Skip to main content

Posts

Showing posts from January, 2025

Featured Post

Why is the well round! Know the secret

কূপ কেন গোলাকার! জানুন রহস্য এমন অনেক বিষয় আছে যা নিয়ে আমরা দু’‌বারও ভাবি না। এরকম বহু জিনিস আছে যা আমাদের চোখের সামনেই রয়েছে অথচ আমরা তলিয়ে দেখি না। যেমন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রচুর কূপ।  এই কূপের বেশিরভাগই গোল আকৃতির। কিন্তু এগুলোর আকৃতি কেন গোল?  শুধু কি দেখতে সুন্দর হওয়াই কারণ নাকি এর পেছনে আছে অন্য কোনও গল্প। অনেকক্ষেত্রে ত্রিভূজ, চৌকো, ষড়ভূজাকার হয়ে থাকে কূপের আকৃতি।  এর কারণ হল যত বেশি কোণ থাকবে তত বেশি জলের চাপ হবে।  বৃত্তাকার কূপের সুবিধে হল এক্ষেত্রে জলের চাপ সবদিক থেকেই সমান হয়। এই ভাবে কূপ নির্মিত হওয়ার কারণে এগুলি বেশি স্থিতিশীল হয়।  এর ফলে ডুবে যাওয়ার সম্ভাবনা কম হয়। এই ভাবে কূপ তৈরি হওয়ার আরও একটা কারণ রয়েছে।  খুব কম উপকরণ দিয়ে, কম শ্রম লাগিয়ে এই কূপ তৈরি করা সম্ভব।  তাই যে কোনও আকারের কূপ খনন করা গেলেও গোলাকার কূপ সবচাইতে মজবুত হয়ে থাকে।  তথ্যসূত্র: আজকাল অনলাইন

Why is the well round! Know the secret

কূপ কেন গোলাকার! জানুন রহস্য এমন অনেক বিষয় আছে যা নিয়ে আমরা দু’‌বারও ভাবি না। এরকম বহু জিনিস আছে যা আমাদের চোখের সামনেই রয়েছে অথচ আমরা তলিয়ে দেখি না। যেমন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রচুর কূপ।  এই কূপের বেশিরভাগই গোল আকৃতির। কিন্তু এগুলোর আকৃতি কেন গোল?  শুধু কি দেখতে সুন্দর হওয়াই কারণ নাকি এর পেছনে আছে অন্য কোনও গল্প। অনেকক্ষেত্রে ত্রিভূজ, চৌকো, ষড়ভূজাকার হয়ে থাকে কূপের আকৃতি।  এর কারণ হল যত বেশি কোণ থাকবে তত বেশি জলের চাপ হবে।  বৃত্তাকার কূপের সুবিধে হল এক্ষেত্রে জলের চাপ সবদিক থেকেই সমান হয়। এই ভাবে কূপ নির্মিত হওয়ার কারণে এগুলি বেশি স্থিতিশীল হয়।  এর ফলে ডুবে যাওয়ার সম্ভাবনা কম হয়। এই ভাবে কূপ তৈরি হওয়ার আরও একটা কারণ রয়েছে।  খুব কম উপকরণ দিয়ে, কম শ্রম লাগিয়ে এই কূপ তৈরি করা সম্ভব।  তাই যে কোনও আকারের কূপ খনন করা গেলেও গোলাকার কূপ সবচাইতে মজবুত হয়ে থাকে।  তথ্যসূত্র: আজকাল অনলাইন

100 of those injured in the movement are getting jobs in the police

আন্দোলনে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে।  পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়াবে। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে।  মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আহতদের একেকজনের একেক সমস্যা রয়েছে। সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে।’  তিনি বলেন, ‘এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়। যারা তিন থেকে চার ঘণ্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত ৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়।  আশা করেছিলাম, তাদের অনেককে পাবো। কিন্তু আশানুরূপ সাড়া ...