প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুলসহ ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার
চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলা পরিষদ নির্বাচনে ছয় চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নাচোল উপজেলায় দুইজন চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান, গোমস্তাপুরে একজন চেয়ারম্যান, একজন করে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, ভোলাহাটে দুইজন চেয়ারম্যান ও শিবগঞ্জে একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যহার করেছেন।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন শিবগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা টুটুল, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাইরুল ইসলাম, ভোলাহাট দুই চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক, আমিনুল হক, নাচোলে দুই চেয়ারম্যান প্রার্থী আমানুল্লাহ আল মাসুদ ও তরিকুল ইসলাম। নাচোলের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা খাতুন, গোমস্তাপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুন নেসা ও পুরুষ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে বিএনপির নেতা গোমস্তাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান রাইরুল ইসলামও রয়েছেন। দুপুরে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘জেলার কোথাও নির্বাচনের পরিবেশ নেই। এই পরিবেশে নির্বাচনে অংশ নিলে কারচুপির শিকার হতে হবে। তাই প্রত্যাহার করে নিচ্ছি’। দলের সিদ্ধান্তের বাইরে মনোনয়ন পত্র দাখিল করা ভুলছিল বলে মনে করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৩-১৯
চাঁপাইনবাবগঞ্জের চারটি উপজেলা পরিষদ নির্বাচনে ছয় চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, নাচোল উপজেলায় দুইজন চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান, গোমস্তাপুরে একজন চেয়ারম্যান, একজন করে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, ভোলাহাটে দুইজন চেয়ারম্যান ও শিবগঞ্জে একজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন প্রত্যহার করেছেন।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন শিবগঞ্জের চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা টুটুল, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাইরুল ইসলাম, ভোলাহাট দুই চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক, আমিনুল হক, নাচোলে দুই চেয়ারম্যান প্রার্থী আমানুল্লাহ আল মাসুদ ও তরিকুল ইসলাম। নাচোলের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাশিদা খাতুন, গোমস্তাপুরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুন নেসা ও পুরুষ ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে বিএনপির নেতা গোমস্তাপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান রাইরুল ইসলামও রয়েছেন। দুপুরে তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘জেলার কোথাও নির্বাচনের পরিবেশ নেই। এই পরিবেশে নির্বাচনে অংশ নিলে কারচুপির শিকার হতে হবে। তাই প্রত্যাহার করে নিচ্ছি’। দলের সিদ্ধান্তের বাইরে মনোনয়ন পত্র দাখিল করা ভুলছিল বলে মনে করেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৩-১৯
Comments
Post a Comment