বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
শিবগঞ্জে তথ্য অধিকার দিবস পালিত ‘তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে ও তথ্য কমিশনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, নির্বাচন অফিসার মো. তাসিনুর রহমান, ইউ.পি চেয়ারম্যানগণ। সভায় বক্তারা বলেন, তথ্য অধিকার অর্থ কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রাপ্তির অধিকার। তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের অধিকার নিশ্চিতকরণে সচেতনতা গড়ে তোলার জন্যই তথ্য অধিকার দিবসটি পালিত হয়। তথ্য অধিকার আইনের লক্ষ্যই হল নাগরিকদের ক্ষমতায়ন ঘটানো, সরকারের সকল কর্মকান্ডের ব্যাপারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সার্বিক দিক থেকে দূর্নীতি ও অনিয়ম নিম্নগামী করা। সর্বোপরি রাষ্ট্রীয় ও সামাজিক ব্যবস্থা যেন সর্বাবস্থায় জনগণের কল্যানের জন্য...