বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে। কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...
চাঁপাইনবাবগঞ্জে ঐচ্ছিক তহবিল থেকে অর্থ প্রদান করলেন ওদুদ এমপি
![]() |
| mp wadud |
পাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১’শ ১৬ জন দুস্থ
মানুষের মাঝে সাড়ে তিন লাখ টাকা অনুদান প্রদান করেছেন। এ উপলক্ষে গতকাল
রোববার সদর উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা
অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোখলেশুর রহমান।প্রধান অতিথি ১’শ ১৬ দুস্থদের মাঝে নগদ অর্থ তুলে দেন।

Comments
Post a Comment