সৌদি যুবরাজ বাইডেনকে ভুল করেছেন
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের সম্পৃক্ততার কথা স্বীকার করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চোখে আঙ্গুল দিয়ে ওয়াশিংটনের ভুল পদক্ষেপ ধরিয়ে দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর এ তথ্য জানিয়েছেন। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কে সৌদি কনস্যুলেটে খুন হন সৌদি সাংবাদিক জামাল খাশোগি। মার্কিন তদন্তে হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার তথ্য উঠে আসে। তবে যুবরাজ এই অভিযোগ অস্বীকার করেছেন। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন ওই ঘটনায় সৌদি আরবকে ‘ফরিয়া’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছিলেন। শুক্রবার যুবরাজের সঙ্গে বৈঠকে খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি তুলেছিলেন বাইডেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট জো বিডেনকে বলেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগির হত্যার মতো ভুলের পুনরাবৃত্তি রোধ করতে কাজ করেছে। তবে আফগানিস্তান ও ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভুল করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর বলেন, ‘প্রেসিডেন্ট বিষয়টি উত্থাপন করেছেন... এবং যুবরাজ প্রতিক্রিয়া জানিয়েছেন যে এটি সৌদি আরবের জন্য একটি বেদনাদায়ক পর্ব এবং এটি একটি ভয়ানক ভুল ছিল।’
দুই নেতার মধ্যে শুক্রবারের কথোপকথন সম্পর্কে জুবেইর রয়টার্সকে বলেছেন, যুবরাজ অভিযোগ করেছেন, অন্য দেশের উপর বলপ্রয়োগ করে মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তার বিপরীত ক্রিয়া হতে পারে। বাইডেনকে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তান ও ইরাকে মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তখন তা ব্যর্থ হয়েছিল। প্রকৃতপক্ষে, এটি পাল্টা আঘাত করেছে। যখন মানুষ অন্য দেশের উপর বলপ্রয়োগ করে মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তখন এটি কাজ করে না। প্রত্যেকটি দেশের ভিন্ন মূল্যবোধ রয়েছে এবং সেই মূল্যবোধগুলোকে সম্মান করা উচিত।’
Right dicition
ReplyDeleteThank you
Delete