বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
2 people, including the attacker, were killed in a gunman's attack on a hospital in the United States
যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ২ জন নিহত
যুক্তরাষ্ট্রের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। তবে হামলায় নিহত ব্যক্তি এবং হামলকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি হাসপাতালে হামলা চালিয়েছিল সে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি।
নিউ হ্যাম্পশায়ার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হামলাকারীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্নেল মার্ক হল জানান, তদন্তের কারণে হাসপাতালে পুলিশ কিছু সময় থাকলেও জনসাধারণ ও হাসপাতালের রোগী বা কর্মীদের জন্য কোনো হুমকি না। তথ্যসূত্র: ইউএসএ টুডে, জাগোনিউজ
Comments
Post a Comment