Skip to main content

Posts

Showing posts from November, 2023

Featured Post

The officials of the administration cadre wanted the resignation of the commission chairman

কমিশন চেয়ারম্যানের পদত্যাগ চাইলেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসনের ৫০ শতাংশ কোটা ইস্যুতে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরীকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)।  বুধবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ দাবি জানান বিসিএস ৯ম ব্যাচের কর্মকর্তা জাকির হোসেন কালাম।  তিনি বলেন, শুধু সংস্কার কমিশনের চেয়ারম্যানকে পদত্যাগ করলেই হবে না, সব স্টেকহোল্ডারকে নিয়ে এ সংস্কার কমিশনকে পুনর্গঠন করতে হবে।  এর আগে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব সোহেল রানা বলেন, উপসচিব পদে ৫০ শতাংশ হারে পদায়ন বৈষম্যমূলক, অযৌক্তিক ও ষড়যন্ত্রমূলক। রাষ্ট্রকে দুর্বল করার কোনো প্রচেষ্টা চলছে কি না, এটাও আমাদের দেখতে হবে।  এর আগে গত ১৭ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের ৫০ শতাংশ এবং অন্য সব ক্যাডার থেকে ৫০ শতাংশ কোটা রাখার সুপারিশ করবেন তারা।  বর্তমান বিধিমালা অনুযায়ী, উপসচি...

US Ambassador Peter Haas returned to Dhaka

ঢাকায় ফিরলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কলম্বো সফর শেষে ঢাকায় ফিরেছেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১:৩০ টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে পিটার হাসকে বহন করা বিমানটি।  বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১:৩০ টায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানযোগে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন।  এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার (২৭ নভেম্বর) কলম্বো থেকে ৭টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।  ১৬ নভেম্বর শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন পিটার হাস মার্কিন এ রাষ্ট্রদূতকে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেন্দ্র করে কয়েক মাস ধরে বেশ তৎপর হতে দেখা গেছে।  তার বিদেশ সফর নিয়েও নানা ধরনের আলোচনা শুরু হয়। তথ্যসূত্র: জাগোনিউজ  

Baghair fish of 55 kg was caught in Padma of the city

  নগরীর পদ্মায় ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে থেকে মাছটি ধরা পড়ে।  শুক্রবার ভোরবেলায় জেলে শাহজামান পদ্মা নদীতে মাছ ধরতে যায়।  এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। সেখানেই মাছটি বিক্রি করে দেয়া হয়।  জেলে শাহজামান বলেন, নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা।  পরে কৌশলে অন্য জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়।  তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।  মাছটি কিনেছেন ফজলুর রহমান নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, পদ্মায় এতো বড় বাঘাইড় ধরা পড়ার কথা শুনে এখানে আসি।  দামদর করে ৫০ হাজার টাকায় কিনেছি। এই মাছ ঢাকার আড়তে পাঠানো হবে। সেখানে ৫৫ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করবো। কারণ এই মাছ পাঠাতে খরচ হবে এর জন্য দামও বেড়ে যাবে।  রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা ...

2 people, including the attacker, were killed in a gunman's attack on a hospital in the United States

  যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ২ জন নিহত যুক্তরাষ্ট্রের একটি মানসিক হাসপাতালে বন্দুক হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীরও মৃত্যু হয়।  মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। তবে হামলায় নিহত ব্যক্তি এবং হামলকারীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঠিক কী কারণে ওই ব্যক্তি হাসপাতালে হামলা চালিয়েছিল সে বিষয়টি সম্পর্কে স্পষ্ট হওয়া যায়নি।  নিউ হ্যাম্পশায়ার হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট হামলাকারীর নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।  নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্নেল মার্ক হল জানান, তদন্তের কারণে হাসপাতালে পুলিশ কিছু সময় থাকলেও জনসাধারণ ও হাসপাতালের রোগী বা কর্মীদের জন্য কোনো হুমকি না। তথ্যসূত্র: ইউএসএ টুডে, জাগোনিউজ

The Prime Minister has returned from Saudi Arabia

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ নভেম্বর) সকালে দেশে ফিরেছেন। তিনি সৌদি আরবে ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন।  বুধবার সকাল ৭:৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর বিকেলে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং মদিনার মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে নববিতে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। ওই দিন রাতে প্রধানমন্ত্রী মদিনা ত্যাগ করে মক্কায় যান। পরে তিনি এশার নামাজের পর মসজিদুল হারামে পবিত্র ওমরাহ পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ নভেম্বর ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেন।  সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সম্মানে...

Gaza now 'children's graveyard': UN

  গাজা এখন ‘শিশুদের কবরস্থান’ : জাতিসংঘ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার (৬ নভেম্বর) সতর্ক করে বলেছেন, ব্যাপক বোমাবর্ষণের কারণে গাজা উপত্যকা এখন ‘শিশুদের কবরস্থান’এ পরিণত হয়েছে। সেখানে এমন পরিস্থিতির কারণে তিনি ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।  নিউইউর্কে জাতিসংঘ সদরদফতরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন বিপর্যস্ত পরিস্থিতির কারণে প্রতি ঘণ্টায় মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা আরো জরুরি হয়ে পড়েছে।’তিনি বলেন, ‘সংঘাতে জড়িত পক্ষগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহলকে এই অমানবিক ভোগান্তি বন্ধ করতে এবং গাজায় দ্রুত মানবিক সহায়তা বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি। এটি একটি মানবতার সংকট।’ ইসরায়েলি কর্মকর্তাদের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে একটি সঙ্গীতানুষ্ঠান এবং বিভিন্ন ঘরবাড়িতে চালানো হামাসের ভয়াবহ হামলায় কমপক্ষে ১৪শ’ নিহত হয়েছে।  হামাসের হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হামাসের হামলার প্রতিশোধ নিতে গাজায় ইসর...

'Megher Kapat' is releasing today

  আজ মুক্তি পাচ্ছে ‘মেঘের কপাট’ আজ শুক্রবার (৩ নভেম্বর) মুক্তি পাচ্ছে পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র ‘মেঘের কপাট’। ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসান প্রমুখ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।  ‘মেঘের কপাট’ চলচ্চিত্র মুক্তি প্রসঙ্গে পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, রাজনৈতিক অস্থিরতা ও ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রতি সম্মান রেখে কেবল ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জে অবস্থিত লায়ন সিনেমাসে শুক্রবার থেকে ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হচ্ছে।  অবশ্য ঢাকার বাইরের দর্শকদেরও হতাশ হবার কিছু নেই। কারণ শিগগিরই ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি ঢাকার বাইরেও মুক্তি দেবার পরিকল্পনা রয়েছে। এছাড়া মুক্তি দেবার বিষয়টি প্রক্রিয়াধীন পরবর্তী সপ্তাহ থেকে আরো বেশ কিছু সিনেমা হলে চলচ্চিত্রটি । প্রসঙ্গত, ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে প্রতিদিন সন্ধ্যা ৬:৫০ মিনিটে এবং কেরানীগঞ্জ...