চাঁপাইনবাবগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জেলা
আইনজীবী সমিতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা
শাখার একাংশ এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
তবে, কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি পালন করেনি, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হারুনুর রশিদের নেতৃত্বাধীন অপরাংশ।এ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভ্পাতি অ্যাড. মো. রফিকুল ইসলাম টিপু, ভোলাহাট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাউসার আলী, জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু প্রমুখ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে শারীরিক ভাবে অসুস্থ। তার যথাযথ চিকিৎসা না হয় সে জন্য সরকার নানান ফন্দি আঁটছে।
অন্যায় ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে আরো বেগবান করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’ এদিকে, কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম-মহাসচিব হারুন সমর্থিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি জানান, কেন্দ্রীয় যুবদল কর্তৃক ঘোষিত জেলা যুবদলের কমিটিকে প্রত্যাখান করে। হারুন সমর্থিত স্থানীয় যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে তালা মেরে দেয়ার কারনে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালন করছেন না তারা। তবে, বিকেলে সদর উপজেলার গোবরাতলায় সমাবেশ করবেন।
Comments
Post a Comment