কূপ কেন গোলাকার! জানুন রহস্য
এমন অনেক বিষয় আছে যা নিয়ে আমরা দু’বারও ভাবি না। এরকম বহু জিনিস আছে যা আমাদের চোখের সামনেই রয়েছে অথচ আমরা তলিয়ে দেখি না। যেমন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রচুর কূপ।
এই কূপের বেশিরভাগই গোল আকৃতির। কিন্তু এগুলোর আকৃতি কেন গোল? শুধু কি দেখতে সুন্দর হওয়াই কারণ নাকি এর পেছনে আছে অন্য কোনও গল্প। অনেকক্ষেত্রে ত্রিভূজ, চৌকো, ষড়ভূজাকার হয়ে থাকে কূপের আকৃতি।
এর কারণ হল যত বেশি কোণ থাকবে তত বেশি জলের চাপ হবে। বৃত্তাকার কূপের সুবিধে হল এক্ষেত্রে জলের চাপ সবদিক থেকেই সমান হয়। এই ভাবে কূপ নির্মিত হওয়ার কারণে এগুলি বেশি স্থিতিশীল হয়।
এর ফলে ডুবে যাওয়ার সম্ভাবনা কম হয়। এই ভাবে কূপ তৈরি হওয়ার আরও একটা কারণ রয়েছে। খুব কম উপকরণ দিয়ে, কম শ্রম লাগিয়ে এই কূপ তৈরি করা সম্ভব।
তাই যে কোনও আকারের কূপ খনন করা গেলেও গোলাকার কূপ সবচাইতে মজবুত হয়ে থাকে। তথ্যসূত্র: আজকাল অনলাইন
Comments
Post a Comment