রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কাইয়ুম শেখ (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অপর আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের দাবি, নিহত কাইয়ুম একজন মাদক ও হুন্ডি ব্যবসায়ী। রোববার দিবাগত রাত প্রায় আড়াইটায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আহত ব্যক্তি হচ্ছে, একই এলাকার মৃত কলিমুদ্দিন এর ছেলে ফিরোজ (৩৮)। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত প্রায় আড়াইটায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালালে ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে কাইয়ুম ও ফিরোজ নামে দুই মাদক ও হুন্ডি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এ সময় একজন পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে...