চারুকলায় শোভাযাত্রার জন্য ফ্যাসিবাদের প্রতিকৃতি পুড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ আগুন লেগে পুড়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও জানা যায়নি। বাঙালি জাতির ঐতিহ্যগত প্রধান উৎসব পহেলা বৈশাখের অন্যতম একটি আয়োজন শোভাযাত্রা। এবছর ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। আর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’।চারুকলা অনুষদে শোভাযাত্রায় বহনের জন্য অন্যতম বড় একটি মোটিফ বানানো হচ্ছিল, যাকে বলা হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর উচ্চতা ছিল ২০ ফুট। প্রক্টর বলেন, ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’র মোটিফটির সঙ্গে ‘শান্তির পায়রা’র একটি মোটিফও পুড়ে গেছে। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে এখনও আমরা শনাক্ত করতে পারিনি। ...
চাঁপাইনবাবগঞ্জে ঐচ্ছিক তহবিল থেকে অর্থ প্রদান করলেন ওদুদ এমপি
![]() |
mp wadud |
পাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১’শ ১৬ জন দুস্থ
মানুষের মাঝে সাড়ে তিন লাখ টাকা অনুদান প্রদান করেছেন। এ উপলক্ষে গতকাল
রোববার সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান।প্রধান অতিথি ১’শ ১৬ দুস্থদের মাঝে নগদ অর্থ তুলে দেন।
Comments
Post a Comment