মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
রোববার অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত ৪ প্রার্থী বিজয়ী হয়েছেন। বেসরকারিভাবে পাওয়া ফলাফলে জানা যায়, শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ মো. নজরুল ইসলাম ৯৬ হাজার ৫৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহসিন আলী মিঞা পেয়েছেন ৪৬ হাজার ১৮৫ ভোট।
এদিকে, গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ন রেজা ৫৯ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রর্থী আবসার আলী খান আনারস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২৯২ ভোট। অন্যদিকে, ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. রাব্বুল হোসেন ভোট ১৯ হাজার ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম চিংড়ী প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭৫০ ভোট এবং নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আবদুুল কাদের ২৬ হাজার ৯০১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী আবু রেজা মোস্তফা কামাল শামীম পেয়েছেন ২৬ হাজার ৫৮৭ ভোট।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৪ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩২৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এবার ভোটার ছিলেন ৭ লাখ ৯৩ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৫৫০ জন ও নারী ভোটার ৩ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন।
এদিকে, গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. হুমায়ন রেজা ৫৯ হাজার ৩৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রর্থী আবসার আলী খান আনারস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ২৯২ ভোট। অন্যদিকে, ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. রাব্বুল হোসেন ভোট ১৯ হাজার ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম চিংড়ী প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৭৫০ ভোট এবং নাচোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. আবদুুল কাদের ২৬ হাজার ৯০১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী আবু রেজা মোস্তফা কামাল শামীম পেয়েছেন ২৬ হাজার ৫৮৭ ভোট।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৪ উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩২৭টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এবার ভোটার ছিলেন ৭ লাখ ৯৩ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৯৮ হাজার ৫৫০ জন ও নারী ভোটার ৩ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন।
Comments
Post a Comment