মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের অধিকাংশকে অবৈধ বলে রায় দিয়েছে দেশটির আপিল আদালত। শুক্রবার (২৯ আগস্ট) এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আন্তর্জাতিক অর্থনীতিতে প্রভাব বিস্তারে রিপাবলিকান নেতার প্রধানতম হাতিয়ার এখন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ওয়াশিংটন ডিসিভিত্তিক মার্কিন ফেডারেল সার্কিট আপিল আদালতের ৭-৪ ভোটে দেওয়া এই রায়ে এপ্রিল মাসে ট্রাম্পের বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে আরোপিত পারস্পরিক শুল্ক এবং ফেব্রুয়ারিতে চীন, কানাডা, মেক্সিকোর ওপর আরোপিত আরেক দফা শুল্কের বৈধতা নিয়ে রায় দিয়েছে। রায়ের পক্ষে মত দেওয়া সাত বিচারপতির ছয়জন ডেমোক্র্যাট আর একজন রিপাবলিকান আমলে নিয়োগপ্রাপ্ত। আর রায়ের বিপক্ষে অবস্থানকারীদের মধ্যে দুজন ডেমোক্র্যাট ও দুজন রিপাবালিকান প্রশাসনের অধীনে নিয়োগ পেয়েছেন। অ বশ্য, অন্য আইনি কর্তৃপক্ষ আরোপিত শুল্ক, যেমন ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক, এই রায়ের প্রভাব নেই। হোয়াইট হাউজের দ্বিতীয় মেয়াদে শুল্ককে মার্কিন পররাষ্ট্রনীতির একটি মূল ভিত্তি বানিয়ে ফেলেছেন ট্রাম্প। ইচ্ছেমতো এই হাতিয়ার ব্যবহার করে তিনি বাণিজ্য অংশীদারদ...
শিশু উদ্ধার নারী আটক
তিন মাসের এক শিশুকে উদ্ধার ও নারীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত নারী হলো শিবগঞ্জ পৌরসভার আলিডাঙা গ্রামের আববুর রহমানের তালাকপ্রাপ্ত স্ত্রী জান্নাতুন বেগম।
থানা সূত্র জানা যায়, বুধবার ১টার দিকে জান্নাতুন বেগমের কোলে হঠাৎ করে তিন মাসের শিশু দেখতে পেয়ে জানাœাতুনের ছেলে সোহাগ কার ছেলে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর না পাওয়ায় সে পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি অবহিত করে।
পরে শিবগঞ্জ থানার এসআই রনি সাহা শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকা থেকে ওই শিশুসহ জান্নাতুন বেগমকে আটক করে। এ ব্যাপারে এসআই রনি সাহা জানান, আটককৃত জান্নাতুনের ভাষ্যমতে তার পূর্ব পরিচিত ঢাকার আশুলিয়ায় কর্মরত এক গার্মেন্টস কর্মী শিশুটিকে লালন পালন করার জন্য তাকে দিয়েছে। তিনি আরো জানান, বিস্তারিত জানার জন্য জান্নাতুনকে জিজ্ঞাসাবাদ চলছে আশা করি সঠিক তথ্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
থানা সূত্র জানা যায়, বুধবার ১টার দিকে জান্নাতুন বেগমের কোলে হঠাৎ করে তিন মাসের শিশু দেখতে পেয়ে জানাœাতুনের ছেলে সোহাগ কার ছেলে জিজ্ঞাসা করলে কোন সদুত্তর না পাওয়ায় সে পুলিশের জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি অবহিত করে।
পরে শিবগঞ্জ থানার এসআই রনি সাহা শিবগঞ্জ পৌরসভার শেখটোলা এলাকা থেকে ওই শিশুসহ জান্নাতুন বেগমকে আটক করে। এ ব্যাপারে এসআই রনি সাহা জানান, আটককৃত জান্নাতুনের ভাষ্যমতে তার পূর্ব পরিচিত ঢাকার আশুলিয়ায় কর্মরত এক গার্মেন্টস কর্মী শিশুটিকে লালন পালন করার জন্য তাকে দিয়েছে। তিনি আরো জানান, বিস্তারিত জানার জন্য জান্নাতুনকে জিজ্ঞাসাবাদ চলছে আশা করি সঠিক তথ্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
Comments
Post a Comment