রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
You'll be surprised to know who gave this ability to the 'devil' bird' that can hunt with its eyes closed
শয়তানের পাখি’ যে চোখ বন্ধ করে শিকার করতে পারে, কে দিয়েছে এই ক্ষমতা জানলে অবাক হবেন পৃথিবীর বিভিন্ন অংশে এমন অনেক প্রাণী রয়েছে যাদের কাজ দেখে অবাক হতে হয়। ঠিক এমনই একটি পাখি রয়েছে যে নিজের চোখ বন্ধ করেও দেখতে পায়। এই পাখির নাম গ্রেট পোটো। মধ্য এবং দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায় এই পাখি। এর স্বভাব অনেকটা পেঁচার মতো। তবে অবাক করা বিষয় হল এই পাখি চোখ বন্ধ করেও দেখতে পায়। এর সারা দেহে হাল্কা বাদামি রঙের পালক থাকে। ফলে গাছের সঙ্গে এরা মিশে থাকতে পারে। দিনের বেলা এরা নড়াচড়া করে না। তখন দেখলে মনে হবে ঠিক যেন গাছের একটি ডাল। তবে রাত হলেই এদের কাজ শুরু হয়ে যায়। ঠিক পেঁচার মতোই এরা রাতে শিকার করতে বের হয়। ছোটো পোকামাকড়, বাদুড়, পাখিদের অতি সহজেই কায়দা করে ফেলে এরা। আকারে খুব একটা বড় না হলেও নিজের থেকে বড় শিকারকে ধরতে পারে। চোখের পাতার মধ্যে খানিকটা করে কাটা অংশ থাকে। ফলে এরা ঘুমিয়ে থাকার সময়তেও এরা নিজের বিপক্ষকে দেখতে পারে। চোখ বন্ধ করার পরও এদের নজরে তাই সবই থাকে। যেমনভাবে সন্তান হারালে মায়েরা যেমন কাঁদে ঠিক তেমনভাবেই রাতের বেলা গ্রেট পোটো চিৎকার করে। তাই রা...