বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৭ শতাংশ রেসিপ্রোকাল (পাল্টা) শুল্ক স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে চূড়ান্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। আগামী ৯ জুলাই এই শুল্কের স্থগিতাদেশ শেষ হতে যাচ্ছে। এর আগে চুক্তিটি চূড়ান্ত করতে ওয়াশিংটনের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছে অন্তর্বর্তী সরকার। বা ণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইউএসটিআর (যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর) কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। এ বৈঠকে যুক্তরাষ্ট্রকে আরও ন্যায্য একটি বাণিজ্য চুক্তির আহ্বান জানিয়ে বাংলাদেশ রেসিপ্রোকাল ট্যারিফ সর্বোচ্চ ১০ শতাংশে সীমিত রাখার প্রস্তাব তুলে ধরে। আগামী ২৯ জুন এই বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এ র আগে, ১২ জুন দুই দেশের মধ্যে একটি ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়, যার আওতায় প্রস্তাবিত রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তির খসড়া বাংলাদেশের কাছে পাঠায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ তার জবাব পাঠিয়েছে ২...
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কাইয়ুম শেখ (৩৮) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় অপর আহত ব্যক্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের দাবি, নিহত কাইয়ুম একজন মাদক ও হুন্ডি ব্যবসায়ী। রোববার দিবাগত রাত প্রায় আড়াইটায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আহত ব্যক্তি হচ্ছে, একই এলাকার মৃত কলিমুদ্দিন এর ছেলে ফিরোজ (৩৮)। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, রোববার দিবাগত রাত প্রায় আড়াইটায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের একটি বাড়িতে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালালে ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে কাইয়ুম ও ফিরোজ নামে দুই মাদক ও হুন্ডি ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়। এ সময় একজন পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে...