চারুকলায় শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের প্রতিকৃতি পুড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ আগুন লেগে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। বাঙালি জাতির ঐতিহ্যগত প্রধান উৎসব পহেলা বৈশাখের অন্যতম একটি আয়োজন শোভাযাত্রা। এবছর ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। আর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।চারুকলা অনুষদে শোভাযাত্রায় বহনের জন্য অন্যতম বড় একটি মোটিফ বানানো হচ্ছিল, যাকে বলা হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর উচ্চতা ছিল ২০ ফুট। প্রক্টর বলেন, ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’র মোটিফটির সঙ্গে ‘শান্তির পায়রা’র একটি মোটিফও পুড়ে গেছে। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে এখনও আমরা শনাক্ত করতে পারিনি। ...
শিবগঞ্জে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার
শিবগঞ্জে ছাত্রীর শীল্লতাহানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক শিক্ষক।
ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর উচ্চবিদ্যালয়ে।
গ্রেফতারকৃত শিক্ষক হলেন ওই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম কবির। এ
ঘটনায় এলাকার শতাধিক লোক সোমবার বিকাল হতে মঙ্গলবার পর্যন্ত বিক্ষোভ
করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা
শিক্ষক গোলাম কবিরকে শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা আগে থেকে সন্দেহ করে
আসছিলেন। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ৩ টার দিকে দশম শ্রেণিতে পড়া ওই
শিক্ষার্থীকে গোলাম কবির তার কক্ষে ডেকে শীল্লতাহানির চেষ্টা করলে অন্য
শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে অবরুদ্ধ করে শিক্ষর্থীরা। স্থানীয় জনতা
বিক্ষোভ শুরু করে তাকে গ্রেফতার করে আইননুগ ব্যবস্থা গ্রহণে দাবি জানায়।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এ সময় পুলিশের সামনে বিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে শিবগঞ্জ কানসাট
মহাসড়কে এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন ও বিভিন্ন
ধরনের শ্লোগান দেয়। পুলিশ শরীরচর্চা শিক্ষক কবিরকে থানায় নিয়ে যায়।
এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান জনগণ ও
শিক্ষার্থীদের দাবীর ভিত্তিতে ওই শিক্ষককে আটক করা হয়েছে। পরিস্থিতি
বর্তমানে শান্ত আছে। ওই শিক্ষার্থীর চাচা বাদী হয়ে থানা মামলা করেছে।
শিক্ষক গোলাম কবিরকে মামলায় গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Comments
Post a Comment