মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
শিবগঞ্জে আম সংরক্ষণে উন্নত প্রযুক্তির কোল্ড স্টোরেজ নির্মাণ
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ এলাকায় উন্নত জার্মান প্রযুক্তি নিয়ে কোল্ড স্টোরেজ স্থাপিত হয়েছে। আম সংরক্ষণের মাধ্যমে চাষীদের নায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম বড় ধরণের কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে।
ঐতিহাসিক ছোট সোনামসজিদ সংলগ্ন স্থানে প্রায় ৩ একর জমির উপর ফল ও সব্জি সংরক্ষণের জন্য ম্যাক এগ্রো লিমিটেড নামের আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়। টার্কিজ প্রকৌশলীদের তত্বাবধানে জার্মান প্রযুক্তি নিয়ে নির্মিত এই ক্লোড স্টোরেজে ৫ হাজার ৬ শ মেট্রিক টন ফল তথা আম সংরক্ষণ করা যাবে। এখানে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার ছাড়ায় শুধু আম ধুয়ে প্যাকেটজাত করে সংরক্ষণের জন্য রাখা হবে। ফলে নির্ধারিত সময়ে ২/৩ মাস পরেও ফ্রেস আম পাওয়া যাবে। সরকারের কৃষি প্রযুক্তি প্রসারের আহবানে সাড়া দিয়ে নির্মাণ করা এই কোল্ড স্টোরেজে স্থানীয় অনেক যুবকেরও সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চলতি আম মৌসুমে প্রোডাকশনে যাবে কোল্ড স্টোরেজটি। ম্যাক এগ্রো লিঃ, চাঁপাইনবাবগঞ্জ ব্যবস্থাপনা পরিচালক এম এ কাউসার মিলন জানান, চাঁপাইনবাবগঞ্জের মৌসুমের শুরুতে আমের মূল্য থাকে ১৫ থেকে ১৬ শ টাকা মন। আম সংরক্ষণ করা হলেও মাসের ব্যবধানে তা গিয়ে দাঁড়াবে ৫/৬ হাজার টাকা মনে। সংরক্ষণের মাধ্যমে চাষীরা দ্বিগুন চারগুন মূল্য পাওয়ার পাশাপাশি আম পচে নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা পাবেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৩-১৯
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের সোনামসজিদ এলাকায় উন্নত জার্মান প্রযুক্তি নিয়ে কোল্ড স্টোরেজ স্থাপিত হয়েছে। আম সংরক্ষণের মাধ্যমে চাষীদের নায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম বড় ধরণের কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়েছে।
ঐতিহাসিক ছোট সোনামসজিদ সংলগ্ন স্থানে প্রায় ৩ একর জমির উপর ফল ও সব্জি সংরক্ষণের জন্য ম্যাক এগ্রো লিমিটেড নামের আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণ করা হয়। টার্কিজ প্রকৌশলীদের তত্বাবধানে জার্মান প্রযুক্তি নিয়ে নির্মিত এই ক্লোড স্টোরেজে ৫ হাজার ৬ শ মেট্রিক টন ফল তথা আম সংরক্ষণ করা যাবে। এখানে কোন প্রকার কেমিক্যাল ব্যবহার ছাড়ায় শুধু আম ধুয়ে প্যাকেটজাত করে সংরক্ষণের জন্য রাখা হবে। ফলে নির্ধারিত সময়ে ২/৩ মাস পরেও ফ্রেস আম পাওয়া যাবে। সরকারের কৃষি প্রযুক্তি প্রসারের আহবানে সাড়া দিয়ে নির্মাণ করা এই কোল্ড স্টোরেজে স্থানীয় অনেক যুবকেরও সংস্থানের সুযোগ সৃষ্টি হবে। চলতি আম মৌসুমে প্রোডাকশনে যাবে কোল্ড স্টোরেজটি। ম্যাক এগ্রো লিঃ, চাঁপাইনবাবগঞ্জ ব্যবস্থাপনা পরিচালক এম এ কাউসার মিলন জানান, চাঁপাইনবাবগঞ্জের মৌসুমের শুরুতে আমের মূল্য থাকে ১৫ থেকে ১৬ শ টাকা মন। আম সংরক্ষণ করা হলেও মাসের ব্যবধানে তা গিয়ে দাঁড়াবে ৫/৬ হাজার টাকা মনে। সংরক্ষণের মাধ্যমে চাষীরা দ্বিগুন চারগুন মূল্য পাওয়ার পাশাপাশি আম পচে নষ্ট হওয়ার হাত থেকেও রক্ষা পাবেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-০৩-১৯
Comments
Post a Comment