Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts from January, 2025

Featured Post

Students block roads and railways for second day over six-point demands

  ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ রাজশাহীতে ছয় দফা দাবিতে তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছে। বুধবার (১৬ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো তারা বেলা ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় অবস্থান নেয়।  এতে তিন দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়। এদিকে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।  এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন শিক্ষার্থীরা।  পরে তারা নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এরপর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখলে নেয়। পাশে থাকা রেলপথেও তারা অবস্থান নেন।  রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করেছে।  এক্ষেত্রে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। সেখানে পুলিশের উর্ধ্তন কর্মকর্তারা আছেন। এখন পর্যন...

First deal of Trump's second term: US company to supply LNG to Bangladesh

  ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম চুক্তি: বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে মার্কিন কোম্পানি যুক্তরাষ্ট্রে লুইজিয়ানাভিত্তিক ‘আর্জেন্ট এলএনজির (তরল প্রাকৃতিক গ্যাস)’ সঙ্গে একটি নন-বাইন্ডিং চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় কোম্পানিটি বাংলাদেশে এলএনজি সরবরাহ করবে।  আর্জেন্ট এলএনজির বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্ট এলএনজি তাদের উৎপাদনসীমা বছরে ২৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত করছে। তাদের নতুন এই চুক্তির আওতায় বাংলাদেশে তারা বছরে ৫ মিলিয়ন মেট্রিক টন এলএনজি বিক্রি করতে পারবে। খবরের তথ্য অনুযায়ী, লুইজিয়ানার দক্ষিণাঞ্চলের বন্দর ‘পোর্ট ফোরচনে’ একটি বড় এলএনজি প্রকল্প করছে ‘আর্জেন্ট এলএনজি’।  তাদের এই প্রকল্প সম্পন্ন হলে চুক্তি অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি শুরু করতে পারে কোম্পানিটি।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম মার্কিন এলএনজি সরবরাহ চুক্তি।  দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে...

Expatriate Bangladeshis will also celebrate Trump's swearing-in day

ট্রাম্পের শপথের দিন উদযাপন করবেন প্রবাসী বাংলাদেশিরাও  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিন উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে।  নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার ২০ জানুয়ারি বিকাল ৩টা থেকে দুই ঘণ্টা ওই উৎসব হবে বলে আয়োজকদের দুজন শরাফ সরকার ও টুটুল আহমেদ জানিয়েছেন।  আয়োজকরা বলছেন, কোরআন, বাইবেল, গীতা ও ত্রিপিটক পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হবে, যেখানে দলমত নির্বিশেষে সকলেই থাকবেন।  সেখানে ট্রাম্পের প্রেসিডেন্সির সাফল্য কামনা করা হবে।  আট বছর আগে ডনাল্ড ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন, তার সেই শপথ অনুষ্ঠানের দিনও নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। ওই অনুষ্ঠানে মিষ্টি বিতরণ করা হয়।  এবারের অনুষ্ঠান সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানানো হচ্ছে।আয়োজকদের মধ্যে নির্মল পাল, ভজন সরকার, দীনেশ মজুমদার, রমেশ রায়ও রয়েছেন।  তথ্যসূত্র: বিডিনিউজ

Why is the well round! Know the secret

কূপ কেন গোলাকার! জানুন রহস্য এমন অনেক বিষয় আছে যা নিয়ে আমরা দু’‌বারও ভাবি না। এরকম বহু জিনিস আছে যা আমাদের চোখের সামনেই রয়েছে অথচ আমরা তলিয়ে দেখি না। যেমন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে প্রচুর কূপ।  এই কূপের বেশিরভাগই গোল আকৃতির। কিন্তু এগুলোর আকৃতি কেন গোল?  শুধু কি দেখতে সুন্দর হওয়াই কারণ নাকি এর পেছনে আছে অন্য কোনও গল্প। অনেকক্ষেত্রে ত্রিভূজ, চৌকো, ষড়ভূজাকার হয়ে থাকে কূপের আকৃতি।  এর কারণ হল যত বেশি কোণ থাকবে তত বেশি জলের চাপ হবে।  বৃত্তাকার কূপের সুবিধে হল এক্ষেত্রে জলের চাপ সবদিক থেকেই সমান হয়। এই ভাবে কূপ নির্মিত হওয়ার কারণে এগুলি বেশি স্থিতিশীল হয়।  এর ফলে ডুবে যাওয়ার সম্ভাবনা কম হয়। এই ভাবে কূপ তৈরি হওয়ার আরও একটা কারণ রয়েছে।  খুব কম উপকরণ দিয়ে, কম শ্রম লাগিয়ে এই কূপ তৈরি করা সম্ভব।  তাই যে কোনও আকারের কূপ খনন করা গেলেও গোলাকার কূপ সবচাইতে মজবুত হয়ে থাকে।  তথ্যসূত্র: আজকাল অনলাইন

100 of those injured in the movement are getting jobs in the police

আন্দোলনে আহতদের ১০০ জন পাচ্ছেন পুলিশে চাকরি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে।  পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়াবে। এছাড়া অন্যান্য মন্ত্রণালয়ও আহতদের পুনর্বাসনের উদ্যোগ নেবে।  মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আহতদের একেকজনের একেক সমস্যা রয়েছে। সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে।’  তিনি বলেন, ‘এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রোপোজাল লেটার দেওয়া হয়। যারা তিন থেকে চার ঘণ্টা ডিউটি করবেন। এখন পর্যন্ত ৪০০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়।  আশা করেছিলাম, তাদের অনেককে পাবো। কিন্তু আশানুরূপ সাড়া ...