রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
গোদাগাড়ী’র ডিএমসি মাঠ এলাকা থেকে ৫শ গ্রাম হেরোইন উদ্ধার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডিএমসি মাঠ এলাকা থেকে মঙ্গলবার রাতে ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, মাদক বিরোধী অংশ হিসাবে ৫৩ ব্যাটালিয়নের সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে পোলাডাংগা বিওপির একটি টহল দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সীমান্ত পিলার ৪১/৮ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিএমসি মাঠে অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ৫ শ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৮
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডিএমসি মাঠ এলাকা থেকে মঙ্গলবার রাতে ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করেছেন ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি’র সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, মাদক বিরোধী অংশ হিসাবে ৫৩ ব্যাটালিয়নের সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে পোলাডাংগা বিওপির একটি টহল দল রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সীমান্ত পিলার ৪১/৮ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিএমসি মাঠে অভিযান চালায়। এ সময় মালিক বিহীন অবস্থায় ৫ শ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে তিনি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৯-১৮

Comments
Post a Comment