প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
শিবগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার শিবগঞ্জে ছাত্রীর শীল্লতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয়ে। গ্রেফতারকৃত শিক্ষক হলেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবির। এ ঘটনায় এলাকার শতাধিক লোক সোমবার বিকাল হতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভ করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবিরকে শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা আগে থেকে সন্দেহ করে আসছিলেন। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দশম শ্রেণিতে পড়া ওই শিক্ষার্থীকে গোলাম কবির তার কক্ষে ডেকে শীল্লতাহানির চেষ্টা করলে অন্য শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে অবরুদ্ধ করে শিক্ষর্থীরা। স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে তাকে গ্রেফতার করে আইননুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ সময় পুলিশের সামনে বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে শিবগঞ্জ কানসাট মহাসড়কে এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। পুলিশ শরীরচর্চা শিক্ষক কবিরকে থানায় নিয়ে যায়...