প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ আমদানি শুল্ক, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রে অধিকাংশ আমদানি পণ্যের ওপর অন্তত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক শতাব্দীর মধ্যে এত উচ্চ শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন। বুধবার (২ এপ্রিল) গৃহীত এই সিদ্ধান্তের কারণে বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। চিনের ওপর নতুনভাবে ৩৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাম্পের আরোপিত ২০ শতাংশ শুল্কসহ বেইজিংয়ের জন্য সংখ্যাটি মোট ৫৪ শতাংশ। ট্রাম্পের অর্থনৈতিক অস্ত্রের আঘাত থেকে নিরাপদ নয় দীর্ঘদিনের মার্কিন মিত্ররাও। যেমন ইউরোপীয় ইউনিয়নের ওপর ২০ শতাংশ এবং জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। শুল্কের ভিত্তি হার (বেইজ রেট) আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে। আর উচ্চ পালটা শুল্ক কার্যকর হবে আগামী ৯ এপ্রিল থেকে। মার্কিন অর্থনীতিবিদ ওলু সোনোলা বলেছেন, এই শুল্ক দীর্ঘদিন কার্যকর থাকলে, অর্থনৈতিক সমস্ত ভবিষ্যতবাণী জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিন।...
ঈদের আগেই চলবে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বনলতা এক্সপ্রেস
জেলাবাসীর দাবির প্রেক্ষিতে আগামী ২৫ জুলাই বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, রেল স্টেশনের অবকাঠামো তৈরি করার প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রেন রাখার জন্য আলাদা লাইন, ওয়াশফিড নির্মাণ ও প্লাটফরম নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাই থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালুর পূর্ব প্রস্তুতি উপলক্ষে তিনি গতকাল শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনে চাঁপাইনবাবগঞ্জের জন্য ৩টি বগি বরাদ্দ থাকবে, এরমধ্যে একটি বগি এসি এবং আর ২টি কোচে আসন সংখ্যা ১৮৪টি।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আবদুল ওদুদ, সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। শহর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো. শরিফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, জেলা যুবলীগের সভাপতি মো. সামিউল হক লিটন, জেলা যুব মহিলালীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক মো. শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. রুহুল আমিন প্রমুখ। এর আগে তিনি সকালে সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।
we are happy
ReplyDelete