হাতাহাতি মালদ্বীপের সংসদে তাণ্ডব এমপিদের
মালদ্বীপের সংসদ না যুদ্ধক্ষেত্র! একে অপরের চুল ধরে টানা, সপাটে ঘুসি কষিয়ে দেয়া, মাটিতে ফেলে দিয়ে পা ধরে টেনে নিয়ে যাওয়া- কিছুই বাদ গেল না। এমনকি স্পিকারের কানের কাছে লাগাতার ভেঁপুও বাজালেন এক এমপি! সবমিলিয়ে কার্যত সার্কাসে পরিণত হল মালদ্বীপের জাতীয় সংসদ।
ভবনের মধ্যে এমপিদের তাণ্ডবের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কয়েকদিন ধরেই মালদ্বীপের সংসদে তুমুল মতবিরোধ চলে আসছে। চিনপন্থী প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর আমলে যেভাবে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে, তা নিয়ে সরব বিরোধীরা।
ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতি মালদ্বীপের বিরোধীদের একাংশ। এমন পরিস্থিতিতে রোববার (২৮ জানুয়ারি) গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা ছিল মালদ্বীপের সংসদে।
জানা গেছে, মুইজ্জু সরকারের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে এদিন ভোটের আয়োজন করা হয়। কিন্তু ভোট শুরু হতেই রণক্ষেত্র হয়ে ওঠে মালদ্বীপের সংসদ। একে অপরকে ধাক্কা দেয়া থেকে শুরু করে মারধর- কোনো কিছু করতেই বাকি রাখেননি এমপিরা।
একটি ভিডিওতে দেখা গেছে, এক এমপি মাটিতে পড়ে আছেন আর তাঁর পা ধরে টেনে নিয়ে যাচ্ছে অন্যজন। কোনো ভিডিওতে ধরা পড়েছে দুই এমপির একে অপরের চুল ধরে টানার দৃশ্য। সবচেয়ে বেশি ছড়িয়েছে মালদ্বীপের স্পিকারের ভিডিও। দেখা যাচ্ছে নিজের আসনে বসে রয়েছেন স্পিকার।
আর তাঁর কানের কাছে তারস্বরে ভেঁপু বাজিয়ে চলেছেন এক এমপি। কোনোমতে কান চেপে ধরলেও রেহাই নেই। তবে সূত্রের খবর, সংসদ ভবনে গণ্ডগোল পাকিয়েছেন শাসক দলের এমপিরাই। তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন
Comments
Post a Comment