়া সব সময়ই বেশি ছিল। কিন্তু দিন যত যাচ্ছে, এই  ব্যয় মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। নতুন আসা অভিবাসীরা নিউইয়র্কে ঘর কেনার কল্পনাও করতে পারছেন না। আর কিনলেও মাসিক আয়ের প্রায় পুরোটাই চলে যায় ঘরের মর্টগেজ দিত। এ জন্য অভিবাসীরা এমন সব শহরে চলে যাচ্ছেন বা স্থানান্তরের পরিকল্পনা করছেন, যেখানে  বাড়িভাড়া হাতের নাগালে। এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিদিন নিউইয়র্ক শহর...