বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক আরো কথা জানালেন যুক্তরাষ্ট্রে নির্মিত নয়, এমন সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিকে এ ধরণের শুল্ক আরোপের প্রক্রিয়া শুরুর জন্য দায়িত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন। একই সাথে দাবি করেছেন যে, এই শুল্ক আরোপের কারণ হলো আমেরিকার সিনেমা শিল্প দ্রুত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। অন্য দেশগুলোর ‘সমন্বিত প্রচেষ্টা’কে দায়ি করে বলেন, তারা সিনেমা নির্মাতা ও স্টুডিওগুলোকে নানা ধরনের প্রণোদনা অফার করছে এবং এটিকে তিনি ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলে বর্ণনা করেন। “আমরা আমেরিকায় বানানো সিনেমাকে আবার মহান করতে চাই,” তিনি লিখেছেন তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মি. ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছেন। তার যুক্তি হলো, এই শুল্ক যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াবে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। যদিও এর ফলে বৈশ্বিক অর্থনীতি এক ধরনের নৈরাজ্যের মধ্যে পড়েছে...
চাঁপাইনবাবগঞ্জে জেএসসি-জিডিসি পরীক্ষা শুরু
https://www.cpagrip.com/show.php?l=0&u=246074&id=27456
রাজশাহী শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁপাইনবাবগঞ্জে শনিবার ২০১৯ সালের জেএসসি, জিডিসি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। এবার চলতি পরীক্ষায় জেলার ৫টি উপজেলার ৩০টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৫’শ ০২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এ বছর জেলার ৫টি উপজেলার ২’শ ৫৩টি মাধ্যমিক বিদ্যালয়, ১’শ ৫৭ টি জুনিয়র দাখিল ও ৭টি দাখিল (ভোকেশনাল) এ ২০ হাজার ৮’শ ২৭ জন, ৪ হাজার ৮’শ ০৭ জন ও ১ হাজার ৮’শ ৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলার পরীক্ষার্থীদের মধ্যে সদর উপজেলায় জুনিয়র স্কুলে ৬ হাজার ১’শ ৫৬ জন, জুনিয়র দাখিলে ১ হাজার ৪’শ ৫১ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৭’শ ৮৭ জন, শিবগঞ্জে জুনিয়র স্কুলে ৭ হাজার ৪’শ ০১, জুনিয়র দাখিলে ১ হাজার ৮’শ ৪৭ এবং এসএসসি ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৩’শ ৪০ জন, গোমস্তাপুরে জুনিয়র স্কুলে ৩ হাজার ৭’শ ০৮ জন, জুনিয়র দাখিলে ৭’শ ৫৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ৩’শ ৩৮ জন, নাচোলে জুনিয়র স্কুলে ১ হাজার ৯’শ ৮৩, জুনিয়র দাখিলে ৩’শ ৯১ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ১’শ ৪৭ জন ও ভোলাহাটে জুনিয়র স্কুলে ১ হাজার ৫’শ ৩৮ জন, জুনিয়র দাখিলে ৩’শ ৪৯ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণিতে ২’শ ৫৬ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। জেলা শিক্ষা অফিসার মো. আবদুল লতিব জানান, আগামী ১১ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। তিনি আরো জানান, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে।
rajshahi board
ReplyDelete