রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
শিবগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
শিবগঞ্জে ছাত্রীর শীল্লতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক শিক্ষক।
ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয়ে।
গ্রেফতারকৃত শিক্ষক হলেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবির। এ
ঘটনায় এলাকার শতাধিক লোক সোমবার বিকাল হতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভ
করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা
শিক্ষক গোলাম কবিরকে শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা আগে থেকে সন্দেহ করে
আসছিলেন। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দশম শ্রেণিতে পড়া ওই
শিক্ষার্থীকে গোলাম কবির তার কক্ষে ডেকে শীল্লতাহানির চেষ্টা করলে অন্য
শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে অবরুদ্ধ করে শিক্ষর্থীরা। স্থানীয় জনতা
বিক্ষোভ শুরু করে তাকে গ্রেফতার করে আইননুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ সময় পুলিশের সামনে বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে শিবগঞ্জ কানসাট
মহাসড়কে এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন
ধরনের শ্লোগান দেয়। পুলিশ শরীরচর্চা শিক্ষক কবিরকে থানায় নিয়ে যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান জনগণ ও
শিক্ষার্থীদের দাবীর ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পরিস্থিতি
বর্তমানে শান্ত আছে। ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে থানা মামলা করেছে।
শিক্ষক গোলাম কবিরকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Comments
Post a Comment